Type Here to Get Search Results !

Auxiliary Verb Classification সম্পর্কে বিস্তারিত আলোচনা

Auxiliary verb classification, auxiliary verb কাকে বলে,auxiliary verb কয়টি ও কি কি, primary auxiliary verb কাকে বলে, modal auxiliary verb কাকে বলে

Auxiliary Verb Classification

Auxiliary Verb অর্থ সাহায্যকারী ক্রিয়া। এই verb এর মূল কাজ হলো Principal verb কে সাহায্য করা এবং Principal verb এর অনুপস্থিতিতে Principal verb এর কাজ করা। আজ আমি এই আর্টিকেলে Auxiliary verb কাকে বলে, কত প্রকার ও কি কি সহ Auxiliary verb classification সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। Auxiliary verb classification সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়বে।

Auxiliary Verb কাকে বলে?

যে সকল Verb Principal verb এর যথার্থ অর্থ প্রকাশ ক‍্যতে সাহায্য করে তাকে তাকে Auxiliary Verb বলে।
যেমন:

1. We are learning English.

এখানে are auxiliary verb.

2. I have done the work.

এখানে have auxiliary verb.

Auxiliary Verb কত প্রকার ও কি কি?

Auxiliary verb কে দুই ভাগে ভাগ করা যায়।

যথা:

1. Primary auxiliary

2. Secondary/Modal auxiliary

Primary auxiliary কাকে বলে?

Do, have be কে Primary auxiliary বলে।

Do এর ৩টি form.

Do, does did.

Have এর ৪টি form.

Have, has, had having.

Be এর ৮টি form.

Be, am, are, is, was, were, beingbeen.

পড়তে পারেনঃ

Secondary/Modal auxiliary কাকে বলে?

Do, have be বাদে বাকি সব auxiliary verb গুলোকে Secondary/Modal auxiliary বলে।

যেমন:

Can, could, shall, should, will, would, may, might, must, ought to, used to, had better, had rather, would better, would rather, need, let, dare, be to ইত্যাদি।

FAQ:

Auxiliary verb এর তালিকা

Do, does, did, have, has, had, having, be, am, are, is, was, were, being, been, can, could, shall, should, will, would, may, might, must, ought to, used to, had better, had rather, would better, would rather, need, let, dare, be to ইত্যাদি।

Primary auxiliary verb list

Do, does, did, have, has, had, having, be, am, are, is, was, were, being been,

Modal auxiliary verb list

Can, could, shall, should, will, would, may, might, must, ought to, used to, had better, had rather, would better, would rather, need, let, dare  be to.

Semi modal auxiliary verbs list

Dare, need, ought to  used to

পরিশেষে বলা যায় যে Auxiliary verb কে বাদ দিয়ে Principal verb বাক‍্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না। Principal verb এর জন্যই Auxiliary verb সৃষ্টি করা হয়েছে। সঠিকভাবে ইংরেজি শিখতে হলে Principal verb এর পাশাপাশি Auxiliary verb classification সম্পর্কে সবার জানা উচিত। আমি মনে এই আর্টিকেল থেকে তোমরা Auxiliary verb classification সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছো। এরকম আরো সুন্দর সুন্দর ইংলিশ গ্রামাটিকাল আর্টিকেল পড়তে সবসময় এই ওয়েবসাইট এর সাথেই থাকো।

রিলেটেড পোস্টসঃ

  1. গুগলে Classification of non finite verb জানার বেস্ট আর্টিকেল
  2. 100 finite verb examples with answers 
  3. সংজ্ঞা সহ Gerund, Participle and Infinitive এর মধ্যে পার্থক্য

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad