Type Here to Get Search Results !

Rainy Season Paragraph for All Classes with Bangla

Rainy season paragraph,rainy season in bangladesh,rainy season,the rainy season paragraph,paragraph rainy season

Rainy season paragraph

Bangladesh is a country of six seasons. The rainy season is one of these six seasons. Each season has its own characteristics. Everyone likes different seasons for different characteristics. But the rainy season is the favorite season of all. When the earth is heated in the scorching heat of the summer, the rainy season comes with a shower of rain and cools the earth in a moment. Besides, it cleans all the dust and impurities with rainwater.  Plants come back to life. During the rainy season, rivers, canals and ponds are filled with water. Farmers start growing golden crops in the fields with the help of rainwater. During the rainy season, the sky is overcast with black clouds. The face of the sun is not seen occasionally. It rains in torrents during the rainy season. Nature becomes fresh in rainwater. Different types of flowers bloom at this time. Kadam, Bakul, Kaya, Kamini, Ghassful, Sandhyamalati, etc. are notable flowers of the rainy season.  But, the rainy season has some disadvantages. During this time, people cannot go outside because of constant rain. The roads become muddy and slippery. The poor cannot go to work during the rainy season. As a result, they have to starve often. Besides, there are frequent thunderstorms during the rainy season. And, many people die due to thunderstorms. Another mentionable disadvantage of the rainy season is flood. During the rainy season, heavy rain causes flood occasionally. And, the suffering of the people knows no bounds during the flood.  In spite of some disadvantages, the rainy season does good to us a lot.  So, the rainy season is a favorite season of all.

Rainy season

বাংলা অনুবাদ:

বাংলাদেশে ষঢ় ঋতুর দেশ। এই  ষঢ় ঋতুর মধ্যে বর্ষাকাল অন্যতম। প্রত্যেকটি ঋতুর আলাদা বৈশিষ্ট্য থাকে। ঋতুর এই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য জন‍্য প্রত‍্যেকে ভিন্ন ভিন্ন ঋতু পছন্দ করে। তবে বর্ষাকাল প্রত‍্যেকের পছন্দের ঋতু। গ্রীষ্মের প্রচণ্ড গরমে যখন পৃথিবী উত্তপ্ত তখন বর্ষাকাল  এক পশলা বৃষ্টি নিয়ে আগমন করে এবং মূহুর্ত্তের মধ্যে উত্থপ পৃথিবীকে ঠান্ডা করে দেয়। এছাড়া এটা বৃষ্টির পানি দ্বারা সকল ধুলাবালি ও অপরিচ্ছন্নতা পরিস্কার করে দেয়। গাছপালা প্রান ফিরে পায়। বর্ষাকালে নদী-নালা, খাল-বিল ও পুকুর পানিতে ভরে যায়। বৃষ্টির পানি দ্বারা কৃষক মাঠে সোনার ফসল লাগাতে শুরু করে। বর্ষাকালে আকাশ কালো মেঘে ঢাকা থাকে। কোন কোন দিন সূর্যের মুখ দেখা যায় না। বর্ষাকালে মুষলধারে বৃষ্টি হতে থাকে। বৃষ্টির পানিতে প্রকৃতি সতেজ হয়ে উঠে। এ সময় নানা রকম ফুল ফোটৈ। কদম, বকুল, কেয়া, কামিনী, ঘাসফুল, সন্ধ্যামালতী ইত্যাদি বর্ষাকালের উল্লেখযোগ্য ফুল। তবে বর্ষাকালের কিছু অসুবিধা আছে। এ সময় মানুষ অবিরাম বৃষ্টির কারণে  বাইরে যেতে পারেনা। রাস্তাঘাট কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে যায়। গরীবরা বর্ষাকাল কাজে যেতে পারে না। ফলে তাদের কোন কোন দিন অনাহারে থাকতে হয়। এছাড়া বর্ষাকালে ঘনঘন বজ্রপাত হয়। আর বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যায়। বর্ষাকালের আরেকটি উল্লেখযোগ্য অসুবিধা হল বন‍্যা। বর্ষাকালে অতিবৃষ্টির কারণে মাঝে মাঝে বন‍্যা হয়। আর বন‍্যার সময় মানুষের দুর্ভোগের শেষ থাকে না। কিছু অসুবিধা থাকার সত্ত্বেও বর্ষাকাল আমাদের অনেক উপকার করে। তাই বর্ষাকাল সবার প্রিয় ঋতু।

পড়তে পারেনঃ

Rainy season in Bangladesh

The rainy season is the season of beauty after summer. Basically, Asadha and Shravan are the rainy season.  However, due to climate change, the rainy season often starts or ends earlier or later without following the natural rules. The rainy season appears to dampen nature just when the heat of the summer is intolerable. With the arrival of the rainy season, people, animals, and plants all breathe in relief and live.  Rivers and canals are filled with water. Different types of flowers bloom all around. However, the rainy season brings a message of happiness and joy in the lives of the people of Bengali.  Plants are filled with new leaves. Crop fields become fertile. In addition, the rainy season is very difficult for ordinary poor or working-class people because many times the poor or working-class people can't go to work due to endless rain. They can't earn money. So, they have to starve. Besides, houses are washed away by rainwater. As a result, their sufferings know no bounds.  Another problem during the rainy season is river erosion and flooding. As a result of heavy rains, many people became homeless. The crops of the farmers are washed away and damaged.  Finally, despite some problems, the rainy season is a time for nature to come back to life.

The rainy season paragraph

বাংলা অনুবাদ:

গ্রীষ্মের পর বর্ষাকাল সৌন্দর্যের ঋতু। মূলত আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষাকাল প্রায়ই প্রাকৃতিক নিয়ম না মেনে আগে বা পরে শুরু হয় বা শেষ হয়। গ্রীষ্মের তাপ যখন অসহনীয় হয় ঠিক তখনই বর্ষা প্রকৃতিকে সিক্ত করে তোলে। বর্ষার আগমনে মানুষ, পশু-পাখি ও গাছপালা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। নদী-নালা পানিতে ভরে যায়। চারিদিকে নানা রকমের ফুল ফোটে। তবে বর্ষাকাল বাঙালির জীবনে বয়ে আনে সুখ ও আনন্দের বার্তা। গাছপালা নতুন পাতায় ভরে যায়। ফসলের মাঠ উর্বর হয়ে ওঠে। এছাড়া বর্ষাকাল সাধারণ দরিদ্র বা শ্রমজীবী​​মানুষের জন্য খুবই কষ্টকর কারণ অনেক সময় দরিদ্র বা শ্রমজীবী ​​মানুষ অবিরাম বৃষ্টির কারণে কাজে যেতে পারে না। তারা টাকা রোজগার করতে পারে না। তাই তাদের অনাহারে থাকতে হয়। এছাড়া বৃষ্টির পানিতে ঘরবাড়ি ভেসে যায়। ফলে তাদের ভোগান্তির সীমা থাকে না। বর্ষাকালে আরেকটি সমস্যা হলো নদীভাঙন ও বন্যা। প্রবল বর্ষণে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। কৃষকদের ফসল ভেসে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। পরিশেষে, কিছু সমস্যা থাকার সত্ত্বেও, বর্ষাকাল প্রকৃতির প্রাণ ফিরে পাওয়ার একটি সময়।

 রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.