Type Here to Get Search Results !

Application for Sinking Tubewell with Bangla

Application for sinking tubewell, sinking a tubewell application, tube well, tubewell, formal letter sinking a tubewell, sinking tubewell application

Application for sinking tubewell

Question:

Write an application to the Chairman of your Union Council for sinking a tubewell. 

Answer:

28 March, 2024

To

The Chairman,

Kapilmuni Union Council,

Paikgacha, Khulna.

 

Subject: Application for sinking tube well.

 

Sir,

With due respect and humble submission we beg to state that we are the poor inhabitants of Malath Village in Ward No. 3 under your Union Council. Our village is very big.  About three thousand people live in this village. Most of the people in the village maintain their lives by farming. They are illiterate. However, there is no tube well in our village. As a result, the villagers are suffering from a lack of drinking water. By drinking polluted water from ponds and rivers regularly, they are suffering from various diseases like diarrhea, dysentery, and cholera. In this situation, it is very important to sink a tube well in our village to save the villagers. Otherwise, the condition of the villagers will worsen more. So, I draw your kind attention in this regard.

We, therefore, request you kindly to take the necessary steps for sinking a tube well in our village as soon as possible to save the lives of the villagers.

Yours faithfully,

Ashik

(On behalf of the villagers)

 পড়তে পারেনঃ

Sinking a tubewell application

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি টিউবওয়েল বসানোর জন্য একটি আবেদনপত্র লেখ।

উত্তর:

২৮ মার্চ, ২০২৪

বরাবর

চেয়ারম্যান,

কপিলমুনি ইউনিয়ন পরিষদ,

পাইকগাছা, খুলনা।


বিষয়: টিউবওয়েল বসানোর জন্য আবেদন।


জনাব,

যথাযথ সম্মান এবং বিনীত  নিবেদনের সাথে আমরা আমরা আপনাকে অনুরোধ করছি যে আমরা আপনার ইউনিয়ন পরিষদের অধীনে ৩ নং ওয়ার্ডের মালাথ গ্রামের দরিদ্র অধিবাসী। আমাদের গ্রামটি অনেক বড়। এই গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস। গ্রামের বেশির ভাগ মানুষই কৃষিকাজ করে জীবন ধারণ করে। তারা অশিক্ষিত। যাইহোক, আমাদের গ্রামে কোন টিউবওয়েল নেই।  ফলে গ্রামবাসীরা পানীয় জলের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। তারা  নিয়মিত পুকুর ও নদীর দূষিত পানি নিয়মিত পান করে ডায়রিয়া, আমাশয় ও কলেরার মতো নানা রোগে আক্রান্ত হচ্ছে। এমতাবস্থায় গ্রামবাসীকে বাঁচাতে আমাদের গ্রামে একটি নলকূপ বসানো খুবই জরুরি। তা না হলে পরবর্তীতে গ্রামবাসীদের অবস্থা আরও খারাপ হবে। তাই এ বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

অতএব, গ্রামবাসীদের জীবন বাঁচাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গ্রামে একটি টিউবওয়েল বসানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আপনার নিকট অনুরোধ করছি।

আপনার বিশ্বস্ত,

আশিক

গ্রামবাসীর পক্ষ থেকে

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.