Type Here to Get Search Results !

Application for Admission in School with Bangla

Application for admission in school,application for admission in school from parents,admission in school

Application for admission in school

Question:

Write an application for admission in school.

Answer:

25 March, 2024

To

The Headmaster,

Khulna Govt High School,

Khulna.

 

Subject: Prayer for admission in school.

 

Dear Sir,

With due respect and humble submission I beg to state that I was a student of class X in Paikgacha Govt School. My father is an assistant professor in the Department of English. Recently, he has been transferred from Paikgacha College to Khulna College. Our family has already been shifted from Paikgacha to Khulna. I have canceled my admission from Paikgacha Govt School and taken TC from the school. Now I want to get myself admitted into your renowned school. I have enclosed all the necessary papers along with the application. So, I draw your kind attention in this regard.

I, therefore, pray and hope that you would be kind enough to admit me to your renowned school in class X and help me to continue my studies properly.

Yours faithfully,

Ashik

পড়তে পারেনঃ

Principal application for admission in school

বাংলা অনুবাদঃ

প্রশ্ন:

স্কুলে ভর্তির জন্য একটি আবেদন লেখ।

উত্তর:

২৫ মার্চ, ২০২৪

বরাবর

প্রধান শিক্ষক,

খুলনা সরকারি উচ্চ বিদ্যালয়,

খুলনা।

 

বিষয়: স্কুলে ভর্তির আবেদন।

 

জনাব,

যথাযথ সম্মান ও বিনয়ের সাথে আমি অনুরোধ করছি যে আমি পাইকগাছা সরকারি স্কুলের দশম শ্রেণির একজন ছাত্র/ছাত্রী ছিলাম। আমার বাবা ইংরেজি বিভাগের একজন সহকারী অধ্যাপক। সম্প্রতি তিনি পাইকগাছা কলেজ থেকে খুলনা কলেজে বদলি হয়েছেন। আমাদের পরিবার ইতোমধ্যে পাইকগাছা থেকে খুলনায় স্থানান্তর হয়েছে। পাইকগাছা সরকারি স্কুল থেকে আমি ভর্তি বাতিল করেছি এবং স্কুল থেকে টিসি নিয়েছি। এখন আমি আপনার বিখ্যাত স্কুলে ভর্তি হতে চাই। আমি আবেদনের সাথে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সংযুক্ত করেছি। তাই আমি এ বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

অতএব, আমি প্রার্থনা করি এবং আশা করি যে আপনি আমাকে আপনার বিখ্যাত বিদ্যালয়ে দশম শ্রেণিতে ভর্তি করার জন্য যথেষ্ট সদয় হবেন এবং আমাকে সঠিকভাবে আমার পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করবেন।

আপনার বিশ্বস্ত,

আশিক

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad