Type Here to Get Search Results !

গুগলে Classification of Non Finite Verb জানার বেস্ট আর্টিকেল

Non finite verb classification,classification of non finite verb,,non finite verb কাকে বলে,non finite verb কত প্রকার ও কি কি,three types of non finite verbs

 Classification of non finite verb 

মনের ভাব প্রকাশ করার জন্য আমরা sentence ব্যবহার করি। এই sentence এর মধ্যে থাকে ৮ প্রকার Part of speech. এই ৮ প্রকার Part of speech এর মধ্যে ৭ প্রকার ছাড়া sentence সম্ভব কিন্তু Verb ছাড়া কোন sentence সম্ভব না। So, a verb is called the heart of a sentence. সাধারণত Verb দুই প্রকার। Finite and non finite verb. আজ এই আর্টিকেলে আমি Classification of non finite verb  বিস্তারিতভাবে করেছি। তোমরা যদি আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ো তাহলে Non Finite Verb নিয়ে তোমাদের আর কোন সমস্যা থাকবে না। তাহলে চলো classification of non finite verb  ভালোভাবে জানা যাক।

Non finite Verb কাকে বলে?

যে Verb বাক্যের অর্থ পরিপূর্ণ রূপে প্রকাশ করে না কিংবা বাক্যের অর্থ অসমাপ্ত রাখে তাকে Non finite verb বা অসমাপিকা ক্রিয়া বলে।

যেমন:

1. Akash saw the girl dancing.

এখানে dancing non finite verb.

2. Walking is a good exercise  

এখানে Walking non finite verb.

3. Ashik decided to go to India 

এখানে to go non finite verb.

Non Finite Verb কত প্রকার ও কি কি?

Three types of non finite verb

সাধারণত Non finite verb কে তিন ভাগে ভাগ করা যায়।

যথা:

1. Gerund

2. Participle

3. Infinitive

Gerund কাকে বলে?

Verb এর শেষে ing যুক্ত হয়ে যদি একই সাথে VerbNoun এর কাজ করে তাকে Gerund (Verb+ing) বলে।

যেমন:

1. Smoking is injurious to health.

2. I like shopping.

Participle কাকে বলে?

Verb এর সাথে ing যুক্ত হয়ে বা verb এর Past participate form/V3 বা Having +V3 যদি একই সাথে VerbAdjective এর কাজ করে তাকে Participle (Verb+ing) বলে।

যেমন:

1. I like my reading room.

2. My dressing room is ultramodern.

Infinitive কাকে বলে?

To যুক্ত Verb কে Infinitive (to+V1) বলে। কখনও কখনও বাক্যের মধ্যে to উহ্য থাকে। তখন তাকে bare Infinitive বলে।

যেমন:

1. I want to become a doctor.

2. He decided to go

Participle কত প্রকার ও কি কি?

মূলত Participle কে তিন ভাগে ভাগ করা যায়।

যথা:

1. Present participle

2. Past participle

3. Perfect participle

Present participle কাকে বলে?

Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি একই সাথে VerbAdjective এর কাজ করে তাকে Present participle বলে।

যেমন:

1. I found a dancing girl.

2. I saw a running train.

পড়তে পারেনঃ

Past participle কাকে বলে?

Verb এর Past participle form/V3 যদি একই সাথে VerbAdjective এর কাজ করে তাকে Past participle বলে।

যেমন:

1. Polluted water is very harmful to health.

2. He came here with a broken heart.

Perfect participle কাকে বলে?

Having+V3 যদি একই সাথে VerbAdjective এর কাজ করে তাকে Perfect participle বলে।

যেমন:

1. Having done the work, the man went away.   

2. Having completed the course, I will go to Germany.  

20 examples of non finite verb

নিচে Non finite verb এর 20 টি examples দেওয়া হল। Non finite verb গুলো সব Underlined word এ দেখানো হয়েছে।

1. Tamanna wants to be a magistrate. 

2. Polluted water is harmful.

3. Swimming is my hobby.

4. Asha decided to sing on the stage.

5. I prefer writing to reading.

6. It is important to speak the truth.

7. My mother likes cooking.

8. Sleeping is necessary for good health.

9. My brother planned to study medicine.

10. Walking is a good exercise.

11. I like gardening.

12. My sister likes shopping.

13. Driving recklessly is the main cause of accidents.

14. My friend planned to climb up the tree.

15. Farhana likes drawing.

16. Painting is my hobby.

17. Thinking deeply, he resigned from the job.

18. Laughing is the best medicine for good health.

19. She wants to understand the complex matter deeply.

20. I want to remember the past history of Bangladesh.

FAQ:

Difference between finite and non finite verb 

Finite and non finite verb এর মধ্যে প্রধান পার্থক্য হল Finite verb দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে শেষ হয়। অন্যদিকে, Non finite verb দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে শেষ হয় না। এছাড়া বাক্যের মধ্যে Finite verb টি Present form/V1 এ থাকে অথবা verb এর সাথে s/es যুক্ত থাকে অথবা verb টি Past form/V2 তে থাকে অথবা verb এর পূর্বে Auxiliary/to be verb থাকে অথবা Having + V3 থাকে। অন্যদিকে, বাক্যের মধ্যে Non finite verb টি Auxiliary/to be ছাড়া ing যুক্ত থাকে অথবা Auxiliary/to be ছাড়া verb টি Past participle form/V3 তে থাকে অথবা verb এর পূর্বে to যুক্ত থাকে।

Nonfinite verb কিভাবে বের করব?

সহজে Nonfinite verb চেনার উপায় হল:

  • Auxiliary verb ছাড়া মূল verb এর সাথে ing যুক্ত থাকে।
  • Auxiliary verb ছাড়া মূল verb টি V3 থাকে।
  • Having+V3 থাকে।
  • To+V1 থাকে।

পরিশেষে বলা যায় যে Verb ছাড়া যেহেতু কোন sentence সম্ভব না সেহেতু Verb সম্পর্কের না জানার বিকল্প কোন পথ নেই। আমার মনে হয় আজ এই আর্টিকেল থেকে তোমরা Classification of non finite verb সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছো। এরকম আরো সুন্দর সুন্দর আর্টিকেল পড়তে সব সময় আমার ব্লগ সাইটের সাথেই থাকো।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad