Type Here to Get Search Results !

নামাজের জন্য ১০ টি সূরা ও কুরআনের কিছু ছোট আয়াতের বাংলা উচ্চারণ

নামাজের জন্য ১০ টি সূরা,নামাজের জন্য ১০ টি সূরা বাংলা,নামাজের জন্য ১০ টি ছোট সূরা,সূরা ইখলাস,সূরা নাস,সূরা ফালাক,সূরা ফাতিহা,সুরা ফালাক,সুরা নাস

আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন।নামাজ ছাড়া পরকালে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। পবিত্র কুরআনে আল্লাহ ৮২ জায়গায় নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং নামাজ না পড়ার জন্য কঠোর শাস্তির বিধান উল্লেখ করেছেন। এসব জানার পরেও মানুষ দুনিয়ার মোহে পড়ে নামাজ পড়ার কথা ভুলে যায়। আসলে বর্তমানে বেশির ভাগ মানুষের দিল বা কলব মারা গেছে। তারা পৃথিবীতে জ্যান্ত লাশের মত ঘুরে বেড়াচ্ছে।এরইমধ্যে অনেকেই অজ্ঞান থেকে সজ্ঞান হয়ে নামাজ পড়ার কথা চিন্তা করে। কিন্তু সমস্যা হল তারা নামাজের কোন সূরা, তাশাহুদ বা আত্তাহিয়াতু, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা কিছুই জানে না। আবার তারা আরবিও পড়তে পারে না। ফলে তারা নামাজ পড়া শুরু করতে যেয়ে বড় সমস্যায় পড়ে যায়। তাই আজ আমি ঐ সমস্ত লোকদের জন্য নামাজের জন্য ১০ টি সূরা ও কিছু কুরআনের ছোট আয়াত বাংলা উচ্চারণ এই আর্টিকেলে উল্লেখ করেছি যা নামাজ পড়া শুরু করতে আপনাকে যথেষ্ঠ সাহায করবে। আপনি আরবি পড়তে না জানলেও এই সূরা ও আয়াতের বাংলা উচ্চারণ মুখস্ত করে নামাজ পড়া শুরু করতে পারবেন। আর তাশাহুদ বা আত্তাহিয়াতু, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা লিংক এর উপর ক্লিক করে জেনে নিবেন।

নামাজের জন্য ১০ টি সূরা

বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম।

সূরা ফাতিহা

আল হামদুলিল্লা-হি রাব্বিল আ-লামিন। আররাহমা-নির রাহিম। মা-লিকি ইয়াওমিদ্দিন। ইয়্যা-কা না'বুদু ওয়া ইয়্যা-কা নাসতাঈন। ইহদিনাসসিরা-তাল মুস্তাকিম। সিরাতাল্লা যিনা আন আমতা আলাইহিম। গাইরিল মাগদুবি আলাইহিম  ওয়ালাদ্দা~ল্লিন। (আমিন)

সূরা ফালাক

কু'ল আ'উযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। ওয়া মিং শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব। ওযা মিং শাররিন নাফ্ফা-ছা-তি ফিল উকাদ। ওযা মিং শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।

সূরা ইখলাস

কুলহু ওয়াল্লা-হু আহাদ। আল্লা-হুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ।

সূরা নাস

কুল আউযু বিরাব্বিন্না-ছ। মালিকিন্না-ছ। ইলা-হিন্না-ছ। মিং শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ। আল্লাযী ইউওয়াছওয়িছু ফী সুদুরিন্নাছ। মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।

সূরা কাফিরুন

কুল ইয়া আইয়ুহাল কা-ফিরুন। লা- আ'বুদু মা-তা বুদুন। ওয়ালা আংতুম আ- বিদুনা  মা-আবুদ। ওয়ালা আনা আ-বিদুম মা-আবাত্তুম। ওয়ালা আংতুম আবিদুনা মা-আ'বুদ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।

সূরা কদর

ইন্না~আংঝালনা-হু ফী লাইলাতিল কাদর। ওয়ামা আদরা-কা-মা লাইলাতুল কাদর। লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর। তানাঝঝালুল মালা-ইকাতু ওয়াররুহু ফীহা-বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ছালা-মুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর।

সূরা ফিল

আলাম তারা কাইফা ফা'আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল। আলাম ইয়াজ'আল কাইদাহুম ফী তাদলীল। ওয়া আরছালা আলাইহিম তা'ইরান আবা-বীল। তারমীহিম বিহিজা-রাতিম মিন ছিজ্জীল। ফাজা'আলাহুম কা' আসফিম মা'কুল।

সূরা মাউন

আরাআইতাল্লাযী ইউকাযযি'বু বিদ্দীন। ফাযা-লিকাল্লাযী ইয়াদু''উল ইয়াতিম। ওয়ালা-ইয়াহুদ্দু আলা-তাআ-মিল মিছকীন। ফাওয়াইলুল্লিন মুসাল্লীন। আল্লাযীনাহুম আং সালা-তিহিমি ছা-হূন। আল্লাযীনা হুম ইউরা~উন। ওয়া ইয়ামনা'উনাল মা-উন।

সূরা নাসর

ইযা!- জা~আ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ। ওয়ারাআইতান্না-ছা ইয়াদখুলূন ফী দীনিল্লা-হি আফওয়া-জা-। ফাছাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াছতাগফিরুহ ইন্নাহু কা-না তাওওয়া-বা-।

সূরা কুরাইশ

লিঈলা-ফি কু'রাইশ। ঈলাফিহিম রিহ লাতাশশিতা-ই ওয়াসসাঈফ। ফালইয়া'বুদু রাব্বা হা-যাল বাঈত। আল্লাযী আতা'আমাহুম মিং জূইওঁ ওয়া আ-মানাহুম  মিন খাওফ।

নামাজের জন্য আরো ছোট  টি ছোট সূরা

সূরা যিলযাল

ইযা-ঝুলঝিলাতিল আরদু ঝিলঝা-লাহা-। ওয়া আখরাজাতিল আরদু আছকা-লাহা-। ওয়া কা-লাল ইনছা-নু মা-লাহা। ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবা-রাহা-। বিআন্না রাব্বাকা আওহা-লাহা-। ইয়াওমাইযি ই ইয়াসদুরুন্না-ছু আশতা-তাল লিউউরাও আমা-লাহুম। ফামাই ইয়ামাল মিছ কা-লা যাররাতিন খাইরাই ইয়ারাহ। ওয়া মাই ইয়া- মাল মিছ কা-লা যাররাতিন শারৱাই ইয়ারাহ।

সূরা তাকাছুর

আলহা-কুমুত্তাকা-ছু র। হাত্তা-ঝুরতুমুল মাকা-বির। কাল্লা-ছাওফা তালামূন। ছু'ম্মা কাল্লা-ছাওফা তালামূন। কাল্লা লাও তালামূনা ইলমাল ইয়াকীন। লাতারাউন্নাল জাহীম। ছু'ম্মা লাতারাউন্নাহ আইনাল ইয়াকীন। ছু'ম্মা লাতুছআলুন্না ইয়াওমাইযিন আনিন্না'ঈম।

সূরা আসর

ওয়াল আসর। ইন্নাল ইনছা-না লাফী খুছর। ইল্লাল্লাযীনা আ-মানু ওয়া আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবর।

সূরা লাহাব

তাব্বাত ইয়াদা~আবী লাহাবিও ওয়া তাব্ব। মা~আগনা-আনহু মা-লুহু ওয়ামা-কাছাব। ছাইয়াসলা-না-ৱাং যাতা লাহাব। ওয়ামরাআতুহু হাম্মা- লাতাল হাতাব। ফী জীদিহা-হাবলুম মিমমাছাদ।

সূরা কওছার

ইন্না~'তাইনা কাল কাওছার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শা-নিআকা হুওয়াল আবতার।

Namazer sura in bangla,namazer sura bangla,namajer sura somuho,namazer choto sura,namajer choto surah bangla,সুরা ইখলাস,সুরা ফাতিহা

কুরআনের ছোট আয়াত

পবিত্র কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো আপনি নামাজে সূরা ফাতিহা পাঠ করার পর পূর্ণাঙ্গ অন্য একটি সূরা না পড়ে এই আয়াতগুলো পড়তে পারেন। এখন সেই গুরুত্বপূর্ণ সূরার আয়াত গুলো জেনে নিন।

সূরা বাকারা

আয়াত ২৮৫: আল্লাহু অলিয়‍্যুল্লাযীনা আমানু ইয়ুখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলার নূর, অল্লাযীনা কাফারু আওলিয়া উহুমুত তোয়াগুতু ইয়ুকরিজু নাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত,উলায়িকা আছহাবুন নারী হুম ফিহা খালিদুন।

আয়াত ২৮৬: লিল্লাহী মাফিস সামা ওয়াতি ওয়ামাফিল আরদি, ওয়া ইন তুবদু মাফি আন-ফুসিকুম আও তুখফুহু ইউ হা সিবকুম বিহিল্লাহ ফাইয়াগফিরু লিমাই ইয়াশা ওয়া ইউ আযযিবু মাই ইয়াশা, ওয়াল্লাহু আলা কুল্লি শাইয়িন ক্বদীর।

সূরা ইমরান

আয়াত ২৬:কুলিল্লা-হুম্মা মা-লিকাল মুলকি তু'তিল মুনকা মান তাশা~উ ওয়া তানঝি'উল মুলকা মিম্মান তাশা~উ ওয়াতু'ইঝঝু মান তাশা~উ ওয়া তুযিললু মান তাশা~উ বিইয়াদিকাল খাইর ইন্নাকা আলা-কুল্লি শাইয়িন কাদীর।

আয়াত ২৭: তুলিজুল লাইলা ফিন্নাহা-রি ওয়াতুলিজুন্নাহা-রা ফিল্লাইলি ওয়াতুখরিজুল হাইইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়াতারঝুকু মান তাশা~উ বিগাইরি হি ছা-ব।

আয়াত ৩১: কুল ইন কুনতুম তুহিববূনাল্লা-হা ফাত্তাবিঊনী ইউহব্বিকুমুল্লা-হু ওয়াইয়াগফির লাকুম যুনূবাকুম ওয়াল্লা-হু গাফুরূর রাহীম।

আয়াত ৩২: কুল আতীউল্লা-হা ওয়ার রাছূলা ফাইন তাওয়াল্লাও ফাইন্নাল্লা-হা লা-ইউহিব্বুল কাফিরীন।

সূরা ইমরানের ২৬ ও ২৭ নম্বর আয়াত দুটি সকাল সন্ধ‍্যা ৭ বার করে পাঠ করলে ঋণ পরিশোধ হয় ইনশাআল্লাহ।

সূরা আস সাফফাত

আয়াত ১৮০: ছুবহা-না রব্বিকা রব্বিল ইঝঝাতি আম্মা-ইয়াসিফূন।

আয়াত ১৮১: ওয়া-ছালা-মুন আলাল মুরছালীন।


আয়াত ১৮২: ওয়াল হামদুলিল্লা-হি রব্বিল 
আ-লামীন।

এই আয়াত তিনটি আপনি নামাজের পর মুনাজাতে পড়তে পারেন। এগুলো মোনাজাতের দোয়া। এছাড়া সবসময় নামাজের সূরা ফাতিহা পাঠ করার পর এই তিনটি আয়াত পড়তে পারেন।

পড়তে পারেনঃ

সুরা বুরুজ

আয়াত ১৪-২২

১৪.অহুওয়াল গফুরুল ওয়াদুদ।

১৫.যুল আরশীল মাজীদ।

১৬.ফাআলুল লিমা ইয়ুরীদ।

১৭.হাল আতা-কা হাদীছুল জুনুদ।

১৮.ফিরআউনা অছামুদ।

১৯.বালিল্লাযীনা কাফারু ফি তকযীব।

২০.অল্লা-হু মিও অরা-য়িহিম মুহীত।

২১.বাল হুওয়া কুরআনুম মাজীদ।

২২.ফী লাওহিম মাহফুজ।

সূরা আলা

আয়াত ১৪-১৯

১৪.ক্বদ আফলাহা মান তাযাক্কা

১৫.অজাকারসমা রব্বিহী ফাছো-য়াল্লা।

১৬.বাল তুছিরুনাল হা-ইয়া-তাদ্দুন ইয়া।

১৭.অল আখিরতু খাইরুও ওয়া আবক্ব।

১৮.ইন্না হা-যা লাফিছ ছুহুফিল উলা।

১৯.ছুহুফি ইব্রা-হীমা অমুছা।

সূরা আদিয়াত

আয়াত ৯-১১

৯.আফালা-ইয়ালামুইযা-বুছিরঅ মা-ফিল কুবূর।

১০. ওয়া হুসসিলা মা-ফিসসুদূর

১১.ইন্না রব্বাহুম বিহিম ইয়াওমাইযিল্লাখবীর।

নামাজ পড়ার সাথে সাথে প্রত্যেক ফরজ নামাজ শেষে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ তিন আয়াত, রাতে শয়ন কালে সূরাবাকারার শেষ দুই আয়াত  সূরা মূলক আমল করবেন। এই আমলগুলো আপনাকে দুনিয়ার অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবে এবং মৃত্যুর পর কবরের আজাব থেকে রক্ষা করে পরকালে জান্নাতে নিয়ে যাবে।

পরিশেষে বলা যায় যে আপনি যদি নামাজের জন্য ১০ টি সূরা ও কিছু কুরআনের ছোট আয়াত বাংলা উচ্চারণ মুখস্ত করেন তাহলে সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন এবং দৈনিক কোরআনের কিছু গুরুত্বপূর্ণ আয়াত আমল করে পরকালের পথ সুগম করে জান্নাতে যাওয়ার পথ প্রশস্ত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপরোক্ত সূরা  কুরআনের  আয়াত গুলো মুখস্ত করে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার এবং নিয়মিত আমল করা তৌফিক দান করুক, আমিন।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন।আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad