Type Here to Get Search Results !

Our School Paragraph with Bangla

 

Our school paragraph,my school paragraph,your school paragraph,my school paragraph for class 6,our school paragraph for class 6

Our school paragraph

Our school is renowned in our locality. The name of our school is Paikgacha Government High School. It is situated at Paikgacha Sadar. It is a four storied school. It starts at 10 AM and breaks up at 4 PM. There are 500 students, 20 teachers and 5 office assistants in our school. The teachers of our school are very sincere and friendly. They always help the students out of the class. There are 20 classrooms, a teacher's room and an office room in our school. Besides, there is a separate room for the Headmaster. There is a playground in front of our school. Students play in the playground during tiffin. There is a library in our school. During the off period, students go to the library to study. Every year our school makes good results in the SSC examination.  Our school discipline is very good. No student in our school breaks the discipline. Our school has all the modern amenities. At present, our school runs classes through a projector. So, I am proud of having the opportunity to study in such a reputed school.

পড়তে পারেনঃ

My school paragraph

বাংলা অনুবাদ:

আমাদের স্কুল আমাদের এলাকার একটি নামকরা স্কুল। আমাদের স্কুলের নাম পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়। এটি পাইকগাছা সদরে অবস্থিত। এটি একটি চারতলা বিশিষ্ট স্কুল। এটি সকাল ১০ টায় শুরু হয় এবং বিকাল ৪ টায় ছুটি হয়।  আমাদের বিদ্যালয়ে ৫০০ জন ছাত্রছাত্রী, ২০ জন শিক্ষক ও ৫ জন অফিস সহকারী আছে। আমাদের স্কুলের শিক্ষকরা খুবই আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ। তারা সবসময় ছাত্রছাত্রীদের ক্লাসের বাইরে সাহায্য করে। আমাদের বিদ্যালয়ে ২০টি শ্রেণী কক্ষ, একটি শিক্ষক কক্ষ এবং একটি অফিস কক্ষ আছে। এছাড়া প্রধান শিক্ষকের জন্য একটি পৃথক কক্ষ আছে।  আমাদের স্কুলের সামনে একটি খেলার মাঠ আছে। টিফিনের সময় খেলার মাঠে ছাত্রছাত্রীরা খেলা করে। আমাদের স্কুলে একটি লাইব্রেরি আছে। অফ পিরিয়ডের সময়, ছাত্রছাত্রীরা লাইব্রেরিতে পড়তে যায়। প্রতি বছর আমাদের স্কুল এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে। আমাদের স্কুলের শৃঙ্খলা খুবই ভালো। আমাদের স্কুলের কোন ছাত্রছাত্রী শৃঙ্খলা ভঙ্গ করে না। আমাদের স্কুলে আধুনিক সব সুযোগ সুবিধা আছে। বর্তমানে আমাদের স্কুল প্রজেক্টেরের মাধ্যমে ক্লাস পরিচালনা করে। তাই, এমন একটি স্বনামধন্য স্কুলে পড়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.