The honesty of a school girl completing story
Shilpi is a school girl. She reads in
class IX. She is 15 years old. As a girl, she is very honest, brilliant, kind
and hard-working. One day, while she was going to school, she found a money bag
on the way. She thought that a passer-by might lose it. She thought for a
while. Then she took the money bag in her hand and saw a lot of money in it.
Actually, Shilpi didn't see so much money together before. Seeing so much money,
she didn't feel greedy, rather she decided to return the money bag to its real
owner. She looked for the owner here and there but there was no man on the
road. However, Shilpi went to school, handed over the money bag to the
Headmaster and told him everything. On hearing the incident of the money bag,
the Headmaster became very pleased with Shilpi. Then he went to the nearby
police station with Shilpi. When they entered the police station, they saw an
old man sitting on a chair. However, the Headmaster handed over the money bag
to the officer-in-charge and told him everything. The old man sat by and heard
everything. Then he told the officer-in-charge that it was his money bag that
he had lost on the way. After hearing this, the officer in charge asked him how
much money was in the money bag. The old man gave the correct answer.
Finally, the officer-in-charge returned the money bag to him. The old man
was very happy to get back the money bag and wanted to give some money to
Shilpi as a reward. But Shilpi refused to take the money.
The honesty of a school girl story
moral:
Honesty is always rewarded.
পড়তে পারেনঃ
The honesty of a school girl story
বাংলা অনুবাদ:
শিল্পী একজন স্কুল ছাত্রী। সে ক্লাস নবম শ্রেণীতে পড়ে। তার
বয়স ১৫ বছর। মেয়ে হিসেবে সে খুবই সৎ, মেধাবী, সদয় এবং পরিশ্রমী। একদিন স্কুলে যাওয়ার
সময় সে পথে একটা টাকার ব্যাগ দেখতে পেল। সে ভাবল যে কোন পথচারী এটি হারিয়ে ফেলতে
পারে। সে কিছুক্ষণ ভাবল। তারপর সে মানি ব্যাগটা হাতে নিয়ে দেখল তাতে অনেক টাকা। প্রকৃতপক্ষে,
শিল্পী এত টাকা একসঙ্গে আগে কোনদিন দেখেনি। এত টাকা দেখে তার লোভ হল না, বরং সে টাকার
ব্যাগটা আসল মালিকের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল। সে এখানে-ওখানে মালিককে খুঁজছিল
কিন্তু রাস্তায় কোন লোক ছিল না। যাইহোক, শিল্পী স্কুলে গেল, প্রধান শিক্ষকের হাতে
টাকার ব্যাগ তুলে দিল এবং সব খুলে বলল। টাকার ব্যাগের ঘটনা শুনে প্রধান শিক্ষক শিল্পীর
প্রতি খুব খুশি হলেন। এরপর শিল্পীকে নিয়ে তিনি পাশের থানায় যান। তারা থানায় ঢুকে
দেখেন চেয়ারে এক বৃদ্ধা বসে আছেন। যাইহোক, প্রধান শিক্ষক টাকার ব্যাগটি
অফিসার ইনচার্জের হাতে তুলে দেন এবং সব খুলে বলেন। বৃদ্ধ লোকটি পাশে বসে সব শুনল। তারপর
তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেন যে এটি তার টাকার ব্যাগ যা সে পথে হারিয়ে ফেলেছিল এ কথা শুনে অফিসার ইনচার্জ টাকার
ব্যাগে কত টাকা ছিল তা তার নিকট জানতে চাইলেন। বৃদ্ধ লোকটি সঠিক উত্তর দিলেন। অবশেষে অফিসার ইনচার্জ তাকে টাকার
ব্যাগটি ফেরত দিলেন। টাকার ব্যাগ ফেরত পেয়ে বৃদ্ধ লোকটি খুব খুশি হল এবং পুরস্কার
হিসেবে শিল্পীকে কিছু টাকা দিতে চাইল। কিন্তু শিল্পী টাকা নিতে রাজি হয়নি।
একজন স্কুল মেয়ের সততার গল্প নৈতিক: সততা সর্বদা পুরস্কৃত হয়।
রিলেটেড পোস্টসঃ
- বাংলা অনুবাদ সহ A liar cowboy story
- বাংলা অনুবাদ সহ Slow and steady wins the race story
- বাংলা অনুবাদ সহ Two friends and a bear story
আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।