Complaint letter about insufficient water supply
Question:
Write a complaint letter to the Mayor of a municipality for insufficient water supply in your locality.
Answer:
23 April, 2024
To
The Mayor,
Paikgacha Municipality,
Paikgachha, Khulna.
Subject: Complaint about
insufficient water supply.
Sir,
I draw your kind attention on behalf of
the residents of Paikgacha Municipality of Paikgacha Upazila that our locality
is facing a problem of insufficient water supply. Due to this, the
people of our locality are suffering a lot. At present, the water
supplied by WASA in the morning and evening is inadequate. People are not
able to work properly due to lack of water. During summer, people suffer a lot
due to insufficient water. Hotels are not able to cook food because of
the water shortage. So, we need an urgent solution to this problem.
I, therefore, request you to take the necessary steps to regularize the drinking water supply in our locality. We will be grateful to you for this humanitarian work forever.
Yours faithfully,
Md. Saiful Islam
On behalf of the residents of Paikgacha
Municipality
পড়তে পারেনঃ
Insufficient water supply complaint letter
বাংলা অনুবাদ:
প্রশ্ন:
আপনার এলাকায় অপর্যাপ্ত জল সরবরাহের জন্য পৌরসভার মেয়রের
কাছে একটি অভিযোগ পত্র লিখুন।
উত্তর:
২৩ এপ্রিল, ২০২৪
বরাবর
মেয়র,
পাইকগাছা পৌরসভা,
পাইকগাছা, খুলনা।
বিষয়: অপর্যাপ্ত পানি সরবরাহের অভিযোগ।
জনাব,
পাইকগাছা উপজেলার পাইকগাছা পৌরসভার বাসিন্দাদের পক্ষ থেকে
আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এলাকাটি অপর্যাপ্ত পানি সরবরাহের সমস্যার সম্মুখীন। এতে আমাদের এলাকার মানুষ চরম দুর্ভোগে
পড়েছে। বর্তমানে সকালে ও সন্ধ্যায় ওয়াসার সরবরাহকৃত পানি অপর্যাপ্ত
থাকে। পানির অভাবে মানুষ ঠিকমতো কাজ করতে পারছে না। গ্রীষ্মকালে অপর্যাপ্ত পানির কারণে
মানুষ চরম ভোগান্তিতে পড়ে। পানি সংকটের জন্য হোটেলগুলো খাবার
রান্না করতে পারছে না। সুতরাং, আমাদের এই সমস্যার জরুরী সমাধান দরকার।
অতএব, আমি আমাদের এলাকায় পানীয় জল সরবরাহ নিয়মিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। এই মানবিক কাজের জন্য আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।
আপনার বিশ্বস্ত,
মোঃ সাইফুল ইসলাম
পাইকগাছ পৌরসভার বাসিন্দাদের পক্ষ থেকে
রিলেটেড পোস্টসঃ
- বাংলা অনুবাদ সহ Importance of learning English letter
- বাংলা অনুবাদ সহ Importance of reading newspaper letter
আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।