A brave boy completing story
One day a boy was going to school who was
very brave. On his way to school, he saw smoke coming from a house. He rushed to the house. Going there, he saw that a room was on
fire. There was no man around to help. But there were only a few women in
the house who were trying to put out the fire. Meanwhile, a woman was
crying and saying, "Someone saves my son. Someone saves my son."
After hearing this, the boy thought that someone might stay in the house. When
he asked the crying woman about her son, the woman said that her little child
had been trapped in the burning house. Hearing this, the boy entered the
burning house. He did not even think of his own life. All the women were
surprised to see this. Entering the house, the boy rescued the child and
brought it out. Already some parts of the body of the child were burnt. He gave
the child to his mother. Getting her child, the mother hugged him to her
bosom. Meanwhile, many people gathered on the fire spot and all put out the fire
together. Everyone present there began to say "The child is saved today
for this brave boy." All of them praised him for his indomitable braveness.
Finally, when the boy reached the school, the Headmaster asked him why he
came to school late. The boy narrated all the incidents. The Headmaster was
surprised and praised him for his brave act.
A brave school boy story moral: A brave man does not fear.
পড়তে পারেনঃ
A brave boy story
বাংলা অনুবাদ:
একদিন একটা ছেলে স্কুলে যাচ্ছিল যে খুব সাহসী ছিল। সে স্কুলে যাওয়ার পথে একটি বাড়ি
থেকে ধোঁয়া বের হতে দেখে। সে ঐ বাড়ির দিকে ছুটে গেল। সেখানে যেয়ে সে দেখল একটি ঘরে
আগুন লেগেছে। সাহায্য করার জন্য আশেপাশে কোন লোক ছিল না। কিন্তু ঘরে মাত্র কয়েকজন মহিলা
আগুন নেভানোর চেষ্টা করছিল। এদিকে একজন মহিলা কাঁদতে কাঁদতে
বলছিল, "কেউ আমার ছেলেকে বাঁচায়, কেউ আমার ছেলেকে বাঁচায়।" একথা শুনে ছেলেটি ভাবল, কেউ হয়তো
ঘরে থাকতে পার। সে ঐ কাঁন্নাকাটি করা মহিলার কাছে তার ছেলের কথা জিজ্ঞেস করলে ঐ মহিলা
জানায়, তার ছোট্ট শিশুটি আগুন লাগা ঘরে আটকে আছে। একথা শুনে ছেলেটি আগুন লাগা ঘরে
প্রবেশ করল। নিজের জীবনের কথাও সে ভাবল না। এটা দেখে মহিলারা সবাই অবাক হয়ে
গেল। ছেলেটি ঘরে ঢুকে শিশুটিকে উদ্ধার করে বের করে আনে। ইতিমধ্যে
শিশুটির শরীরের কিছু অংশ পুড়ে গেছে। সে শিশুটিকে তার মায়ের হাতে তুলে
দেয়। সন্তানকে পেয়ে মা তাকে বুকে জড়িয়ে ধরল। এসময় অনেক লোক আগুন লাগায়ঘটনাস্থলে
জড়ো হয়ে সবাই মিলে আগুন নিভিয়ে ফেলল। সেখানে উপস্থিত সবাই বলতে লাগলো
"এই সাহসী ছেলেটির জন্য আজ শিশুটি রক্ষা পেয়েছে।" তারা সবাই তার অদম্য সাহসীকতার জন্য
তার প্রশংসা করল। অবশেষে, ছেলেটি স্কুলে পৌঁছলে প্রধান শিক্ষক তাকে জিজ্ঞাসা করলেন
কেন সে স্কুলে দেরি করে এসেছে। ছেলেটি সব ঘটনা খুলে বলল। প্রধান শিক্ষক অবাক হয়ে তার সাহসী
কাজের জন্য তাকে প্রশংসা করলেন।
একজন সাহসী স্কুল ছেলের গল্প: একজন সাহসী মানুষ ভয় পায় না।
রিলেটেড পোস্টসঃ