Type Here to Get Search Results !

My Class Room Paragraph for Class 2-10 with Bangla

 

My classroom paragraph,our classroom paragraph,your classroom paragraph,classroom paragraph

My classroom paragraph

A classroom is a special room in a school, college, or university where students of a particular class attend for learning.  I am a student in class ten. Like others, I have a classroom. My classroom is well decorated. There are 20 benches, a chair, a table, and a blackboard in my classroom. There are also four fans in my classroom to keep students cool during summer. Recently a projector has been set up in my classroom to modernize education.  However, my classroom is very nice. It plays an important role in shaping the social mental and emotional development of students. As soon as a teacher enters the classroom, all the students stand up and respect the teacher. Then the teacher prepares lesson plans for the class emphasizing the academic development of the students and starts delivering lectures on a specific topic. If a student in the class does not understand something, he asks the teacher a question and the teacher explains it to him.  Above all, in my classroom students can develop the skills, knowledge, and confidence they need to achieve their goals and aspirations. So, I am proud of having such a classroom in my educational life.

পড়তে পারেনঃ

Our classroom paragraph

বাংলা অনুবাদ:

একটি ক্লাস রুম স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন একটি বিশেষ রুম যেখানে একটি নির্দিষ্ট ক্লাসের ছাত্রছাত্রীরা শেখার জন‍্য উপস্থিত থাকে। আমি দশম শ্রেণীর একজন ছাত্র। অন‍্যদের মত আমারও একটি ক্লাস রুম আছে। আমার ক্লাস রুমটি ভালভাবে সুসজ্জিত। আমার ক্লাস রুমে ২০ টি বেঞ্চ, একটি চেয়ার, একটি টেবিল ও একটি ব্লাকবোর্ড আছে। গরমের সময় ছাত্রছাত্রীদের ঠান্ডা পরিবেশে ক্লাস করার জন‍্য আমার ক্লাস রমে চারটি ফ‍্যান আছে। এছাড়া সম্প্রতি আমার ক্লাস রুমে প্রজেক্টের এর ব‍্যবস্হা করা হয়েছে। যাইহোক, আমার ক্লাস রুমটি খুব সুন্দর। এটি শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক বিকাশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন শিক্ষক ক্লাস রুমে প্রবেশ করার সাথে সাথে ছাত্রছাত্রীরা সবাই উঠে দাড়িয়ে শিক্ষককে সম্মান করে। এরপর শিক্ষক ছাত্রছাত্রীদের একাডেমি উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে  ক্লাসে পাঠের পরিকল্পনা তৈরী করেন এবং নির্দিষ্ট টপিক এর উপর বক্তৃতা দেওয়া শুরু করেন। ক্লাসে কোন ছাত্রছাত্রী কোন বিষয় বুঝতে না পারলে শিক্ষককে প্রশ্ন করেন এবং শিক্ষক তাকে সেটা বুঝিয়ে দেন। সর্বোপরি, আমার ক্লাসরুমে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য এবং আকাঙ্খা অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং আত্মবিশ্বাস বিকাশ করতে পারে। তাই শিক্ষা জীবনে এমন একটি ক্লাসরুম পাওয়াতে আমি গর্বিত।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad