Type Here to Get Search Results !

Student Life Composition with Bengali

 

Student life composition, composition student life, student life essay, short composition student life

Student life composition

Student life is the best time of life.  How the future life will be depends on the student's life.  That is why student life is the time to sow the seeds of success and preparation for the future struggling life.  The importance of student life can't be described in words.  There are many duties in this life.  So, it is not right to waste a single moment in student life to spend the future life peacefully.

The time spent in schools, colleges, and universities from the beginning of educational life is called student life.  This student life is very important and valuable in human life. Happiness, prosperity, and progress in the future depend on this life fully.  Basically, a good education in student life is the path to future life. And self-establishment in human life is dependent on the perseverance of student life.

A life without an aim is like a ship without a rudder.  So, everyone should have a definite aim in life.  And this aim has to be selected early in the student life and one has to work hard accordingly.  If anyone makes a mistake in selecting the aim or if he/she doesn't work hard after choosing the goal, he/she has to suffer all his/her life.

Studying is the first and foremost responsibility of a student. At all times a student should be fully focused on his studies.  Besides, his daily curriculum should be prepared with care and attention. It helps him to be a better student.  And a good student will rule the country in the future. In fact, he is the leader of the nation.  All the possibilities of development are hidden in it.  So not a single moment should be neglected in student life.

If the body is good, the mind is good.  And if the mind is good, the mind is in education.  So, in student life, along with studies, one should keep a good body. And to keep the body in good shape, regular exercise and sports should be done. Actually, regular exercise and sports are also an integral part of student life.

Student life is the best time to choose best friends.  If you make a mistake in choosing best friends, you have to suffer in the long run.  In fact, a friend is a good companion in life.  If this choice of companion is wrong, there are a lot of problems in life.  So, when choosing friends in student life, one should choose friends very carefully.

Student life is not a life of comfort.  This life is a life of hard work.  This life is a life of perseverance.  The foundation of success has to be built in student life.  And for this reason, it requires hard work and perseverance.  The more the students can use this time, the more peace they can enjoy in future life.  So, it is said, "As you sow, so you reap."

Along with studies, student life is the perfect time to learn courtesy, discipline, and punctuality.  So, a student should learn these well from the elders.  And if he/she doesn't learn them in his/her student life, he/she has to face a lot of problems later. Basically, courtesy, discipline, and punctuality are the seeds of good manners.  If one fails to sow these seeds in student life, one can never become a man of good manners.  And nothing good can be done without a man of good manners.

Above all, a student should participate in creative and public welfare works. He/she should stand by the helpless and poor people of the society in times of danger and love his/her own country.  Basically, the mentality of doing these public welfare works should be created from the student life.

In conclusion, student life is an important period of human life. This time should be neither neglected by any student nor wasted a single moment. Success in life is guaranteed if any student uses the time of student life. If a student doesn't utilize the time of student life properly, he/she can never succeed in life.  Instead of success in his/her life, failure is sure. It is noted that the importance of student life for a bright future is undeniable. So, every student should understand the importance of student life for success in future life.

পড়তে পারেনঃ

Composition student life

বাংলা অনুবাদ:

ছাত্রজীবনই জীবনের শ্রেষ্ঠ সময়। ভবিষ্যৎ জীবন কেমন হবে তা ছাত্রজীবনের উপর নির্ভর করে। যাইহোক, ছাত্রজীবনই সাফল্যের বীজ বপনের এবং ভবিষ্যৎ সংগ্রামী জীবনের প্রস্তুতির সময়। ছাত্রজীবনের গুরুত্ব ভাষায় বর্ণনা করা যায় না। এই জীবনে অনেক কর্তব্য আছে। তাই ভবিষ্যৎ জীবন শান্তিপূর্ণভাবে কাটানোর জন্য ছাত্রজীবনের একটি মুহূর্তও নষ্ট করা ঠিক না।

শিক্ষাজীবনের শুরু থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে সময়টা অতিবাহিত করা হয় তাকে ছাত্রজীবন বলে। এই ছাত্রজীবন মানবজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান। ভবিষ্যৎ জীবনের সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি সম্পূর্ণরূপে এই জীবনের উপর নির্ভর করে। মূলত ছাত্রজীবনে সুশিক্ষাই ভবিষ্যৎ জীবনের পথচলা। আর মানবজীবনে আত্মপ্রতিষ্ঠা ছাত্রজীবনের অধ্যবসায়ের উপর নির্ভরশীল।

লক্ষ্যবিহীন জীবন নঙ্গর ছাড়া নৌকার মতো। তাই প্রত্যেকেরই জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। আর এই লক্ষ্য ছাত্রজীবনের প্রথম দিকে নির্বাচন করতে হবে এবং সেই অনুযায়ী কঠোর পরিশ্রম করতে হবে। লক্ষ্য নির্বাচনের ক্ষেত্রে কেউ ভুল করলে বা লক্ষ্য নির্বাচনের পর কঠোর পরিশ্রম না করলে তাকে সারাজীবন কষ্ট পেতে হবে।

লেখাপড়া করা একজন ছাত্রের প্রথম এবং প্রধান দায়িত্ব। সব সময় একজন শিক্ষার্থীকে তার পড়ালেখায় পুরোপুরি মনোযোগী হতে হবে। এছাড়া তার দৈনন্দিন পাঠ্যক্রম যত্ন ও মনোযোগ দিয়ে প্রস্তুত করতে হবে। এটা তাকে ভালো ছাত্র হতে সাহায্য করে। আর একজন ভালো ছাত্র ভবিষ্যতে দেশ পরিচালনা করবে। আসলে সে থাকে কর্ণধার। তার মধ্যেই লুকিয়ে আছে উন্নয়নের সব সম্ভাবনা। তাই ছাত্রজীবনে একটি মুহূর্তও অবহেলা করা যাবে না।

শরীর ভালো থাকলে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে লেখাপড়ায় মন বসে। তাই ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি শরীর ভালো রাখতে হবে। আর শরীরকে ভালো ফিগারে রাখতে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করতে হবে।  আসলে, নিয়মিত ব্যায়াম এবং খেলাধুলাও ছাত্রজীবনের অবিচ্ছেদ্য অংশ।

ছাত্রজীবন হল সেরা বন্ধু নির্বাচনের সেরা সময়। সেরা বন্ধু নির্বাচনে ভুল করলে পরবর্তীতে ভুগতে হয়। আসলে বন্ধুই জীবনের ভালো সঙ্গী। এই সঙ্গী পছন্দে ভুল হলে জীবনে অনেক সমস্যা হয়। তাই ছাত্রজীবনে বন্ধু নির্বাচনের সময় খুব সাবধানে বন্ধু নির্বাচন করা উচিত।

ছাত্রজীবন আরামের জীবন নয়। এই জীবন কঠোর পরিশ্রমের জীবন। এ জীবন অধ্যবসায়ের জীবন। ছাত্রজীবনেই গড়ে তুলতে হবে সাফল্যের ভিত। আর এজন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। শিক্ষার্থীরা এই সময়কে যত বেশি ব্যবহার করতে পারবে, ভবিষ্যৎ জীবনে তত বেশি শান্তি উপভোগ করতে পারবে। তাই বলা হয়, "যেমন বীজ বপন করবৈ, তেমন ফল পাবে"

পড়াশোনার পাশাপাশি ছাত্রজীবন হল সৌজন্য, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা শেখার উপযুক্ত সময়। তাই একজন ছাত্রের উচিত বড়দের কাছ থেকে এগুলো ভালোভাবে শেখা। আর যদি সে তার ছাত্রজীবনে এগুলো না শেখে তবে তাকে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। মূলত সৌজন্য, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা হল উত্তম আচরণের বীজ।  ছাত্রজীবনে এসব বীজ বপন করতে না পারলে কখনোই ভালো আচরণের মানুষ হওয়া যায় না। আর ভালো আচরণের মানুষ ছাড়া ভালো কিছুই করা যায় না।

সর্বোপরি, একজন শিক্ষার্থীকে সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। বিপদের সময় সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে এবং নিজের দেশকে ভালোবাসতে হবে। মূলত ছাত্রজীবন থেকেই এসব জনকল্যাণমূলক কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।

পরিশেষে বলা যায়, ছাত্রজীবন মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি কোনো শিক্ষার্থীকে অবহেলা করা উচিত নয় বা একটি মুহূর্তও নষ্ট করা উচিত নয়। যে কোন শিক্ষার্থী ছাত্রজীবনের সময়টাকে কাজে লাগালে জীবনে সফলতা নিশ্চিত। একজন শিক্ষার্থী যদি ছাত্রজীবনের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারে তাহলে সে জীবনে সফল হতে পারবে না। তার জীবনে সাফল্যের পরিবর্তে ব্যর্থতা নিশ্চিত। উল্লেখ্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য ছাত্রজীবনের গুরুত্ব অনস্বীকার্য। সুতরাং প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যতের জীবনে সাফল্যের জন্য ছাত্রজীবনের গুরুত্ব বোঝা উচিত।

 রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad