Type Here to Get Search Results !

অর্থসহ দোয়া কুনুত বাংলা উচ্চারণ

 

Dua qunoot bangla,দোয়া কুনুত বাংলা উচ্চারণ,দোয়া কুনুত, দোয়া কুনুত ছবি,দোয়া কুনুত বাংলা অর্থসহ,dua qunoo

ইসলামে দোয়ার গুরুত্ব অপরিসীম। দোয়া অর্থ আল্লাহ তায়ালার নিকট কোনকিছু চাওয়া। ঈমান ও ইয়াকিনের সাথে দোয়া করলে সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে দোয়া করলে সেই দোয়া ঘরের চালের মটকায় যেয়ে আটকায় যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন দোয়া এখন পৌছায় না। এর মূল কারণ এখন বেশিরভাগ মানুষ বেঈমান। বেঈমানের দোয়া কোনদিন কবুল হয় না। তাই এখন কারো দোয়া কবুল হয় না। এরপরেও মানুষ বিপদে পড়লে আল্লাহকে শেষ আশ্রয় মনে করে তার নিকট বিভিন্ন প্রকার দোয়া করে সাহায্য প্রার্থনা করে। এমনই একটি ফজিলতপূর্ণ দোয়া হল দোয়া কুনুত। আল্লাহ তায়ালা নিজেই তার বান্দাদেরকে তার নিকট দোয়া করতে বলেছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,"হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো। আমি তোমাদের ডাকে সাড়া দিব।"

কোন ইবাদতকে পূর্ণাঙ্গ করার জন্য শেষে দোয়া করতে হয়। কুরআন ও হাদীসে অনেক ফজিলত পূর্ণ দোয়া আছে। আজ আমি এই আর্টিকেলে দোয়া কুনুত বাংলা উচ্চারণদোয়া কুনুত বাংলা অর্থসহ বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি মন দিয়ে পড়েন তাহলে দোয়া কুনুত সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। এখন প্রথমে দোয়ায়ে কুনুত সম্পর্কে জেনে নিন।

দোয়া কুনুত

মূলত দোয়া কুনুত বেতের নামাজের শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবর বলে দুই হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে আবার বুকে হাত বেঁধে পড়তে হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বেতের নামাজে মাঝে দোয়ায়ে কুনুত পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে অনুসরণ ও অনুকরণ করার জন্য আমাদের প্রত্যেকের বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া উচিত। কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ নামাজী দোয়ায়ে কুনুত জানে না। তাই ঐ সকল নামাজীদের সুবিধার্থে নিচে দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ তুলে ধরা হলো।

দোয়া কুনুত বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, ওয়া নাস্তাগফিরুকা, ওয়া নু'মিনু  বিকা, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস'আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা রিল কুফফারি মূলহিক্ক।

দোয়া কুনুত বাংলা অর্থ

হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই উপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, কখনো অকৃতজ্ঞ হই না, আর যারা তোমার অবাধ্য হয় আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি এবং তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সেজদা করি, তোমারই দিকে দৌড়ে এগিয়ে যাই। আমরা তোমারই রহমত কামনা করি এবং তোমার আযাবকে ভয় করি। তোমার আযাবতো কাফেরদের জন্য নির্ধারিত।

পড়তে পারেনঃ

দোয়া কুনুত ছবি

Doa qunut bangla,dua kunut, dua kunut bangla,doa qunut,doa qunut in bangla, দোয়া কুনুত এর বিকল্প, দোয়া কুনুত বাংলা

দোয়া কুনুত এর বিকল্প

যদি কোন নামাজী ব‍্যক্তি বিতর নামাজে দোয়া কুনুত না পারেন তাহলে এই দোয়ার বিকল্প তিনবার সূরা ইখলাস পড়ে নিবেন। এতেই দোয়া কুনুত পড়ার সওয়াব পেয়ে যাবেন।

দোয়া কুনুত কখন পড়তে হয়?

বেতের নামাজে দোয়া কুনুত পড়তে হয়। মূলত বেতের নামাজের শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে বা রুকু থেকে উঠে আল্লাহু আকবর বলে দুই হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে আবার বুকে হাত বেঁধে দোয়া কুনুত পড়তে হয়। অনেকেই বেতের নামাজ পড়ার সময় দোয়া কুনুত পড়তে ভুলে যায় বা অনেকের উল্টো পাল্টা হয়ে যায়। তাই বেতের নামাজ পড়ার সময় অবশ্যই দোয়া কুনুত পড়ার নির্দিষ্ট সময়টা মনে রাখা উচিত।

দোয়া কবুলের উত্তম সময়

১। প্রতেক ফরজ নামাজের পর।

২। জুম্মার দিনে।

৩। প্রতি আসৱের নামাজের পর।

৪। আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে।

৫। সেজদার সময়।

৬। কদরের রাতে।

৭। আরাফাতের দিনে।

৮। বৃষ্টির সময়ে।

৯। সফরের সময়ে

১০। কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে।

১১। জিলহজ মাসের প্রথম দশ দিনে।

১২। রাতের শেষ তৃতীয়াংশে। এ সময় আল্লাহ বলতে থাকেন, "কে আছো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো? আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো? আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দিব।"

উপসংহারে বলা যায় যে নিসন্দেহে দোয়া কুনুত একটি ফজিলতপূর্ণ দোয়া। এটি নামাজের মধ্যে একটি অপরিহার্য দোয়া। তাই প্রত‍্যেক মুসলমান নামাজীর দোয়া কুনুত জানা উচিত। কিন্তু কেউ যদি দোয়া কুনুত মুখস্ত করতে না পারে তাহলে এর পরিবর্তে তিনবার সূরা এখলাছ পড়ে নিবেন। আল্লাহ আমাদের সকলকে দোয়া কুনুত বাংলা উচ্চারণদোয়া কুনুত বাংলা অর্থসহ বিস্তারিত জেনে দৈনিক পাচ ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ার তওফিন দান করুক, আমিন।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad