Type Here to Get Search Results !

My Parents Paragraph with Bengali Meaning

My parents paragraph,my parents,my parents paragraph for class 6,your parents paragraph,my parents paragraph for class 7

My parents paragraph

Parents are the most important persons in the children's life. They love their children more than their own lives. My parents are no exception. They love me very much. The name of my father is Mr. Moniruzzaman and the name of my mother is Mrs. Salma Parveen. My father is a teacher and my mother is a housewife. She is an MA though she is a housewife. My father is an Assistant Professor in Paikgacha Government College. Despite being a government officer, my father gives a lot of time to our family and social work.  Whenever he gets time, he goes out with us. My mother is also involved in various social activities. She helps distressed and poor women. She takes care of our family sincerely. She does all the household chores alone. She cares for us all. She loves me very much. She is ready to sacrifice her own happiness for the happiness of all our family. She wants to see us happy in exchange for her own life. Her position in the world is after Allah. Her concern knows no bounds when we are ill. She awakes all night and serves us. Mainly, our happiness is her happiness. My mother has a good knowledge of sanitation. She always keeps our house clean. I respect my parents very much. I owe a lot to my parents. In fact, I am grateful to be born to such parents. So, I am proud of my parents. 

পড়তে পারেনঃ

My parents

বাংলা অনুবাদ:

পিতামাতা সন্তানের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ব‍্যক্তি। তারা সন্তানকে নিজের জীবনের চেয়ে বেশি ভালবাসে। আমার পিতামাতা এর ব‍্যতিক্রম নয়। তারা আমাকে খুব ভালবাসে। আমার পিতার নাম জনাব মনিরুজ্জামান ও আমার মাতার নাম মিসেস সালমা পারভীন। আমার পিতা একজন শিক্ষক ও আমার মাতা একজন গৃহিণী। গৃহিণী হলেও সে এম এ পাস। আমার পিতা পাইকগাছা সরকারী কলেজের একজন সহকারী অধ্যাপক। একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও আমার পিতা আমাদের পরিবার ও সামাজিক কাজে অনেক সময় দেয়। সে যখনই সময় পায়, আমাদের নিয়ে বাইরে ঘুরতে যায়। আমার মাও বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত। সে দুস্থ ও দরিদ্র মহিলাদের সাহায্য করে।  সে খুব আন্তরিকতার সহিত আমাদের পরিবার দেখাশোনা করে। সে একাই ঘরের সব কাজ করে। সে আমাদের সকলের যত্ন নেয়। সে আমাকে খুব আদর করে। আমাদের পরিবারের সবার সুখের জন্য সে তার নিজের সুখ বিসর্জন দিতে প্রস্তুত। সে তার নিজের জীবনের বিনিময়ে আমাদের সুখী দেখতে চায়। বিশ্বের মধ্যে আল্লাহর পরে তার স্হান। আমরা অসুস্থ হলে তার উদ্বেগের সীমা থাকে না। সে সারা রাত জেগে আমাদের সেবা করে।  মূলত আমাদের সুখই তার সুখ। আমার মায়ের স্যানিটেশন সম্পর্কে ভাল ধারণা আছে। সে সবসময় আমাদের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। আমি আমার পিতামাতকে খুব শ্রদ্ধা করি। আমি আমার পিতামাতার কাছে অনেক ঋণী। বস্তুত, এমন পিতামাতার ঘরে জন্ম গ্রহণ করে আমি ধন্য। তাই আমি আমার পিতামাতার জন্য গর্বিত।

 রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad