Type Here to Get Search Results !

বিভিন্ন গ্রুপের ঘুমের ঔষধের নাম জেনে নিন

ঘুমের ঔষধের নাম কি, ঘুমের ঔষধের নাম, ঘুমের ঔষধ, ghumer tablet, ঘুমের ওষুধ

খাদ্যের মত ঘুম আল্লাহ তায়ালার অশেষ নিয়ামত এবং মানব শরীরের জন্য অত‍্যাবশ‍্যক। মানুষ যেমন খাদ্য ছাড়া বাচতে পারে না তেমনি ঘুম ছাড়াও বাচতে পারে না। একজন মানুষকে প্রতিদিন কমপক্ষে ৬ ঘন্টা ঘুমাতে হয়। নিয়মিত ৬ ঘন্টার নিচে কেউ ঘুমালে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং বড় বড় মারাত্মক রোগে আক্রান্ত হয়। এই অসুস্থথা ও মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ভয়ে মানুষ যেভাবে হোক ঘুমাতে চায় কিন্তু ঘুম যে আর আসে না। গভীর রাতে যখন ঘুম আসে না তখন অনেক মানুষ গুগলে সার্চ করে ঘুমের ঔষধের নাম কি হ্যা, আজ আমি এই আর্টিকেলে ঐ সমস্ত মানুষের জন্য গ্রুপভিত্তিক অনেক ঘুমের ঔষধের নাম তুলে ধরব।

ঘুমের ঔষধের নাম কি

ঔষধের দোকানে অসংখ্য ঘুমের ঔষধ পাওয়া যায় কিন্তু কোন ঘুমের ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক না। এছাড়া ঘুমের ঔষধ একটির বেশি খাওয়া উচিত না এবং তাও আবার রাতে ছাড়া খাওয়া যাবে না। ঘুমের ঔষধ একটির বেশি খেলে সমস্যা হয় এবং দিনের বেলায় খেলে দৈনন্দিন কাজকর্মে ব‍্যাঘাত ঘটে। কিন্তু যাদের রাতে ঘুম না হয় তাদের ডাক্তারের কাছে যাওয়ারও সময় নেই। সারাদিন তারা অত্যন্ত বিজি থাকে কিংবা চিন্তায় থাকে। তাই রাতে যখন ঘুম না আসে তখন গুগল আর পাশের ঔষধের দোকানটি শুধুমাত্র তাদেরকে সাহায্য করতে পারে। গুগলে ঘুমের ঔষধের নাম কি লেখার সাথে সাথে ঘুমের ঔষধের নাম নিয়ে অনেক আর্টিকেল সামনে এসে হাজির হয়।

সেই আর্টিকেলগুলোর মধ্যে গুগলের ফাস্ট পেজে থাকা ১/২ আর্টিকেল পড়ে ১/২ টি ঘুমের ঔষধের নাম জেনেই দৌড়ে যায় ঔষধের দোকানে এবং কিনে আনে ঘুমের ট‍্যাবলেট। এইভাবে চলে প্রতিটি রাত। ঘুমের ট‍্যাবলেট ছাড়া প্রাকৃতিকভাবে তাদের আর ঘুম হয় না। আসলে যেখানে তাদের ঘুম বসবাস করতো সেখানে এখন বাসা বেধেছে চিন্তা আর হিসাবে খাতা। ফলে প্রাকৃতিক ঘুম তাদের থেকে বিদায় নিয়েছে। তাই প্রতিদিন রাতে তাদের ঘুমের ট‍্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। এই সব মানুষের জন্য নিচে ঘুমের ঔষধের নাম তুলে ধরা হল।

ঘুমের ঔষধের নাম
Ghumer tablet name

প্রতিটি ঘুমের ঔষধ যেকোন একটি গ্রুপের অন্তর্ভুক্ত। তাই ঘুমের ঔষধের নাম উল্লেখ করার পূর্বে প্রথমে ঘুমের ঔষধের গ্রুপের নাম উল্লেখ করা হল। এই প্রতিটি গ্রুপের বিভিন্ন কোম্পানির অসংখ্য ঘুমের ঔষধ আছে।

1. Clonazepam

2. Diazepam

3. Bromazepam

4. Alprazolam

5. Ketotifen

ঘুমের ঔষধ
Ghumer tablet

মানুষের যখন প্রাকৃতিকভাবে ঘুম না আসে তখন টাকা দিয়ে ঘুম কিনতে হয়। আর এজন্য ঘুমের ঔষধ | Ghumer tablet খেতে হয়। এখন গ্রুপ অনুযায়ী ঘুমের ঔষধের নাম | Ghumer tablet name নিচে উল্লেখ করা হল।

1. Clonazepam:

1. Arotril 

2. Clepam 

3. Cloma

4. Calon

5. Clonaben

6. Clonapex

7. Clonapin

8. Clonatril

9. Clonazepam 

10. Clonepam

11. Clonil

12. Clonium 

13. Clonzy 

14. Clopam

15. Cloron

16. Clozep

17. Comfy 

18. Conpan

19. Cozinil

20. Denixil 

21. Depanil

22. Dipan

23. Disopan

24. Epiclon 

25. Epitra

26. Epizam

27. Epnil 

27. Esypan

28. Genopan

29. Kuit

30. Leptic

31. Lonapam

32. Lonazep

33. Miraclon

34. Myotril 

35. Novotril 

36. Pandura

37. Pase 

38. Picloza

39. Restonix 

40. Reverse 

41. Rivo

42. Rivotril 

43. Slona

44. Sypam

45. Xetril

46. Xioclon 

47. Xorest

48. Xyclon

2. Diazepam:

1. Azepam

2. D Pam

3. Diazem

4. Diazepam

5. Diazimet

6. Easium

7. Evalin 

8. Fizepam

9. D Diazepam

10. Orinil

11. Pharmapam

12. Relaxer

13. Rozam

14. Sedapan

15. Sedil

16. Seduxen

17. Seequil

18. Selium

19. Tensareal

পড়তে পারেনঃ

3. Bromazepam:

1. Ancotil 

2. Anxio 

3. Anxionil 

4. Anxirel 

5. Anxopam

6. Benzopam 

7. Bomaz

8. Bopam

9. Brom

10. Bromapam

11. Bromax

12. Bromazep

13. Bromazepam 

14.Bronium 

15. Broze

16. Brozep 

17. Freten

18. Kpam

19. Lexotanil

20. Laxonil

21. Laxyl 

22. Lazonil

23. Lexnil

24. Lexopam

25. Lexopil 

26. Maper 

27. Nightus

28. Norry

29. Notens

30. Peacepil

31. Relaxaid 

32. Relaxium

33. Rem 

34. Restol

35. Siesta 

36. Stressnil

37. Tarbo

38. Tenapam

39. Tenil

40. Tensfree

41. Tynaxie 

42. Xionil

43. Xiopam

44. Zepam

45. Zerotens

4. Alprazolam:

1. Alaxen  

2. Alpam

3. Alprax

4. Alprazolam

5. Alprocontin

6. Alzolam 

7. Serelam

8. Xanax 

9. Xiotic 

10. Zolax

11. Zolium 

5. Ketotifen:

1. Aerofen

2. Aimaaf

3. Alarid

4. Aprofen

5. Asmafen

6. Asmiket

7. Asprofen

8. Broker 

9. Ethifen

10. Fenat

11. Kefat

12. Kefton

13. Ketifen

14. Ketocure

15. Ketof

16. Ketomar 

17. Ketopac

18. Ketorif

19. Ketosma

20. Ketotif

21. Ketotifen

22. Kofen

23. Ktin

24. Masfen

25. Orotifen

26. Ostifen 

26. Prosma

27. Ridair

28. S-kit 

29. Sanketo

30. Sesofen

31. Stafen

32. Ticofen 

33. Tifen

34. Tifsi 

35. Tofen

36. Tofenver

37. Tokn 

38. Toma 

39. Tomart

4o. Tosma

41. Toti 

42. Totifen

43. Zadifen

44. Zadit

সব ঘুমের ওষুধের নাম তো জানা হয়ে গেল। এখন আমার পরামর্শ হলো আপনি কোন ঘুমের ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।তবে ব্রেনকে কুল করার জন্য ZoliumZolax খেতে পারেন। মাঝেমধ্যে LexotanilRivotril খেতে পারেন। এই ঘুমের ওষুধগুলোর তেমন কোনো সাইড ইফেক্ট নেই।

পরিশেষে বলা যায় যে ঘুম মানুষের জীবনে খুব প্রয়োজনীয় উপাদান হলেও বর্তমানে ঘুমের ঘরে চিন্তা আর ব্যবসার খাতা বসত করে। দুনিয়ার মোহ মানুষকে পরিপূর্ণভাবে গ্রাস করে ফেলেছে যার ফলে প্রাকৃতিক ঘুম তার ঘর ছেড়ে পালিয়েছে। তাইতো বেঁচে থাকার জন্য প্রতিদিন ঘুম কিনতে হয়। Ghumer tablet খেয়ে ঘুমাতে হয়। ঘুমের ট্যাবলেট না খেলে সারারাত ঘুম যে আসে না। ঘুমের ঔষধের নাম কি জানতে আপনি আর্টিকেলটি পড়ে অসংখ্য ঘুমের ওষুধের নাম জানতে পেরেছেন। এরকম আরো সুন্দর সুন্দর আর্টিকেল পেতে সব সময় আমার ব্লগ সাইটটি সাথেই থাকুন।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad