Type Here to Get Search Results !

The Selfish Giant Completing Story with Bangla

The selfish giant completing story, a selfish giant story, the selfish giant, the selfish giant story, a selfish giant completing story

The selfish giant completing story

Once upon a time, there was a selfish giant. He had a big and beautiful garden. The garden was full of soft and green grasses. Many colorful flowers bloomed like stars on the grasses all around. Children used to play in that garden. There were many trees in the garden and the birds sat on the trees and sang sweet songs. One day the giant came back and saw children playing in his garden.  Seeing this, the giant got very angry and drove the children away. He built a high wall around the garden to prevent children from entering the garden. As a result, children could no longer enter the garden. But Almighty Allah did not tolerate such misdeeds. So, He destroys the beautiful environment of the garden to teach the giant. However, after the children stopped coming to the garden, the real beauty of the garden was lost. The garden was covered with snow and ice. The birds also left that garden. Generally, it was spring but it was winter in the giant's garden. Once the giant realized his mistake and requested the children to play in his garden. The children responded to his request and started playing in the garden again. Eventually, the giant's garden regained its former beauty.

The selfish giant story moral: Life is better with generosity and kindness but not with selfishness.

পড়তে পারেনঃ

A selfish giant story

বাংলা অনুবাদ:

একদা এক দৈত্য ছিল যে ছিল স্বার্থপর। তার একটি বড় এবং সুন্দর বাগান ছিল। বাগানটি নরম ও সবুজ ঘাসে পরিপূর্ণ ছিল। চারিদিকে ঘাস জুড়ে তারার মতো অনেক রঙিন ফুল ফুটতো। ঐ বাগানে শিশুরা খেলা করত। বাগানে অনেক গাছ ছিল এবং পাখিরা গাছে বসে মিষ্টি গান গাইত। একদিন দৈত্যটি ফিরে এসে তার বাগানে বাচ্চাদের খেলতে দেখলো। এটা দেখে দৈত্য খূব রেগে গেল এবং বাচ্চাদের তাড়িয়ে দিল। শিশুরা যাতে বাগানে ঢুকতে না পারে এজন্য সে বাগানের চারপাশে একটি উঁচু প্রাচীর তৈরি করল। ফলে শিশুরা আর বাগানে ঢুকতে পারত না। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এই ধরনের অকাজ সহ্য করল না। তাই তিনি দৈত্যকে শিক্ষা দেওয়ার জন্য বাগানের সুন্দর পরিবেশ নষ্ট করে দেন। যাইহোক, শিশুরা বাগানে আসা বন্ধ করার পর বাগানটির প্রকৃত সৌন্দর্য হারিয়ে গেল। বাগান তুষার আর বরফে ঢেকে গেল। ঐ বাগান থেকে পাখিরাও চলে গেল। সাধারণত, তখন ছিল বসন্ত কাল কিন্তু দৈত্যের বাগানে ছিল শীতকাল। এক সময় দৈত্য তার ভুল বুঝতে পারল এবং বাচ্চাদের তার বাগানে খেলতে অনুরোধ করল। শিশুরা তার অনুরোধে সাড়া দিয়ে আবার বাগানে খেলতে শুরু করল। পরিশেষে, দৈত্যের বাগানটি তার আগের সৌন্দর্যে ফিরে পেল। 

স্বার্থপর দৈত্য গল্প নৈতিক: জীবন উদারতা ও দয়া দিয়ে ভাল কিন্তু স্বার্থপরতা দিয়ে নয়।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad