Type Here to Get Search Results !

A Journey By Train Composition with Bengali

A journey by train composition, journey by train, a journey by train, composition a journey by train, journey by train composition

A journey by train composition

A journey by train is a fantastic experience. It gives people an excellent opportunity to enjoy the beauty of nature. The excitement in the train, the beauty of the natural scenery outside the window, the sound of the train engine, and the feeling of speed all make a journey by train interesting. So, a journey by train is more popular than any other journey. Last year I had a wonderful opportunity to take a journey by train that I will never forget in my life.

I went to Rajshahi University by train.  I got on the train from Khulna at 7 am.  It was the first train journey in my life. 15 minutes after I got on the train, the train left for Rajshahi. And, the train started running towards Rajshahi at high speed and I started enjoying the natural beauty of the outside world through the window.

I could hear the gentle and rhythmic sound of the engine which fascinated me. At that time I felt as if I were in a dream world. Actually, at that time a different feeling was working in my mind.  At times my body was shaking due to the fast speed of the train.

After passing for an hour, the train reached Jessore station and halted for 20 minutes. At that time I got up from my seat and went to the canteen to drink coffee. I felt very refreshed while drinking coffee. Then the train left Jessore station and ran towards Bheramara station in Kushtia.

Thus one after another the train crossed several stations and reached Darshana station. I thought my train journey was about to end as there was only one big station before Rajshahi. And that is Ishwardi. Once upon a time, the train reached Ishwardi station. I went to the bathroom at that time. After waiting at that station for 20 minutes, the train started running towards the main station of Rajshahi.

At that time I felt a bit sad because my comfortable train journey was almost over.  However, once the train crossed the canals, beels, and fields and reached Rajshahi main station.  And I got off the train.  I thought I would have fun again on the way back.

Finally, it can be said that a journey by train is an uncommon experience in life. A person who has never traveled by train in his life can't be convinced of the joy of a journey by train by describing it. The stories, laughter, and joy during the train journey are unforgettable. So, I will never forget my train journey in my life.  The feeling of my train journey will be intact in my memory for as long as I live.

Journey by train

বাংলা অনুবাদ:

ট্রেনে ভ্রমণ একটি দুর্দান্ত অভিজ্ঞতা। এটি মানুষকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার একটি চমৎকার সুযোগ করে দেয়।  ট্রেনে উত্তেজনা, জানালার বাইরে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য, ট্রেনের ইঞ্জিনের শব্দ এবং গতির অনুভূতি সবই ট্রেনে ভ্রমণকে আকর্ষণীয় করে তোলে।  তাই ট্রেন ভ্রমণ অন্য যেকোনো ভ্রমণের চেয়ে বেশি জনপ্রিয়।  গত বছর আমি ট্রেনে ভ্রমণ করার একটি চমৎকার সুযোগ পেয়েছিলাম যা আমি আমার জীবনে কখনও ভুলব না।

আমি ট্রেনে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সকাল ৭টায় আমি খুলনা থেকে ট্রেনে উঠেছিলাম। এটা ছিল আমার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ। আমি ট্রেনে উঠার ১৫ মিনিট পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দিল। আর ট্রেনটি দ্রুতগতিতে রাজশাহীর দিকে ছুটে চলল এবং আমি জানালা দিয়ে বাইরের পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম।

আমি ইঞ্জিনের মৃদু এবং ছন্দময় শব্দ শুনতে পাচ্ছিলাম যা আমাকে মুগ্ধ করেছিল। তখন আমার মনে হলো আমি যেন স্বপ্নের জগতে আছি। আসলে তখন আমার মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। ট্রেনের দ্রুত গতির জন্য মাঝে মাঝে আমার শরীর শিহরে উঠছিল।

এক ঘণ্টা পেরিয়ে ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছে ২০ মিনিটের জন্য থামল। ঐ সময় আমি আমার সিট থেকে উঠে ক্যান্টিনে গেলাম এবং কফি খেলাম। কফি খাওয়ার সময় আমি খুব সতেজ অনুভব করলাম। এরপর ট্রেনটি যশোর স্টেশন ছেড়ে কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনের দিকে ছুটে চলল।

এভাবে একের পর এক ট্রেনটি বেশ কয়েকটি স্টেশন অতিক্রম করে দর্শনা স্টেশনে পৌঁছাল। আমি ভেবেছিলাম আমার ট্রেন যাত্রা শেষ হতে চলেছে কারণ রাজশাহীর আগে একটি মাত্র বড় স্টেশন ছিল। আর তা হল ঈশ্বরদী। একসময় ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছে গেল। আমি ঐ সময় বাথরুমে গেলাম। ঐ স্টেশনে ২০ মিনিট অপেক্ষার পর ট্রেনটি রাজশাহীর মূল স্টেশনের দিকে ছুটতে শুরু করল।

সেই সময় আমি কিছুটা দুঃখ বোধ করলাম কারণ আমার আরামদায়ক ট্রেন ভ্রমণ প্রায় শেষ। যাইহোক, একসময় ট্রেনটি খাল, বিল ও মাঠ পেরিয়ে রাজশাহী প্রধান স্টেশনে পৌঁছাল। আর আমি ট্রেন থেকে নেমে পড়লাম। আমি ভাবলাম ফেরার পথে আবার মজা করব।

পরিশেষে বলা যেতে পারে যে ট্রেনে ভ্রমণ জীবনের একটি অস্বাভাবিক অভিজ্ঞতা। যে ব্যক্তি জীবনে কখনো ট্রেনে ভ্রমণ করেননি তাকে ট্রেনে ভ্রমণের আনন্দ বর্ণনা করে বোঝানো যাবে না। ট্রেন ভ্রমণের সময় গল্প, হাসি ও আনন্দ অবিস্মরণীয়। সুতরাং আমি আমার ট্রেন ভ্রমণ আমার জীবনে কখনও ভুলব না। যতদিন বেঁচে থাকব ততদিন আমার ট্রেন ভ্রমণের অনুভূতি আমার স্মৃতিতে অটুট থাকবে।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad