Value of time paragraph
Time is the most valuable asset in human life. Success in life depends on the proper use of this valuable asset. Time is passing and passing. It doesn't stay in one place even at a single point. And the time that is gone is gone forever. It never comes back again. So, we all should value time and make good use of it. There is a saying that time and tide wait for none. Time is an old gypsy man. Through the ages, only those who have made good use of time have been successful in life. And those who don't value time have failed. That's why today's work can never be left for tomorrow. Leaving today's work for tomorrow will lead to tomorrow's work problems. So, what should be done later should be done now. And what should be done tomorrow should be done today. In a word, today's work will be done tomorrow, this tradition should be given up. Who will waste time today, time will waste him one day. So, understanding the value of time, one should not waste even a single moment.
পড়তে পারেনঃ
Value of time
বাংলা অনুবাদ:
সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। জীবনের সফলতা নির্ভর করে এই মূল্যবান সম্পদের সঠিক ব্যবহারের উপর। সময় বয়েই চলছে। এক বিন্দুও এক জায়গায় স্থির থাকে না। আর যে সময় চলে যায় তা চিরদিনের জন্য চলে যায়। এটা আর কখনো ফিরে আসে না। তাই আমাদের সবার উচিত সময়ের মূল্যায়ন করা এবং এর সদ্ব্যবহার করা। একটি কথা আছে যে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় একজন বুড়ো যাযাবর। যুগে যুগে যারা সময়ের সদ্ব্যবহার করেছে তারাই জীবনে সফল হয়েছে। আর যারা সময়ের মূল্য দেয় না তারা ব্যর্থ হয়েছে। তাই আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা যাবে না। আজকের কাজ আগামীকালের জন্য ছেড়ে দিলে আগামীকালের কাজের সমস্যা হবে। সুতরাং পরে যা করা উচিত তা এখনই করা উচিত। আর কাল যা করা উচিত আজই করা উচিত। এক কথায় আজকের কাজ কাল হবে, এই প্রথা ছেড়ে দিতে হবে। যে আজ সময় নষ্ট করবে, সময় তাকে একদিন নষ্ট করবে। কাজেই সময়ের মূল্য বুঝে এক মুহূর্তও নষ্ট করা উচিত নয়।
রিলেটেড পোস্টসঃ
- Online class paragraph
- বাংলা অনুবাদ সহ My favourite food paragraph
- বাংলা অনুবাদ সহ Village life paragraph
আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।