Type Here to Get Search Results !

All That Glitters is not Gold Story with Bangla

All that glitters is not gold story, all that glitters is not gold, story on all that glitters is not gold 8n 200 words

All that glitters is not gold story

Once there lived a stag in a forest. One day he was very thirsty and went to drink water in a pool. While he was drinking water, he saw his reflection in the water. He was very impressed to see his horns. He said to himself, “Allah is very merciful.  He has given me such a pair of beautiful horns." He praised them a lot and felt proud of them. Then he looked down at his legs. He was disgusted by his legs because they were thin and ugly. Then he scolded Allah for giving him such ugly legs and went away from there. After a while, a hunter entered the forest.  Seeing the hunter, all the animals started running to save their lives. The stag could not realize why all the animals were running. But when he realized the fact, it was too late. He was scared when he saw the hunter coming. He started running to save his life. His ugly legs helped him run fast. He was trying to run as fast as possible. Unfortunately, his horns got tangled in the bushes. Suddenly he fell down and could not get up because he was injured. Then the hunter came nearer to the stag and killed him. If the stag hadn't had his horns, he could have run away or he wouldn't have died like that.

Moral of the story: All that glitters is not gold.

পড়তে পারেনঃ

All that glitters is not gold

বাংলা অনুবাদ:

একদা এক বনে এক হরিণ বাস করত। একদিন সে খুব তৃষ্ণার্ত হয়ে একটি পুকুরে পানি খেতে গেল। পানি পান করার সময় সে পানিতে তার প্রতিফলন দেখতে পেয়েছিল। তার শিং দেখে সে খুব মুগ্ধ হল। সে মনে মনে বলল, “আল্লাহ বড়ই করুণাময়। তিনি আমাকে এমন এক জোড়া সুন্দর শিং দিয়েছেন।" সে সেগুলোর অনেক প্রশংসা করল এবং সেগুলো নিয়ে গর্ব বোধ করল। তারপর সে তার পায়ের দিকে তাকাল। পাতলা ও কুৎসিত হওয়ায় সে তার পা দেখে বিরক্ত হল। অতঃপর সে তাকে এমন কুৎসিত পা দেওয়ার জন্য আল্লাহকে তিরস্কার করল এবং সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর এক শিকারী বনে প্রবেশ করল। শিকারীকে দেখে সমস্ত প্রাণী প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করল। সকল প্রাণী কেন দৌড়াচ্ছে তা সে বুঝতে পারল না। কিন্তু যখন সে বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। শিকারীকে আসতে দেখে সে ভয় পেয়ে গেল। সে তার জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করল। তার কুৎসিত পা তাকে দ্রুত দৌড়াতে সাহায্য করল। সে যতটা সম্ভব দ্রুত দৌড়ানোর চেষ্টা করেছিল। দুর্ভাগ্যবশত, তার শিং ঝোপের মধ্যে জড়িয়ে গেল।  হঠাৎ সে নিচে পড়ে গেল এবং  উঠতে পারল না কারণ সে আহত হয়েছিল। তারপর শিকারী হরিণের নিকট আসল এবং তাকে মেরে ফেলল। হরিণটির শিং না থাকলে সে পালিয়ে যেতে পারত কিংবা তাকে এভাবে মরতে হত না।

গল্পের নৈতিকতা: চক চক করলে সোনা হয় না।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad