Type Here to Get Search Results !

My Daily Life Composition for Class 6, 7, 8, 9 and 10

 
My daily life composition,composition my daily life,my daily life composition for class 9,my daily life essay

My daily life composition

Time flows like a tide in the world. Every person performs his daily life activities in keeping with this flowing time. One needs to follow a routine to perform his/her daily life activities smoothly.  Basically, daily life is a routine life.

I am a student in class ten.  I lead my daily life according to a routine.  I never neglect my daily life routine unless I am sick. Actually, my daily life is a combination of activities, thoughts, leisure, and entertainment.

My daily life starts with fajr prayer.  I get up from sleep at 5:00 am.  After that, I say my fajr prayer and go out for a walk for an hour.  I know walking is a good exercise.  After walking for an hour, I come back home and have breakfast.

My breakfast is the most important meal of my day. So, I have a nutritious breakfast with a cup of coffee, yogurt, and fruit.  After breakfast, I take a look at my daily routine and then sit down to read.  I read continuously till 9 o'clock. Then I take my bath and go to school.  Our school starts at 10 am and breaks up at 4 pm.

After coming home from school, I have my meal and take a rest for an hour.  Then at 5 o'clock in the afternoon, I go to the playground to play with my friends.  After returning home from the playground, I say my maghrib prayer and sit down to read. I study continuously till 9 o'clock.  Then I have my dinner.

After having dinner, I watch TV for half an hour.  Then I sit down to read again and study continuously till 11 pm. Then I go to bed at 11 o'clock.

Finally, it can be said that in my daily life I don't waste a single moment.  I know time and tide wait for none. So, I always make good use of time. Above my daily life activities are the key to my future success.

 পড়তে পারেনঃ

My daily life

বাংলা অনুবাদ:

সময় পৃথিবীতে স্রোতের মত বয়ে যায়। এই প্রবাহিত সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিটি মানুষ তার দৈনন্দিন জীবনের কাজকর্ম করে থাকে। একজনকে তার দৈনন্দিন জীবনের কাজকর্ম সুচারুভাবে সম্পাদন করার জন্য একটি রুটিন অনুসরণ করতে হয়। মূলত, দৈনন্দিন জীবন একটি রুটিন জীবন।

আমি ক্লাস টেনের একজন ছাত্র। আমি একটি রুটিন অনুযায়ী আমার দৈনন্দিন জীবন পরিচালনা করি। আমি অসুস্থ না হলে আমি আমার দৈনন্দিন জীবনের রুটিনকে কখনই অবহেলা করি না। আসলে, আমার দৈনন্দিন জীবন কাজকর্ম, চিন্তা, অবসর এবং বিনোদনের সমন্বয়।

আমার দৈনন্দিন জীবন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। আমি ঘুম থেকে উঠি ভোর ৫টায়। এরপর আমি আমার ফজরের নামাজ পড়ে এক ঘণ্টা হাঁটতে বের হই। আমি জানি হাঁটা একটা ভালো ব্যায়াম। এক ঘণ্টা হাঁটার পর আমি বাসায় ফিরে নাস্তা করি।

আমার সকালের নাস্তা আমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। তাই আমি এক কাপ কফি, দই এবং ফলের সাথে একটি পুষ্টিকর নাস্তা করি। প্রাতঃরাশের পর, আমি আমার প্রতিদিনের রুটিনটি দেখি এবং তারপর পড়তে বসি। একটানা ৯টা পর্যন্ত পড়ি। তারপর গোসল করে আমি স্কুলে যাই। আমাদের স্কুল সকাল ১০টায় শুরু হয় এবং বিকাল ৪টায় ছুটি হয়।

স্কুল থেকে বাসায় আসার পর আমি আমার খাবার খেয়ে এক ঘণ্টা বিশ্রাম নেই। এরপর বিকেল ৫টায় আমি বন্ধুদের সঙ্গে খেলার মাঠে যাই। খেলার মাঠ থেকে বাসায় ফিরে মাগরিবের নামাজ পড়ে পড়তে বসি। একটানা আমি ৯টা পর্যন্ত পড়াশুনা করি । তারপর আমি আমার রাতের খাবার খাই।

রাতের খাবার খেয়ে আমি আধা ঘণ্টা টিভি দেখি। তারপর আবার পড়তে বসি এবং রাত ১১টা পর্যন্ত একটানা পড়াশোনা করি। তারপর আমি ১১ টায় ঘুমাতে যাই।

অবশেষে, এটা বলা যেতে পারে যে আমার দৈনন্দিন জীবনে আমি একটি মুহূর্তও নষ্ট করি না। আমি জানি সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই আমি সবসময় সময়ের সদ্ব্যবহার করি। সর্বোপরি, আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম আমার ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad