Type Here to Get Search Results !

HSC Special Uses of Some Words and Phrases এর উপর শেষ প্রস্তুতি || Shortcut Rules

Special uses of some words and phrases hsc rules,hsc special uses of words and phrases,words and phrases hsc,special uses of some words and phrases

Special uses of some words and phrases

Special uses of some words and phrases ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক। শুধুমাত্র এইচএসসি লেভেলের ছাত্রছাত্রীদের সিলেবাসে এই  গ্রামার টপিকটি ইনক্লুড করা হয়েছে। তাই তারা Special uses of Some words and phrases দেখেই প্রথমে হঠাৎ হোচট খায়। কিন্তু এই  গ্রামার টপিকটি আদৌ কঠিন নয় বরং খুব সহজ। Special uses of some words and phrases সঠিকভাবে উত্তর করতে হলে ১৫টি  Words and Phrases আয়ত্ত করতে হবে। তাই আজ আমি এইচএসসি লেভেলের ছাত্র-ছাত্রীদের জন্য ১৫টি  Special uses of some words and phrases shortcut rules এই আর্টিকেলটি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি। Special uses of some words and phrases এ ৫ এর মধ্যে ৫ পেতে আর্টিকেলে উল্লেখিত shortcut rules খুব ভালোভাবে অনুসরণ করতে হবে এবং নিয়মিত এই ১৫টি shortcut rules প্র্যাকটিস করতে হবে। তাহলে নিশ্চিত এইচএসসি পরীক্ষায় Special use of some words and phrases এ ফুল মার্কস পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে চলো এখন  Special uses of some words and phrases shortcut rules জেনে নেওয়া যাক।

Special uses of some words and phrases HSC shortcut rules

1. Subject…..V1+ext+than

Ans: would rather

Example:

I……die than beg.

Ans: would rather

2. Subject…..V1+ext (বাধ্যবাধকতা)

Ans: have to/has to/had to/shall have to/will have to

Example: 

You…. obey your parents.   

Ans:  have to 

3. Subject…..V1+ext (অতীতের অভ্যাস)

Ans: used to

Example: 

My friend……..smoke in his childhood.

Ans: used to

4. Subject…..V1+ext (Than না, বাধ্যবাধকতা না ও অতীতের অভ্যাসও না)

Ans: had better

Example:  

You …..,.go home. 

Ans: had better

5. Subject+V2+ext…….Subject+V2+ext

অথবা

…….Subject+V2+ext, Subject+V2+ext

Ans: As soon as 

Example:   

The man ran away…….. he saw the police.  

……….. he saw me,  he went away. 

Ans: as soon as

6. …… Subject+V2+ext.

Ans: It is time/It is high time

Example:   

……….. he went away. 

Ans: It is high time it is time 

7. ……Subj+verb+ext+?

Ans: What if

Example:   

………..he failed in the examination? 

Ans: What if

8. ……verb+ing+ext+?

Ans: Would you mind

Example:   

………. having a cup of tea?

Ans: Would you mind

পড়তে পারেনঃ

Special uses of words and phrases HSC rules

9…….Subject…….? (দেখতে কেমন মনে হলে)

Ans: What does….Look like

Example:   

………. fairy……?

Ans: What does….Look like

10…….Subject…….? (দেখতে কেমন বাদে মনে হলে)

Ans: What's…..like

Example:   

………. the subject…….?

Ans: What's…..like

11. Subject+V1/V+s বা es+ext……Subject+V2/were+ext

অথবা

Subject+V2+ext……Subject+had+V3+ext

Ans: As though/as if

Example:    

He speaks……. he knew all.

He spoke ……. he had known all. 

Ans: as though/as if

12. Subject+verb+ext……ext (Up down বা কম+বেশি বোঝালে)

Ans: let alone

Example:     

He does not get third division …… first division. 

Ans: let alone

13. Subject……ext (টাইম/প্লেস/টাইম+প্লেস)

Ans: Be born= was born/were born

Example:      

Shakespeare …….. in England in 1564. 

Ans: was born

14.……..Subject+V3+ext+than+Subject+V2+ext

Ans: No sooner had

অথবা

……..Subject+V3+ext+when+Subject+V2+ext

Ans: Scarcely had/hardly had 

Example:       

………. the thief seen the police than he went away. 

Ans: No sooner had

………. the thief seen the police when he went away. 

Ans: Scarcely had/hardly had

15…….Verb+ext

Ans: There/It

Verbs: Be live, exist, remain, come, arise, appear, enter, follow, see, happen ইত্যাদি=There 

আর Be ছাড়া অন্য verb গুলো না থাকলে It হয়।

Example:

……. lived a king in England named Robert Bruce.

Ans: There

…… was a happy event in my life.

Ans: It 

পরিশেষে বলা যায় যে তোমরা যদি আমার লেখা Special uses of some words and phrases shortcut rules নিয়মিত পড়ো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো তাহলে নিশ্চিত তোমরা সবাই এইচএসসি পরীক্ষায় Special uses of some words and phrases এ ভালো নাম্বার ক্যারি করতে পারবে। এরকম আরো সুন্দর সুন্দর আর্টিকেল পড়তে আমার ওয়েবসাইটের সাথেই থাকো। আর আর্টিকেল পড়া শেষে যদি আমার আর্টিকেলটি তোমার ভালো লাগে ও তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে আর্টিকেলটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.