Type Here to Get Search Results !

A Scholar and a Boatman Story with Bengali

A scholar and a boatman story,a scholar and a boatman story with bangla meaning,a scholar and a boatman story for hsc

A scholar and a boatman story

There was a boatman in a village who was very poor. He was uneducated. He used to row the boat from morning to evening to maintain his family. Once on a summer day, a scholar got into his boat. The boatman started rowing the boat and the boat moved forward smoothly. Once the scholar said to the boatman, "Have you read history? The boatman said, "No." The scholar told him that without the knowledge of history, one-fourth of his life had been spoiled. Hearing this, the boatman became sad. After a while, the scholar again said, "Have you read geography?" The boatman replied in the negative. Then the scholar told the boatman that without the knowledge of geography, half of his life had been spoiled. Then they both remained silent for a while. Then the scholar broke the silence and said to the boatman, "Have you any science knowledge?" The boatman replied in the negative. At that time, the scholar told him that without the knowledge of science three-fourths of his life had been spoiled. So, his life has no value.  Hearing this, the boatman kept silent in his sad mind. Suddenly, the sky was overcast with black clouds. A strong wind began to blow.  In this situation, the scholar was very frightened. Meanwhile, the boatman said to the scholar, "Sir, do you know how to swim?" Then the scholar replied in the negative in a pitiful voice.  Hearing this reply, the boatman said, “The boat is sinking. Now I see that your whole life has been spoiled.  Your bookish knowledge is of no use. So, pray to Allah for your safety."

A scholar and a boatman story moral: Don't boast about knowledge.

পড়তে পারেনঃ

A Scholar and boatman story for HSC

বাংলা অনুবাদ:

এক গ্রামে এক নৌকার মাঝি ছিল সে খুবই দরিদ্র ছিল। সে অশিক্ষিত ছিল। সে সংসার চালাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা চালাত। একবার গ্রীষ্মের দিনে একজন পণ্ডিত তার নৌকায় উঠলেন। মাঝি নৌকা চালাতে শুরু করল এবং নৌকাটি মসৃণভাবে এগিয়ে চলল। একদা পণ্ডিত মাঝিকে বললেন, "তুমি ইতিহাস পড়েছ? মাঝি বলল, "না।" পণ্ডিত তাকে বললেন যে ইতিহাসের জ্ঞান ছাড়া তার জীবনের এক-চতুর্থাংশ নষ্ট হয়ে গেছে। একথা শুনে নৌকার মাঝি মন খারাপ করল। কিছুক্ষণ পর পণ্ডিত আবার বললেন, "তুমি ভূগোল পড়েছ?" মাঝি নেতিবাচক জবাব দিল। তখন পণ্ডিত মাঝিকে বললেন যে ভূগোলের জ্ঞান ছাড়া তার জীবনের অর্ধেকটা নষ্ট হয়ে গেছে। তারপর দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। এরপর পণ্ডিত নীরবতা ভেঙে নৌকার মাঝিকে বললেন, "বিজ্ঞান সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে?" নৌকার মাঝি নেতিবাচক উত্তর দিল। ঐ সময়, পণ্ডিত তাকে বলেছিলেন যে বিজ্ঞানের জ্ঞান ছাড়া তার জীবনের তিন-চতুর্থাংশ নষ্ট হয়ে গেছে।  তাই, তার জীবনের কোনো মূল্য নেই। এই কথা শুনে নৌকার মাঝি তার বিষণ্ণ মনে চুপ করে রইল। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রবল বাতাস বইতে লাগল। এই অবস্থায়, পণ্ডিত খুব ভয় পেয়ে গেলেন। ইতোমধ্যে নৌকার মাঝি পণ্ডিতকে বললেন, "স্যার, আপনি কি সাঁতার জানেন?" তখন পণ্ডিত করুণ কণ্ঠে নেতিবাচক জবাব দিলেন। এই উত্তর শুনে নৌকার মাঝি বলল, "নৌকাটা ডুবে যাচ্ছে। এখন দেখছি আপনার সারা জীবন নষ্ট হয়ে গেছে। আপনার বইয়ের জ্ঞানের কোন লাভ নেই। তাই আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা কর।"

একজন পণ্ডিত ও একজন নৌকার মাঝির গল্প নৈতিক: জ্ঞান নিয়ে অহংকার করো না।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.