Marriage ceremony letter
Question:
Write a letter to your friend inviting him to the marriage ceremony of your sister.
Answer:
110 Rampura, Dhaka
21 April, 2024
Dear Ashik,
I hope you are well by the grace of
Almighty Allah. You will be very glad to know that the marriage ceremony of my
elder sister will be held on November 15, 2023. I can't even imagine passing
this happy occasion without you. My parents have also told me to invite you.
Some of my friends will also attend the ceremony. So, I would request you to
come to our house at least a week earlier. I will be very pleased if you join
the ceremony timely. Please don't disappoint me. I will be waiting for your
arrival.
No more today. Convey my best regards to
your parents and sincere love to your younger brothers and sisters.
Your loving friend,
Atik
পড়তে পারেনঃ
Letter marriage ceremony
বাংলা অনুবাদঃ
প্রশ্ন:
তোমার বোনের বিয়ের অনুষ্ঠানে তোমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে
একটি চিঠি লেখ।
উত্তর:
১১০ রামপুরা, ঢাকা
২১ এপ্রিল, ২০২৪
প্রিয় আশিক,
আশা করি তুমি মহান আল্লাহর রহমতে ভালো আছো। তুমি জেনে খুব
খুশি হবে যে আমার বড় বোনের বিয়ের অনুষ্ঠান ১৫ নভেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে।
তোমাকে ছাড়া এই আনন্দের অনুষ্ঠানটি আমি কল্পনাও করতে পারি না। আমার পিতামাতাও আমাকে
বলেছে তোমাকে দাওয়াত দিতে। অনুষ্ঠানে আমার কয়েকজন বন্ধুও যোগ দেবে। তাই, আমি তোমাকে
অন্তত এক সপ্তাহ আগে আমাদের বাড়িতে আসার অনুরোধ করছি। তুমি সময়মত অনুষ্ঠানে যোগদান
করলে আমি খুব খুশি হব। অনুগ্রহপূর্বক আমাকে হতাশ করবে না। আমি তোমার আগমনের অপেক্ষায়
থাকব।
আজ আর নয়। তোমার পিতামাতাকে আমার শুভেচ্ছা জানাবে এবং তোমার
ছোট ভাই ও বোনদের আন্তরিক ভালবাসা জানাবে।
তোমার প্রিয় বন্ধু,
আতিক
রিলেটেড পোস্টসঃ
- বাংলা অনুবাদ সহ Progress of studies letter
- বাংলা অনুবাদ সহ Summer vacation letter
- বাংলা অনুবাদ সহ Complaint letter about insufficient water supply
আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।