Type Here to Get Search Results !

Completing Sentence এর উপর ফাইনাল প্রিপারেশন || Shortcut Rules

Completing sentence shortcut rules

Completing sentence ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক।  এসএসসি ও এইচএসসি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় অবশ্যই Completing sentence থাকে। মূলত Completing sentence কিছুটা কঠিন। Completing sentence সঠিকভাবে উত্তর করতে হলে ইংরেজি গ্রামারের প্রত্যেকটি টপিক সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের ছাত্রছাত্রীরা ইংরেজিতে প্রচন্ড দুর্বল। তাই তারা পরীক্ষায় সঠিকভাবে Completing sentence এর উত্তর লিখতে পারেনা। তারা Completing sentences এ যে উত্তর লেখে তা প্রায় সব ভুল হয়ে যায়। তাই আজ আমি ঐসব দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য Completing sentence shortcut rules এই আর্টিকেলটি তুলে ধরেছি। Completing sentence ১০ এ ১০ পেতে আর্টিকেলে উল্লেখিত Shortcut rules খুব ভালোভাবে অনুসরণ করতে হবে এবং নিয়মিত এই ১৫টি নিয়ম প্র্যাকটিস করতে হবে। তাহলে নিশ্চিত যে কোন পরীক্ষায় Completing sentence ফুল মার্কস পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে চলো এখন Completing sentence shortcut rules জেনে নেওয়া যাক।

1. Subject+verb+ext+so that…….

Ans: subject+can/may অথবা could/might+V1+ext.

Example:

We work hard so that……..

Ans: we can prosper in life.

2. Subject+verb+ext+with a view to………

Ans: verb+ing+ext.

Example:

We learn English with a view to……

Ans: getting a good job.

3. Subject+wish/wishes……..

Ans: subject+V2/were+ext

Example:

I wish……

Ans: I sang a song/I were a bird.

4. Would you mind……..

Ans: verb+ing+ext.

Example:

Would you mind………

Ans: having a cup of tea.

5. It is time/It is high time……..

Ans: to+V1+ext

অথবা

subject+V2+ext.

Example:

It is time………

Ans: to go

It is high time we………

Ans: we went.

Completing sentence

6. Subject+verb+ext+lest…….

An: sub+should/might+V1+ext

Example:

He ran fast lest………

Ans: he should/might the bus.

7. Subject+verb+ext+who/which/that…….

Ans: verb+ext.

Example:

I saw the man who………

Ans: was my teacher.

8. Subject+verb+ext+as if/as though…….

Ans: subject+V2/were+ext=Present

অথবা

 

subject+had+V3+ext=Past

Example: He speaks as if……

Ans: He knew all/he were a leader.

পড়তে পারেনঃ

9. Subject+verb+ext+since……

Ans: subject+V2+ext=Present Indefinite/Present perfect

অথবা

subject+had+V3+ext=Past Indefinite

Example: It is many years since……

Ans: I saw my best friend.

10. If+subject+verb/were+ext………

Ans:

a) subject+can/will+V1+ext=Present

b) subject+would/could/might+V1+ext=Past

c) subject+would have/could have/might have+V3+ext=Past perfect

d) subject+would/could/might+V1+ext

অথবা

 subject+would have/could have/might have+V3+ext=Were

Example: If you work hard,……

Ans: you can/will prosper in life

Completing sentence rules

11. Had+subject+V3+ext………

Ans: subject+would have/could have/might have+V3+ext

Example: Had I been a king,……

Ans: I would have/ could have/might have helped the poor.

12. Subject+verb+ext+to/in order to…….

Ans: V1+ext.

Example: We learn English to/in order to,……

Ans: get a good job..

13. Subject+had+V3+ext+before/after….

Ans: sub+V2+ext=Before

 অথবা

sub+had+V 3+ext=After

Example: We had gone to college before,……

Ans: he came

14. Subject+verb+so+adjective….

Ans: that+can/could+not+V1+ext

Example:

He is so honest……..

Ans: that he cannot take bribe.

15. Subject+verb+too+adjective….

Ans: to+V1+ext= Subject ব‍্যক্তিবাচক

অথবা

for+object+to+V1= Subject বস্তুবাচক 

Example:

He is too honest……..

Ans: to take bribe.

The problem is too difficult…..

Ans: for me to solve 

পরিশেষে আমি বলতে পারি তোমরা যদি আমার লেখা Completing sentence shortcut rules নিয়মিত পড়ো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো তাহলে নিশ্চিত তোমরা সবাই যে কোন পরীক্ষায় Completing sentence এ ভালো করতে পারবে। এরকম আরো সুন্দর সুন্দর আর্টিকেল পড়তে আমার ওয়েবসাইটের সাথেই থাকো। আর আর্টিকেল পড়া শেষে যদি আমার আর্টিকেলটি তোমার ভালো লাগে ও তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে আর্টিকেলে একটি লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবে।

 রিলেটেড পোস্টসঃ

  1. Right Form of Verb শেখার যাদুকরী কৌশল
  2. Fill in the blanks শেখার সহজ উপায়
  3. Free hand writing লেখার নিয়ম

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad