Principal verbs English
Principal verb বাক্যের প্রধান verb. এই verb এর নিজস্ব একটা অর্থ থাকে। Principal verb এর পরে কখনো Subject থাকে আবার কখনো Subject থাকে না। আজ আমি এই আর্টিকেলে Principal Verb কাকে বলে, কত প্রকার ও কী কী? সহ Principal verbs in English সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে Principal Verb চিনতে তোমাদের কোন সমস্যা হবে না। চলো তাহলে আজকের মূল আলোচনায় যাওয়া যাক।
মূলত Principal verb finite verb থেকে এসেছে। Finite verb কে দুই ভাগে ভাগ করা যায়।
যথা:
1. Principal verb.
2. Auxiliary verb.
Principal verb কাকে বলে?
যে Verb অন্য verb এর সাহায্য ছাড়া একা একা বাক্যে
অর্থ সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারে তাকে Principal Verb বলে।
যেমন:
1. He teaches us English.
এখানে teaches Principal verb.
2. We drink water.
এখানে drink Principal verb
Auxiliary verb কাকে বলে?
যে Verb Principal verb এর যথার্থ অর্থ প্রকাশে সাহায্য করে এবং মাঝে মাঝে বাক্যের
মধ্যে Principal
verb হিসাবে ব্যবহৃত
হয় তাকে Auxiliary
Verb বলে।
যেমন:
1. He is teaching us
English.
এখানে is auxiliary verb.
2. We are drinking water
এখানে are auxiliary verb.
Principal Verb কত প্রকার ও কী কী?
Principal Verb কে দুই ভাগে ভাগ করা যায়।
যথা:
1. Transitive verb
2. Intransitive verb
Transitive verb কাকে বলে?
যে Verb এর পরে সর্বদা Object বসে অথবা যে Verb এর পরে কখনও Preposition বসে না তাকে Transitive Verb বলে।
যেমনঃ
1. She takes tea.
এখানে takes transitive verb.
2. They finish the work.
এখানে finish transitive verb.
পড়তে পারেনঃ
- বাংলা অনুবাদ সহ The honesty of a school boy story
- বাংলা অনুবাদ সহ Man cannot live alone story
- বাংলা অনুবাদ সহ The pied piper of Hamelin story
Intransitive verb কাকে বলে?
যে Verb এর পরে Object বসে না অথবা যে Verb এর পরে Preposition বসে থাকে তাকে Intransitive verb বলে।
যেমনঃ
1. Birds fly.
এখানে fly intransitive verb
2. Birds flying in the
sky.
এখানে fly intransitive verb
Principal verbs examples
1. My brother likes to run in the sun.
2. He eats rice.
3. The baby sleeps at night peacefully.
4. Ashik drinks milk.
5. The girl sings a song well.
6. I can dance with you.
7. Tamanna is reading a book
8. I must help the poor.
9. Sumaiya writes a poem.
10. Mintu drew a picture of nature.
11. My mother can cook good food.
12. My mother cleans our house daily.
13. Akash washes his face daily.
14. Mukta swims in the river every morning.
15. Sabbir is driving the car.
16. He has done the work.
17. I will finish the work timely.
18. My father maintains our family.
19. The book is being printed.
20. I can ride a bicycle.
পরিশেষে বলা যায় যে Principal verb হল বাক্যের Main verb. এই verb ছাড়া Sentence সম্ভব না। আমি মনে করি আমার এই আর্টিকেলটি Principal Verb কাকে বলে, কত প্রকার ও কী কী? সহ Principal verbs in English সম্পর্কে জানতে বা সনাক্ত করতে তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে। এরকম আরো সুন্দর সুন্দর আর্টিকেল পড়তে তোমরা সবসময় আমার ওয়েবসাইটের সাথেই থাকবে।