Type Here to Get Search Results !

Application for Online Class for SSC and HSC

Application for online class,online class application,online class application for ssc, online class application for hsc

Application for online class

April 22, 2024

To

The Principal/Headmaster,

Paikgacha School/College,

Paikgacha, Khulna.

 

Subject: Application for arranging online classes due to extreme heat.

 

 Sir,

With due respect and humble submission we beg to state that we are the students of all classes of your school/college. As you know, at present, we are facing great trouble because of unprecedented heat across the whole country. The temperature in every region of the country has reached uncomfortable and unbearable levels. Due to extreme heat, students may fall ill while reaching school/college from distant places. That is why arranging online classes at this time is very urgent. During the time of extreme temperature, online classes will allow students to continue their studies in a comfortable atmosphere from their homes and they will be safe from the risk of illness. Now, the temperature has increased so much that it is not possible to go outside the house. In this circumstance, we request you to arrange online classes for the safety and well-being of our students.

We, therefore, pray and hope that you would be kind enough to arrange online classes for us and oblige thereby.

Yours faithfully,

Akash

(On behalf of the students of all classes)

পড়তে পারেনঃ

Online class application

বাংলা অনুবাদ:

এপ্রিল ২২, ২০২৪

বরাবর

প্রধান শিক্ষক/অধ্যক্ষ,

পাইকগাছা স্কুল/কলেজ,

পাইকগাছা, খুলনা।


বিষয়: প্রচন্ড গরমের কারণে অনলাইন ক্লাসের ব্যবস্থা করার জন্য আবেদন।


 জনাব,

বিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমরা আপনার স্কুল/কলেজের সকল শ্রেনীর ছাত্রছাত্রী বৃন্দ। বর্তমানে সারা দেশে নজিরবিহীন তাপপ্রবাহের কারণে আমরা মহা সমস্যায় আছি।দেশের প্রত‍্যেক এলাকার তাপমাত্রা অস্বস্তিকর ও অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। প্রচণ্ড তাপের কারণে ছাত্রছাত্রীরা দূরদুরান্ত থেকে স্কুল/কলেজে পৌছাতে যেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে। এজন্য এসময় অনলাইন ক্লাসের ব‍্যবস্হা করা অতি জরুরি। তীর্ব তাপমাত্রার এই সময়ে অনলাইন ক্লাসের ব‍্যবস্হা ক‍রলে ছাত্রছাত্রীরা বাড়ির আরাম পরিবেশে থেকে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারবে এবং তারা অসুস্থতার ঝুঁকি থেকে নিরাপদে থাকবে। বর্তমানে তাপমাত্রা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে বাড়ির বাইরৈ বের হওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও মঙ্গলের জন্য আপনার নিকট অনলাইন ক্লাসের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি।

অতএব, আমরা প্রার্থনা করি এবং আশা করি আপনি আমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাতে যথেষ্ট সদয় হয়ে আমাদের বাধিত করবেন।

আপনার বিশ্বস্ত,

আকাশ

(সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে)

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad