Type Here to Get Search Results !

Aim in Life Letter with Bangla Meaning

 

Aim in life letter, letter aim in life, letter about aim in life, a letter to your friend about your aim in life, aim in life, my aim in life

Aim in life letter

Question:

Write a letter to your friend about your aim in life.

Answer:

April 22, 2024

26 Mirpur Road, Dhaka.

My dear Don,

Your letter is just in my hand. I am very pleased to receive your letter. In the letter, you wanted to know about the aim of my life. Now I am ready to share my aim in life with you. You know that now I am a student in class ten in the science group. Actually, my main reason for studying science is that I want to become a good doctor in the future. And, that is why, I will get admitted into a renowned college after passing the SSC exam with a golden A+. After studying well in college for two years, I will sit for the HSC exam. I hope I will get a golden A+ in the HSC exam too. Then I will get admitted into Dhaka Medical College and pass MBBS from there. Then I will sit for the BCS exam. After passing BCS, I will join my own upazila health complex as a government doctor and serve the poor and needy people of my area. You will pray for me so that I can fulfill my aim in life. After receiving my letter, you must share your aim in life with me. I am waiting for your reply.

No more today, Convey my best regards to you parents and deepest love to your sweet sister.

Yours ever

John

পড়তে পারেনঃ

Letter aim in life

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ।

উত্তর:

এপ্রিল ২২, ২০২৪

২৬ মিরপুর রোড, ঢাকা।

আমার প্রিয় ডন,

তোমার চিঠি আমার হাতের মধ্যে।  আমি তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। চিঠিতে তুমি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছো। এখন আমি তোমার সাথে আমার জীবনের লক্ষ্য শেয়ার করতে প্রস্তুত। তুমিতো জানো যে আমি এখন বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির একজন ছাত্র। মূলত, আমার বিজ্ঞান পড়ার মূল কারণ হল আমি ভবিষ্যতে একজন ভাল ডাক্তার হতে চাই। আর, সে কারণেই আমি গোল্ডেন A+ নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটি নামকরা কলেজে ভর্তি হব। দুই বছর কলেজে ভালোভাবে পড়ালেখা করে আমি এইচএসসি পরীক্ষা দিবো। আশা করি এইচএসসি পরীক্ষায়ও আমি গোল্ডেন A+ পাব। তারপর আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হব এবং সেখান থেকে এমবিবিএস পাশ করব। এরপর আমি বিসিএস পরীক্ষায় দিবো। বিসিএস পাশ করার পর আমি আমার নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সরকারি ডাক্তার হিসেবে যোগদান করব এবং আমার এলাকার গরিব-দুঃখী মানুষের সেবা করব। তুমি আমার জন্য দোয়া করবে যেন আমি আমার জীবনের লক্ষ্য পূরণ করতে পারি। আমার চিঠি পাওয়ার পর, তুমি আমার সাথে তোমার জীবনের লক্ষ্য অবশ্যই শেয়ার করবে। আমি তোমার জবাবের অপেক্ষা রইলাম।

আজ আর নয়, তোমার পিতামাতাকে আমার শুভেচ্ছা ও তোমার মিষ্টি বোনের প্রতি গভীর ভালবাসা জানাই।

ইতি,

জন

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad