Type Here to Get Search Results !

Lockdown Paragraph with Bengali

Lockdown paragraph,paragraph lockdown,lockdown in bangladesh,lockdown paragraph for hsc,lockdown paragraph for ssc

Lockdown paragraph

A lockdown is a measure taken by the government to prevent the spread of infectious diseases like pandemics. Its main purpose is to slow down the spread of disease by limiting the movement of people. In particular, educational institutions and public places are closed through lockdown. During the lockdown, people are forced to stay at home.  For example, during the COVID-19 pandemic, a lockdown was called in many countries around the world including Bangladesh to prevent the spread of the coronavirus.  Although lockdown is effective in reducing infectious diseases, it harms people's mental, social, and economic affairs. Due to the lockdown, there is a huge loss of business.  People feel isolated and lonely. Besides, due to the lockdown, many people lose their jobs and their income decreases. At the same time, education is greatly hampered. Despite some disadvantages, a lockdown is a must in any country to prevent the spread of infectious diseases. After all, there is no alternative to lockdown to save human lives during a pandemic. So, being alert about the infectious disease, the government calls a lockdown in the country.

পড়তে পারেনঃ

Paragraph lockdown

বাংলা অনুবাদ:

লকডাউন হল মহামারীর মত সংক্রামক রোগের বিস্তার রোধে সরকার কর্তৃক গৃহীত একটি ব্যবস্থা। এর মূল উদ্দেশ্য হল জনগণের চলাচল সীমিত করে রোগের বিস্তারকে ধীর করা। বিশেষভাবে লকডাউন এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাবলিক প্লেস বন্ধ রাখা হয়।  লকডাউন চলাকালীন, মানুষকে ঘরে থাকতে বাধ্য করা হয়।  উদাহরণ স্বরূপ COVID-19 মহামারী চলাকালীন করোনা ভাইরাস বিস্তার রোধে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে লকডাউন ডাকা হয়। সংক্রামক রোগ কমাতে কার্যকর হলেও লকডাউন মানুষের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে। লকডাউনের ফলে ব্যবসা-বাণিজ্যের ব‍্যাপক ক্ষতি হয়। মানুষ বিচ্ছিন্নতা ও একাকীত্ব অনুভব করে। এছাড়া লকডাউনের কারণে অনেক মানুষ তাদের চাকরি হারায় এবং তাদের আয় কমে যায়। একই সাথে লেখাপড়া ব‍্যপকভাবে বিঘ্নিত হয়। কিছু অসুবিধা  থাকার সত্ত্বেও সংক্রামক রোগের বিস্তার রোধে যেকোন দেশে লকডাউন আবশ্যক। সর্বোপরি, মহামারী চলাকালীন মানুষের জীবন বাচাতে লকডাউনের কোন বিকল্প নেই। তাই সংক্রামক রোগ সম্পর্কে সতর্ক হয়ে সরকার দেশে লকডাউন ডাকে।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad