Type Here to Get Search Results !

সংজ্ঞা সহ Transitive and Intransitive Verb এর মধ্যে পার্থক্য

 

Difference between transitive and intransitive verb,transitive verb কাকে বলে,intransitive verb কাকে বলে,transitive verb bangla

Difference between transitive and intransitive verb

Transitive and Intransitive verb, Principal verb এর দুটি রূপ। অনেকে Transitive and Intransitive verb চিনতে পারে না। তারা Transitive and Intransitive verb চেনার জন‍্য গুগলে হেল্পফুল আর্টিকেল খোজ করে। তোমরা যদি কেউ তাদের মত একজন হয়ে থাকো তাহলে আজকের আর্টিকেলটি নিশ্চিত তোমার জন্য। এই আর্টিকেলে আমি সংজ্ঞা সহ Transitive and Intransitive Verb এর মধ্যে পার্থক্য || Difference between Transitive and Intransitive Verb দেখিয়েছি। তোমরা সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে সহজ Transitive and Intransitive Verb নির্ণয় করতে পারবে। চলো তাহলে এখন মূল আলোচনায় যাওয়া যাক।

Principal Verb কে দুই ভাগে ভাগ করা যায়।

যথা:

1.Transitive verb.

2. Intransitive verb.

Transitive verb কাকে বলে?

যে Verb এর পরে Object বসে অথবা যে Verb এর পরে Preposition বসে না তাকে Transitive verb বলে। 

যেমনঃ

1. She  sings a song.

এখানে sings transitive verb. 

2. The man drives a car.

এখানে drives transitive verb.

Intransitive verb কাকে বলে?

যে Verb এর পরে Object বসে না অথবা যে Verb এর পরে Preposition বসে তাকে তাকে Intransitive verb বলে।

যেমনঃ

1. He goes.

 এখানে goes intransitive verb. 

2. He goes to college.

এখানে goes intransitive verb.

Transitive and Intransitive Verb এর মধ্যে পার্থক্য

1. Transitive verb এর পরে Object বসে কিন্তু Intransitive Verb এর পরে Object বসে না।

2. Transitive verb এর পরে Preposition বসে না কিন্তু Intransitive Verb এর পরে Preposition বসে।

3. Transitive verb এর পরে Preposition ছাড়া Noun/Pronoun বসে কিন্তু Intransitive Verb এর পরে Preposition+ Noun/Pronoun বসে।

পড়তে পারেনঃ

  1. বাংলা অনুবাদ সহ Female education paragraph
  2. বাংলা অনুবাদ সহ Dowry system paragraph
  3. বাংলা অনুবাদ সহ The Padma Bridge paragraph

Transitive and intransitive verb examples with answers

Transitive verb examples in sentences

1. Tamanna bought a new mobile phone.

2. Sumaiya ate the mango.

3. They built a beautiful palace last year.

4. The cat killed the mouse. 

5. Asha cleans the kitchen every day.

6. Sayra drank a glass of water.

7. Jihad found the key under his bed.

8. Rintu gave her a birthday gift.

9. Kobita helped her friend with homework.

10. Asura invited us to her birthday party.

11. Joya cooked delicious food.

12. Shahanaj closed the door.

13. Mim loves her father very much.

14. Bayazid painted the house white.

15. Rahat planted flowers in his garden.

16. Ibrahim read books in the library regularly.

17. Sabbir repaired his car. 

18. Mukta solved the problem easily.

19. Munna stole my phone yesterday.

20. Bornali understood the situation clearly.

Intransitive verb examples in sentences

1. Progma arrived at the station timely.

2. Jui slept through the night peacefully.

3. Swarna laughed at the poor.

4. The flowers bloomed in the spring.

5. Safin departed from the station in the afternoon.

6. Rifat waited for Sumaiya at the station.

7. Sajjaat cried loudly.

8. Azmain sat on the bench.

9. Tarina stood by the window.

10. The sun rises in the east.

11. The sun shone brightly.

12. Sathi walked along the road.

13. Nazmul swam in the river.

14. Dipa danced on the stage.

15.. Sharmin smiled at the sight.

16. I listen to music every day.

17. The bird flew away. 

18 Akash looked out the window.

19. My father thought about the problem.

20. Samima shouted with joy.

যদি তুমি আমার এই আর্টিকেলটি সত‍্যিই মনোযোগ সহকারে পড়ে থাকো তাহলে নিশ্চয় তুমি Transitive and Intransitive Verb এর মধ্যে পার্থক্য || Difference between Transitive and Intransitive Verb ভালভাবে বুঝতে পেরেছো। এরকম আরো সুন্দর সুন্দর আর্টিকেল পড়তে সবসময় আমার ব্লগ সাইটের সাথেই থাকবে।

রিলেটেড পোস্টসঃ

  1. Sentence Correction এর নিয়ম
  2. Sentence Connectors এর সহজ নিয়ম
  3. Modifier এর সহজ নিয়ম

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad