Type Here to Get Search Results !

Father of the Nation Paragraph with Bangla Translation

Father of the nation paragraph, father of the nation, father of the nation paragraph class 9, father of the nation of bangladesh

Father of the nation paragraph

Father of the nation is an honorable title given to a special person who plays an important role in the founding of a nation. Bangabandhu Sheikh Mujibur Rahman is the father of the nation of Bangladesh. He was born on March 17, 1920, in Tungipara of Gopalganj District. He was a notable political leader and the founder of Bangladesh. He fought for the rights of the Bengali people. Bangladesh gained independence from Pakistan in 1971 under his leadership. However, Bangabandhu declared independence from Pakistan on March 26, 1971, and formed a provisional government. The Pakistani government opposed the independence of Bangladesh and pounced on the vulnerable people of East Pakistan like a ferocious beast. As a result, the liberation war began. People from all walks of life in East Pakistan participated in the war under the leadership of Bangabandhu Sheikh Mujib Rahman.  Bangladesh gained independence on December 16, 1971, at the cost of nine months of bloody battle.  Then Bangladesh was recognized as an independent country on the world map.  Sheikh Mujibur Rahman became the first president of Bangladesh.  Actually, Bangladesh was able to gain independence under his leadership only. So, Bengalis will never forget his name.  Above all, Bangabandhu Sheikh Mujibur Rahman will be remembered forever as the father of the nation in the lives of Bengalis.

পড়তে পারেনঃ

Father of the nation

বাংলা অনুবাদ:

জাতির পিতা একটি সম্মানজনক উপাধি যা একটি বিশেষ ব্যক্তিকে দেওয়া হয় যিনি কোন জাতির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য রাজনৈতিক নেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তিনি বাঙালির অধিকারের জন্য লড়াই করেছেন। তার নেতৃত্বে ১৯৭১ সালে পাকিস্তানের নিকট থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। যাইহোক, বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬শে মার্চ পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেন এবং একটি অস্থায়ী সরকার গঠন করেন। পাকিস্তান সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে এবং পূর্ব পাকিস্তানের অসহায় জনগণের উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছিল। ফলে শুরু হয় মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের সর্বস্তরের মানুষ যুদ্ধে অংশগ্রহণ করে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এরপর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়। আর শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন। প্রকৃতপক্ষে তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছিল।তাই বাঙালিরা তার নাম কোনদিন ভুলবে না। সর্বোপরি বাঙালির প্রাণে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad