Type Here to Get Search Results !

মাগরিবের নামাজ কয় রাকাত সহ মাগরিবের নামাজের নিয়ম ও নিয়ত

মাগরিবের নামাজ কয় রাকাত,মাগরিবের নামাজের নিয়ম,মাগরিবের নামাজের নিয়ত,magriber namajkoto rakat

নামাজ ছাড়া কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। নামাজ হল বেহেস্তের চাবি। পবিত্র কোরআনে ৮২ জায়গায় আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন। এজন্য প্রত্যেক মুসলমান নর-নারীর নামাজ পড়া বাধ্যতামূলক। এই নামাজ কিভাবে পড়তে হয় এবং কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ পড়তে হয় তা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) তার উম্মতদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন। তাই আজ আমি এই আর্টিকেলে মাগরিবের নামাজ কয় রাকাত সহ মাগরিবের নামাজের নিয়ম ও নিয়ত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি মাগরিবের নামাজ কয় রাকাত সহ মাগরিবের নামাজের নিয়ম ও নিয়ত জানতে চান তাহলে আপনি অবশ্যই এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি মন পড়বেন।

মাগরিবের নামাজ কয় রাকাত

আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ সাঃ কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ পড়তে হয় তা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর হুকুম ও ও রাসল সাঃ এর নির্দেশনা অনুযায়ী মাগরিবের নামাজ ৭ রাকাত। ৩ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত ও ২ রাকাত নফল। প্রথমে ৩ রাকাত ফরজ পড়তে হয়। তারপর ২ রাকাত সুন্নত পড়তে হয়। শেষে ২ রাকাত নফল পড়তে হয়। এখন চলুন মাগরিবের ৭ রাকাত নামাজের নিয়ম জেনে নেয়া যাক।

মাগরিবের নামাজের নিয়ম

আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই রাকাত নামাজ কবুল হওয়া খুব কঠিন। তাই নামাজ শুধু পড়লেই হবে না। মন ঠিক করে নামাজ পড়তে হবে। তা না হলে সে নামাজ কখনো কবুল হবে না। কোরআন ও হাদীসের বর্ণনা অনুযায়ী সারা জীবন নামাজ পড়ার পর মৃত্যুর পর অনেকের আমলনামায় এক রাকাতও নামাজ খুঁজে পাওয়া যাবে না। এর মূল কারণ নামাজের মধ্যে মনোযোগের অভাব। সুতরাং নামাজ পড়ার আগে মন ঠিক করতে হবে এবং ঈমানের সহিত নামাজ পড়তে হবে। আসুন এখন মাগরিবের ৭ রাকাত নামাজ পড়ার নিয়ম জেনে নেই।

মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ম

১। জায়নামাজের দোয়া পড়ুন।

২। তাকবীর দিন।

৩। মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত করুন। নিয়ত আরবিতে না পারলে বাংলায় পড়ুন- আমি কিবরামুখী হইয়া মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি।

৪। এরপর আল্লাহু আকবার বলে পুরুষরা কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে এবং মহিলারা কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে বুকে হাত বাধুন। পুরুষরা নাভির নিচে হাত বাঁধবেন এবং মহিলারা নাভির উপরে হাত বাঁধবেন।

৫। ছানা পড়ুন।

৬। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ুন।

৭। শব্দ করে সূরা ফাতিহা পড়ুন এবং সাথে যেকোনো একটি সূরা পড়ুন।

৮। আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

৯। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন এবং সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে রব্বানা লাকাল হামদ পড়ুন।

১০। আল্লাহু আকবার বলে সেজদায় যান এবং সেজদা অবস্থায় তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১১। এরপর সেজদা থেকে উঠে অল্প সময় বসুন এবং আবার সেজদায় যেয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১২। সেজদা হতে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আবার বুকে হাত বাঁধুন।

১৩। বিসমিল্লাহ সহ শব্দ করে সূরা ফাতিহা পড়ুন এবং সাথে আরেকটি সূরা পড়ুন।

১৪। আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন। 

১৫। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন এবং সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ুন।

১৬। আল্লাহু আকবার বলে সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১৭। এরপর সেজদা থেকে উঠে অল্প সময় বসুন এবং আবার সেজদায় যেয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১৮। সেজদা থেকে উঠে সোজা হয়ে বসুন এবং আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়ুন।

১৯। এরপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত বাঁধুন।

২০। বিসমিল্লাহ সহ শুধুমাত্র সূরা ফাতিহা মনে মনে পড়ুন।

২১। আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন। 

২২। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন এবং সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ুন।

২৩। আল্লাহু আকবার বলে সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

২৪। সেজদা থেকে উঠে অল্প সময় বসুন এবং আবার সেজদায় যেয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

২৫। সেজদা থেকে উঠে সোজা হয়ে বসুন এবং আত্তাহিয়াতু বা তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ুন।

২৬। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফেরান এবং একই কথা বলে বাম দিকে সালাম ফেরান।

২৭। তওবা পড়ুন।

২৮। মোনাজাত করুন।

পড়তে পারেনঃ

মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ম

১। মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করুন।

২। আল্লাহু আকবার বলে বুকে হাত বাধুন।

৩। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ুন।

৪। শব্দ না করে সূরা ফাতিহা পড়ুন এবং সাথে যেকোনো একটি সূরা পড়ুন।

৫। আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

৬। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন এবং সোজা হয়ে দাঁড়িয়ে শব্দ না করে রব্বানা লাকাল হামদ পড়ুন।

৭। আল্লাহু আকবার বলে সেজদায় যান এবং সেজদা অবস্থায় তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

৮। এরপর সেজদা থেকে উঠে অল্প বসুন এবং আবার সেজদায় যেয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

৯। সেজদা হতে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আবার বুকে হাত বাঁধুন।

১০। বিসমিল্লাহ সহ শব্দ না করে সূরা ফাতিহা পড়ুন এবং সাথে আরেকটি সূরা পড়ুন।

১১। আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

১২। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন এবং সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ুন।

১৩। আল্লাহু আকবার বলে সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১৪। এরপর সেজদা থেকে উঠে অল্প বসুন এবং আবার সেজদায় যেয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১৫। সেজদা থেকে উঠে সোজা হয়ে বসুন এবং আত্তাহিয়াতু বা তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ুন।

১৬। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফেরান এবং একই কথা বলে বাম দিকে সালাম ফেরান।

১৭। তওবা পড়ুন এবং মোনাজাত করুন।

মাগরিবের দুই রাকাত নফল নামাজের নিয়ম

১। মাগরিবের দুই রাকাত নফল নামাজের নিয়ত করুন।

২। আল্লাহু আকবার বলে পুরুষরা বুকে হাত বাধুন।

৩। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ুন।

৪। শব্দ না করে সূরা ফাতিহা পড়ুন এবং সাথে যেকোনো একটি সূরা পড়ুন।

৫। আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

৬। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন এবং সোজা হয়ে দাঁড়িয়ে শব্দ না করে রব্বানা লাকাল হামদ পড়ুন।

৭। আল্লাহু আকবার বলে সেজদায় যান এবং সেজদা অবস্থায় তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

৮। এরপর সেজদা থেকে উঠে অল্প বসুন এবং আবার সেজদায় যেয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

৯। সেজদা হতে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আবার বুকে হাত বাঁধুন।

১০। বিসমিল্লাহ সহ শব্দ না করে সূরা ফাতিহা পড়ুন এবং সাথে আরেকটি সূরা পড়ুন।

১১। আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

১২। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন এবং সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ুন।

১৩। আল্লাহু আকবার বলে সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১৪। এরপর সেজদা থেকে উঠে অল্প বসুন এবং আবার সেজদায় যেয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১৫। সেজদা থেকে উঠে সোজা হয়ে বসুন এবং আত্তাহিয়াতু বা তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ুন।

১৬। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফেরান এবং একই কথা বলে বাম দিকে সালাম ফেরান।

১৭। তওবা পড়ুন

১৮। মোনাজাত করুন।

মাগরিবের নামাজের নিয়ত

মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত

নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা'আলা সালাছা রাকাতাই ছালাতিল মাগরিবে ফারদুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত

নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাতাই সালাতিল মাগরিবে সুন্নাতু রাসুলুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

মাগরিবের দুই রাকাত নফল নামাজের নিয়ত

নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা রাকাআতাই ছালাতিল নফলে মোহাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

মাগরিবের নামাজের পর আমল

প্রতিটি আমলের একটি ফজিলত আছে। তাই প্রত‍্যেক ওয়াক্ত নামাজ শেষে প্রত‍্যেককের কমবেশি আমল করা উচিত। বিশেষভাবে ফজরের ও মাগরিবের নামাজের পর দোয়া কবুল হয়। তাই এই সময় দোয়া ও আমল করা অত‍্যাবশ‍্যক। এখন মাগরিবের নামাজের পর যে গুরুত্বপূর্ণ আমল করবেন তা দেখে নিন।

১। জাহান্নাম থেকে মুক্তির জন্য মাগরিবের নামাজের পর “আল্লাহুম্মা আজিরনি মিনান্নার” দোয়াটি ৭ বার পাঠ করুন।

২। জান্নাত প্রাপ্তির জন্য মাগরিবের নামাজের পর “আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ” দোয়াটি ৮ বার পাঠ করুন।

৩। আয়াতুল কুরসি পাঠ করুন।

৪। আউযুবিল্লাহিস সামিয়িল আলিমি, মিনাশ শাইতানির রজিম ৩ বার পড়ে সূরা হাশরের শেষ ৩ আয়াত ১ বার পড়ুন।

৫। সুরা ইখলাস, ফালাক্ব ও সুরা নাস, প্রত্যেকটি ৩ বার করে পড়ুন।

৬। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করুন।

পরিশেষে বলা যায় যে নামাজ একটি সর্বোত্তম ইবাদত। নামাজ ছাড়া পরকালে কেউ মুক্তি পাবে না। তাই সবাইকে কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ পড়তে হয় তা জেনে নামাজ পড়া শিখতে হবে। যাইহোক, আমার এই আর্টিকেল থেকে আমার মনে হয় আপনি আজকে মাগরিবের নামাজ কয় রাকাত সহ মাগরিবের নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরও সুন্দর সুন্দর আর্টিকেল পড়তে আপনি সর্বদা আমার ব্লগ সাইটের সাথেই থাকুন।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad