Type Here to Get Search Results !

Bangladesh Paragraph with Bengali Translation

Bangladesh paragraph, paragraph bangladesh, bangladesh paragraph for hsc, my country paragraph bangladesh

Bangladesh paragraph

Bangladesh is a populous small country in South Asia. Although the country is small in size, it is full of natural beauty. It is bordered by India to the north, east, and west and Myanmar to the southeast. It has a population of approximately 160 million people. The area of this country is 1, 47, 598 square kilometers. However, Bangladesh gained independence from Pakistan in 1971. It has a rich cultural heritage and a long history. Despite facing many challenges, Bangladesh is developing day by day in the garment industry, fish, remittances from abroad, and development of the information technology sector. It has been able to reduce poverty in the country. Actually, Bangladesh has a parliamentary system of government. And, the Prime Minister is the chief of the government. Corruption, pollution, political instability, and natural disasters are the main problems of this country. Mainly, the economy of the country depends on agriculture. Most of the people here are Muslims. The people of this country are very friendly. Besides, the longest sea beach in the world and the only mangrove forest are in Bangladesh. Above all, Bangladesh is one of the most beautiful countries in the world that has made significant progress in education, healthcare, and poverty alleviation.

পড়তে পারেনঃ

Paragraph Bangladesh

বাংলা অনুবাদ:

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ক্ষুদ্র দেশ। দেশটি আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এর উত্তর, পূর্ব ও পশ্চিমে ভারত এবং দক্ষিণ-পূর্বে মায়ানমার। এটির জনসংখ্যা প্রায় ১৬০ মিলিয়ন। এদেশের আয়তন ১,৪৭,৫৯৮ বর্গকিলোমিটার। যাইহোক, বাংলাদেশ ১৯৭২ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। এর একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং দীর্ঘ ইতিহাস আছে।অনেক চ্যালেঞ্জ মোকাবিলা সত্ত্বেও পোশাক শিল্প, মাছ, বিদেশ থেকে পাঠানো এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশ দিন দিন উন্নতি করছে। এটি দেশের দারিদ্র্য কমাতে সক্ষম হয়েছে। প্রকৃতপক্ষে, বাংলাদেশে একটি সংসদীয় সরকার ব্যবস্থা আছে। আর প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারের প্রধান। দুর্নীতি, দূষণ, রাজনৈতিক অস্থিতিশীলতা ও প্রাকৃতিক দুর্যোগ এ দেশের প্রধান সমস্যা। মূলত, দেশটির অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। এখানকার অধিকাংশ মানুষই মুসলমান এবং এদেশের মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ। এছাড়া বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং একমাত্র ম্যানগ্রোভ বন বাংলাদেশে। সর্বোপরি, বাংলাদেশ বিশ্বের অন্যতম সুন্দর দেশ যা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad