Thanking for hospitality letter
Question:Write a letter to your friend thanking for hospitality.
Answer:
April 24, 2024
310 Segunbagicha, Dhaka.
My dear Jamal,
First, take my cordial thanks for the warm
hospitality given to me by you and your members. Yesterday I reached home
safe and sound at 5 PM. I will never forget how all the members of your family,
especially your parents, received me with their deep warmth of heart. I enjoyed
every moment while I was with you. The historical places I visited in your
house will forever be fresh in my mind's eye. I think I was in a dream
world while I was in your house. I will be very happy if you come to our house
during your next vacation. I am waiting for your arrival. I end here today
thanking you again for your hospitality.
No more today, Convey my best regards to
you parents and sweet love to your younger brother.
Yours ever,
Kamal
পড়তে পারেনঃ
Letter thanking for hospitality
বাংলা অনুবাদ:
প্রশ্ন:
আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে তোমার বন্ধুকে
একটি চিঠি লেখ।
উত্তর:
২৪ এপ্রিল, ২০২৪
৩১০ সেগুনবাগিচা, ঢাকা। আমার প্রিয় জামাল,
প্রথমে তোমার এবং তোমার সদস্যদের দ্বারা আমাকে দেওয়া উষ্ণ আতিথেয়তার জন্য আমার আন্তরিক ধন্যবাদ নিও। গতকাল বিকাল ৫ টায় আমি নিরাপদে বাসায় পৌঁছেছি। যেভাবে তোমার পরিবারের সকল সদস্য, বিশেষ করে তোমার পিতামাতা তাদের হৃদয়ের গভীর উষ্ণতায় আমাকে গ্রহণ করেছিলেন তা আমি কখনই ভুলব না। আমি তোমাদের সাথে থাকাকালীন প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। তোমাদের বাড়িতে যেয়ে আমি যে ঐতিহাসিক স্থানগুলো দেখেছি তা চিরকাল আমার মনের চোখে সতেজ থাকবে। আমার মনে হয় আমি তোমাদের বাড়িতে থাকাকালীন স্বপ্নের জগতে ছিলাম। তোমার পরবর্তী ছুটিতে তুমি আমাদের বাড়িতে আসলে আমি খুব খুশি হব। আমি তোমার আগমনের অপেক্ষায় রইলাম। তোমাদের আতিথেয়তার জন্য তোমাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই শেষ করছি।
আজ আর নয়। তোমার পিতামাতাকে আমার শুভেচ্ছা ও তোমার ছোট ভাইকে আমার মিষ্টি ভালবাসা জানাই।
ইতি,
কামাল
রিলেটেড পোস্টসঃ
আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।