Type Here to Get Search Results !

A Letter to Friend about Preparation for the Coming Exam

Preparation for ssc exam letter, preparation for hsc exam letter, letter preparation for ssc exam, preparation for exam, preparation for examination

Preparation for SSC exam letter

Question:

Write a letter to your friend about your preparation for the coming examination.

Answer:

22 April, 2024

110 Notre Dame, Dhaka.

 

Dear Jony,

I received your letter yesterday evening.  In the letter you wanted to know how I have prepared for the annual/final/JSC/SSC/HSC examination. In response to your letter, today, I am writing to you about my preparation for the coming exam. You know that my annual/final/JSC/SSC/HSC exam is knocking at the door. Now I am studying differently.  I have made a small routine for a week. In the routine, I have included all the subjects. I have more time for English in the routine.  In addition, I have special time for re-reading the textbooks in that routine. While reading the textbooks, I am making a summary of each text. As a result, I will be able to answer all the questions even if the questions are not common in the exam. I have time to solve previous year's questions in routine. According to my routine, I am practicing the previous year's questions daily.  As a result, I am getting a clear idea about the coming annual/final/JSC/SSC/HSC exam questions. Above all, when any problem arises, I discuss it with the teachers and classmates immediately and solve it.  I hope I will get an A+ on the exam.

No more today. convey my best regards to your parents and ask them to pray for me.  You will also pray for me.

Your dear friend,

Sony

পড়তে পারেনঃ

Preparation for HSC exam letter

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

আসন্ন পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ।

উত্তর:

২২ এপ্রিল, ২০২৪

১১০ নটরডেম, ঢাকা।

 

প্রিয় জনি,

আমি গতকাল সন্ধ্যায় তোমার চিঠি পেয়েছি। চিঠিতে তুমি জানতে চেয়েছো আমি বার্ষিক/ফাইনাল/জেএসসি/এসএসসি/এইচএসসি পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি নিয়েছি। তোমার চিঠির জবাবে আজ আমি আসন্ন পরীক্ষার আমার প্রস্তুতি সম্পর্কে তোমাকে লিখছি। তুমিতো জানো যে আমার বার্ষিক/ফাইনাল/জেএসসি/এসএসসি/এইচএসসি পরীক্ষা একেবারেই সন্নিকটে। এখন আমি অন্যভাবে পড়াশোনা করছি। আমি এক সপ্তাহের জন্য একটি ছোট রুটিন করেছি। রুটিনে আমি সব বিষয় অন্তর্ভুক্ত করেছি। আমার রুটিনে ইংরেজির জন্য বেশি সময় আছে। এছাড়া ঐ রুটিনে পাঠ্যবই পূনরায় রিডিং পড়ার জন্য আমি বিশেষ সময় রেখেছি। পাঠ্যবই পড়ার সময়, আমি প্রতিটি পাঠ্যের সারাংশ তৈরি করছি। ফলে পরীক্ষায় প্রশ্ন কমন না হলেও আমি সব প্রশ্নের উত্তর দিতে পারব। রুটিনে আমার বিগত বছরের প্রশ্ন সমাধান করার সময় আছে।  রুটিন অনুযায়ী আমি প্রতিদিন বিগত বছরের প্রশ্ন অনুশীলন করছি। ফলে আসন্ন বার্ষিক/ফাইনাল/জেএসসি/এসএসসি/এইচএসসি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আমি স্পষ্ট ধারণা পাচ্ছি। সর্বোপরি, কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক আমি শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আলোচনা করে সমাধান করছি।  আমি আশা করি আমি পরীক্ষায় A+ পাব।

আজ আর নয়। তোমার বাবা-মাকে আমার শুভেচ্ছা জানাবে এবং তাদের আমার জন্য দোয়া করতে বলবে।  তুমিও আমার জন্য দোয়া করবে।

তোমার প্রিয় বন্ধু,

সনি

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.