Type Here to Get Search Results !

Your Hobby Composition with Bangla

 

Your hobby composition, your favourite hobby composition, my hobby composition, my favourite hobby composition

Your hobby composition

Everyone has a hobby in life. This hobby fulfills the demand of the human mind. However, like everyone else I have a hobby. My favorite hobby is gardening.  Actually, gardening provides an opportunity to meet the needs of food of the people as well as enjoy the natural beauty. Besides, gardening is a great form of exercise because it involves working in the garden in the morning and afternoon which provides the benefits of exercise.  So, gardening is the best hobby among all hobbies.

One of the greatest benefits of gardening is self-satisfaction. By growing flowers, fruits, and vegetables in one's own garden, self-satisfaction can be got. But to get this self-satisfaction, one needs patience, effort, and dedication. When anyone sees the flowers, fruits, and vegetables growing by his own hands in the garden, his mind is filled with joy. And that is self-satisfaction. For this self-satisfaction or as a hobby I have made a garden on the roof of my house.

I grow flowers, fruits, and vegetables in my roof garden throughout the year.  For winter flowers, fruits, and vegetables I sow seeds in October and plant seedlings in November.  And, for summer flowers, fruits, and vegetables I sow seeds in February and plant seedlings in March.  For this gardening, I have to prepare the soil and fill the pot with soil twice a year.  And that is in September and January.

After planting seedlings in November and March during the winter and summer seasons, I have to work a lot in my garden.  After 15 days of planting seedlings, I loosen the soil of the pots, clean the weeds, and apply a glass of liquid organic fertilizer to each pot. It makes my seedlings grow. Thus every 15 days, I apply liquid organic fertilizer to the plants and spray neem oil once a week.  As a result, no diseases and insects can attack my plants.

Within 2 months of planting seedlings, my garden is filled with flowers, fruits, and vegetables.  I sometimes sit in the garden in my spare time and look at the flowers, fruits, and vegetables.  I will not be able to express in words how happy I feel at this moment.

I regularly water my garden plants twice in the morning and afternoon and occasionally prune the old stems. As a result, my garden plants are always fresh and disease-free. I work in my garden twice regularly.  So, I don't need to do extra exercise. Gardening is my exercise and hobby.

Finally, it can be said that nowadays there is no alternative to gardening to satisfy the hobby.  On the one hand, gardening fulfills the demands of the mind and keeps the body disease-free.  On the other hand, it provides additional income by meeting the needs of the family's food.  So, everyone should take up gardening as a hobby.

পড়তে পারেনঃ

Your favourite hobby composition

বাংলা অনুবাদ:

সবার জীবনেই শখ থাকে। এই শখ মানুষের মনের চাহিদা পূরণ করে। তবে সবার মতো আমারও একটি শখ আছে। আমার প্রিয় শখ হল বাগান করা। প্রকৃতপক্ষে, বাগান করা মানুষের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেয়। এছাড়াও, বাগান করা ব্যায়ামের একটি দুর্দান্ত রূপ কারণ এটা সকাল এবং বিকাল বাগানে কাজ করার জড়িত যা ব্যায়ামের সুবিধা দেয়। তাই বাগান করা সব শখের মধ্যে সেরা শখ।

বাগান করার সবচেয়ে বড় সুবিধা হল আত্মতৃপ্তি। নিজের বাগানে ফুল, ফল ও সবজি চাষ করে আত্মতৃপ্তি পাওয়া যায়। কিন্তু এই আত্মতৃপ্তি পেতে হলে প্রয়োজন ধৈর্য, ​​প্রচেষ্টা ও নিষ্ঠা। বাগানে নিজের হাতে লাগানো ফুল, ফল ও সবজি উঠতে দেখলে মন আনন্দে ভরে যায়। আর এতেই আত্মতৃপ্তি। এই আত্মতৃপ্তির জন্য বা শখ হিসেবে আমি আমার বাড়ির ছাদে বাগান করেছি।

আমি সারা বছর আমার ছাদ বাগানে ফুল, ফল ও সবজি চাষ করি। শীতের ফুল, ফল এবং সবজির জন্য আমি অক্টোবরে বীজ বপন করি এবং নভেম্বরে চারা রোপণ করি। আর গ্রীষ্মের ফুল, ফল এবং সবজির জন্য আমি ফেব্রুয়ারিতে বীজ বপন করি এবং মার্চ মাসে চারা রোপণ করি। এই বাগান করার জন্য আমাকে মাটি প্রস্তুত করতে হয় এবং বছরে দুইবার মাটি দিয়ে পাত্র ভরাট করতে হয়। আর সেটা সেপ্টেম্বর ও জানুয়ারিতে।

শীত ও গ্রীষ্মের মৌসুমে নভেম্বর ও মার্চ মাসে চারা রোপণের পর আমাকে আমার বাগানে প্রচুর পরিশ্রম করতে হয়। চারা রোপণের ১৫ দিন পর আমি পাত্রের মাটি আলগা করে দেই, আগাছা পরিষ্কার করি এবং প্রতিটি পাত্রে এক গ্লাস করে তরল জৈব সার প্রয়োগ করি। এটা আমার চারা বড় করে তোলে। এইভাবে প্রতি ১৫ দিন পরপর আমি গাছে তরল জৈব সার প্রয়োগ করি এবং সপ্তাহে একবার নিমের তেল স্প্রে করি। ফলে কোন রোগ বা পোকামাকড় আমার গাছে আক্রমণ করতে পারে না।

চারা লাগানোর ২ মাসের মধ্যে আমার বাগান ফুল, ফল ও সবজিতে ভরে যায়। আমি মাঝে মাঝে আমার অবসর সময়ে বাগানে বসে ফুল, ফল ও সবজির দিকে তাকাই। ঐ মুহুর্তে আমি যে কতটা আনন্দ অনুভব করি তা ভাষায় প্রকাশ করতে পারব না।

আমি নিয়মিত আমার বাগানের গাছে সকালে ও বিকেলে দুবার পানির দেই এবং মাঝে মাঝে পুরানো ডালপালা ছাঁটাই করি। ফলে আমার বাগানের গাছপালা সবসময় তাজা এবং রোগমুক্ত থাকে। আমি আমার বাগানে নিয়মিত দুবার কাজ করি। তাই, আমার অতিরিক্ত ব্যায়াম করার দরকার হয় না। এই বাগান করাই আমার ব্যায়াম এবং শখ।

পরিশেষে বলা যায়, শখ মেটাতে আজকাল বাগান করার বিকল্প নেই। বাগান করা একদিকে যেমন মনের চাহিদা পূরণ করে তেমনি শরীরকে রাখে রোগমুক্ত। অন্যদিকে এটা পরিবারের খাবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয়ের জোগান দেয়। তাই বাগান করাকে সবারই শখ হিসেবে গ্রহণ করা উচিত।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad