Type Here to Get Search Results !

যোহরের নামাজ কয় রাকাত সহ যোহরের নামাজের নিয়ম

যোহরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কত রাকাত, যোহরের নামাজের নিয়ম, যোহরের নামাজের নিয়ত,johor namaz rakat

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যোহর হল দ্বিতীয় ওয়াক্ত। মূলত যোহর এমন একটি সময় যখন পৃথিবীর মানুষ কর্মব্যস্ততার মধ্যে থাকে। এই কর্মব্যস্ততার মধ্যে আল্লাহকে স্মরণ করার একটি নির্দিষ্ট সময় হল যোহরের ওয়াক্ত। যোহরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে মানুষকে সমস্ত কর্মব্যস্ততা ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যোহরের নামাজ আদায় করা উচিত। হাদিসে যোহরের নামাজের অনেক ফজিলত উল্লেখ করা হয়েছে। তাই আজ আমি এই আর্টিকেলে যোহরের নামাজ কয় রাকাত সহ যোহরের নামাজের নিয়ম নিয়ে আলোচনা করব। যোহরের ওয়াক্তে কত রাকাত নামাজ পড়তে হয় এবং কিভারে পড়ুতে হয় তা জানতে আপনি আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

যোহরের নামাজ কয় রাকাত

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়তে হয় তা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা: শিখিয়ে দিয়েছেন। কোরআন ও হাদিসের আলোকে যোহরের নামাজ ১২ রাকাত। প্রথম চার রাকাত সুন্নত। দ্বিতীয় চার রাকাত ফরজ। তৃতীয় দুই রাকাত সুন্নত। চতুর্থ দুই রাকাত নফল। গড়ে মোট ১২ রাকাত। চলুন এখন যোহরের এই ১২ রাকাত নামাজ পড়ার নিয়ম জেনে নেওয়া যাক।

যোহরের নামাজের নিয়ম

যোহরের চার রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ম

১। অজু করার পর পশ্চিম দিকে মুখ করে জায়নামাজ বিছিয়ে নিন।

২। জায়নামাজের দোয়া পড়ুন।

৩। যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত করুন। নিয়ত আরবিতে না পারলে বাংলায় পড়ুন- আমি কিবরামুখী হইয়া যোহরের চার রাকাত সুন্নত নামাজ পড়িতেছি।

৪। আল্লাহু আকবার বলে পুরুষরা কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে এবং মহিলারা কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে বুকে হাত বাধুন। পুরুষরা নাভির নিচে হাত বাঁধবেন এবং মহিলারা নাভির উপরে হাত বাঁধবেন।

৫। ছানা পড়ুন।

৬। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ুন।

৭। সূরা ফাতিহা পড়ুন।

৮। যেকোন একটি সূরা পড়ুন।

৯। আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

১০। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন।

১১। সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে রব্বানা লাকাল হামদ পড়ুন।

১২। আল্লাহু আকবার বলে সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১৩। সেজদা থেকে উঠে সামান্য বসুন। এরপর আবার সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১৪। সেজদা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আবার বুকে হাত বাঁধুন।

১৫। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ুন এবং সাথে আরেকটি সূরা পড়ুন।

১৬। আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

১৭। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন।

১৮। সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ুন।

১৯। আল্লাহু আকবার বলে সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

২০। সেজদা থেকে উঠে সামান্য বসুন। এরপর আবার সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

২১। সেজদা থেকে উঠে সোজা হয়ে বসুন এবং আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়ুন।

২২। আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়ার পর উঠে দাঁড়িয়ে বুকে হাত বাধুন এবং সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ুন।

২৩। সুবহানা রাব্বিয়াল আজিম ও সুবহানা রাব্বিয়াল আলা পড়া সহ পূর্বের মতো রুকু সিজদা করুন।

২৪। আবার উঠে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা পড়ুন।

২৫। সুবহানা রাব্বিয়াল আজিম ও সুবহানা রাব্বিয়াল আলা পড়া সহ পূর্বের মতো রুকু সিজদা করুন।

২৬। আত্তাহিয়াতু বা তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ুন

২৭। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফেরান এবং একই কথা বলে বাম দিকে সালাম ফেরান।

২৮। তওবা পড়ুন এবং মোনাজাত করুন।

যোহরের চার রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম

১। তাকবীর দিন।

২। যোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করুন। নিয়ত আরবিতে না পারলে বাংলায় পড়ুন- আমি কিবরামুখী হইয়া যোহরের চার রাকাত ফরজ নামাজ পড়িতেছি আল্লাহু আকবার বলুন।

৩। ছানা পড়ুন। (না পড়লেও সমস্যা নাই)

৪। বিসমিল্লাহির রাহমানির রাহিম সহ সূরা ফাতিহা পড়ুন এবং সাথে অন্য একটি সূরা পড়ুন।

৫। আল্লাহু আকবার বলে রুকুতে যান।

৬। তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

৭। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন।

৮। সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে রব্বানা লাকাল হামদ পড়ুন

৯। আল্লাহু আকবার বলে সেজদায় যান।

১০। সেজদা অবস্থায় তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন এবং সেজদা থেকে উঠে সামান্য বসুন। এরপর আবার সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১১। সেজদা হতে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আবার বুকে হাত বাঁধুন।

১২। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ুন এবং সাথে আরেকটি সূরা পড়ুন।

১৩। আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

১৪। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন।

১৫। সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ুন।

১৬। আল্লাহু আকবার বলে সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন। এরপর সেজদা থেকে উঠে সামান্য বসুন। অতপর আবার সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১৭। সেজদা থেকে উঠে সোজা হয়ে বসুন এবং আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়ুন।

১৮। আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়ার পর উঠে দাঁড়িয়ে বুকে হাত বাধুন এবং শুধুমাত্র সূরা ফাতিহা পড়ুন।

১৯। সুবহানা রাব্বিয়াল আজিম ও সুবহানা রাব্বিয়াল আলা পড়া সহ পূর্বের মতো রুকু সিজদা করুন।

২০। আবার উঠে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ুন।

২১। সুবহানা রাব্বিয়াল আজিম ও সুবহানা রাব্বিয়াল আলা পড়া সহ পূর্বের মতো রুকু সিজদা করুন।

২২। আত্তাহিয়াতু বা তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ুন।

২৩। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফেরান এবং একই কথা বলে বাম দিকে সালাম ফেরান।

২৪। তওবা পড়ুন।

২৫। মোনাজাত করুন।

পড়তে পারেনঃ

যোহরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ম

১। যোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করুন। নিয়ত আরবিতে না পারলে বাংলায় পড়ুন- আমি কিবরামুখী হইয়া যোহরের দুই রাকাত সুন্নত নামাজ পড়িতেছি- আল্লাহু আকবার বলুন।

২। ছানা পড়ুন। (না পড়লেও সমস্যা নাই)

৩। বিসমিল্লাহির রাহমানির রাহিম সহ সূরা ফাতিহা ও যেকোন একটি সূরা পড়ুন।

৪। আল্লাহু আকবার বলে রুকুতে যান।

৫। তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

৬। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন।

৭। সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে রব্বানা লাকাল হামদ পড়ুন

৮। আল্লাহু আকবার বলে সেজদায় যান।

৯। সেজদা অবস্থায় তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন এবং সেজদা থেকে উঠে সামান্য বসুন। এরপর আবার সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১০। সেজদা হতে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আবার বুকে হাত বাঁধুন।

১১। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ুন এবং সাথে আরেকটি সূরা পড়ুন।

১২। আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

১২। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন।

১৩। সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ুন।

১৪। আল্লাহু আকবার বলে সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন। এরপর সেজদা থেকে উঠে সামান্য বসুন। অতপর আবার সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১৫। সেজদা থেকে উঠে সোজা হয়ে বসুন এবং আত্তাহিয়াতু বা তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ুন।

১৬। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফেরান এবং একই কথা বলে বাম দিকে সালাম ফেরান।

১৭। তওবা পড়ুন এবং মোনাজাত করুন।

যোহরের দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ম

১। যোহরের দুই রাকাত নফল নামাজের নিয়ত করুন। নিয়ত আরবিতে না পারলে বাংলায় পড়ুন- আমি কিবরামুখী হইয়া দুই রাকাত নফল নামাজ পড়িতেছি- আল্লাহু আকবার বলুন।

২। ছানা পড়ুন। (না পড়লেও সমস্যা নাই)

৩। বিসমিল্লাহির রাহমানির রাহিম সহ সূরা ফাতিহা পড়ুন ও যেকোনো একটি সূরা পড়ুন।

৪। আল্লাহু আকবার বলে রুকুতে যান।

৫। তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

৬। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন।

৭। সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে রব্বানা লাকাল হামদ পড়ুন।

৮। আল্লাহু আকবার বলে সেজদায় যান।

৯। সেজদা অবস্থায় তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন এবং সেজদা থেকে উঠে সামান্য বসুন। এরপর আবার সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১০। সেজদা হতে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আবার বুকে হাত বাঁধুন।

১১। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ুন এবং সাথে আরেকটি সূরা পড়ুন।

১২। আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ুন।

১৩। সামিয়াল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠুন।

১৪। সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ুন।

১৫। আল্লাহু আকবার বলে সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন। এরপর সেজদা থেকে উঠে সামান্য বসুন। অতপর আবার সেজদায় যান এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন।

১৬। সেজদা থেকে উঠে সোজা হয়ে বসুন এবং আত্তাহিয়াতু বা তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ুন।

১৭। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফেরান এবং একই কথা বলে বাম দিকে সালাম ফেরান।

১৮। তওবা পড়ুন এবং মোনাজাত করুন।

বি: দ্র: নফল নামাজ বসেও পড়তে পারেন।

যোহরের নামাজের নিয়ত

যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত

নাওয়াইতুয়ান উছাললিয়া লিল্লাহি তা'আলা আরবায়া রাকায়াতি সালাতিজ যোহরি সুন্নাতু রাসূলুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

যোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত

নাওয়াইতুয়ান উছাললিয়া লিল্লাহি তা'আলা আরবায়া রাকায়াতি সালাতিজ যোহরি ফারদুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

যোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত

নাওয়াইতুয়ান উছাললিয়া লিল্লাহি তা'আলা রাকায়াতই সালাতিজ যোহরি সুন্নাতু রাসূলুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

যোহরের দুই রাকাত নফল নামাজের নিয়ত

নাওয়াইতুয়ান উছাললিয়া লিল্লাহি তা'আলা রাকায়াতাই সালাতিল নাফলি মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

উপসংহারে বলা যায় যে যোহরের নামাজ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজের সময় সূর্যের অবস্থান অনুসারে নির্ধারিত হয়। যোহরের নামাজ সঠিকভাবে আদায় করার জন্য যোহরের নামাজ কয় রাকাত সহ যোহরের নামাজের নিয়ম সম্পর্কে প্রথমে বিস্তারিত জানতে হবে। তারপর যোহরের নামাজ পড়া শুরু করতে হবে। মূলত যোহরের নামাজের মাধ্যমে মুসলমানরা কেবল তাদের ধর্মীয় দায়িত্বই পালন করে না বরং আল্লাহর নিকট থেকে আধ্যাত্মিক সুবিধা এবং নৈকট্য লাভ করে। এই নামাজ মুসলমানদের দৈনন্দিন রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই দৈনিন্দন কর্মব্যস্ততার মাঝেও প্রত্যেক মুসলমানকে যোহরের নামাজ সময় মত আদায় করা উচিত।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.