Type Here to Get Search Results !

School Life and College Life Paragraph with Bangla

School life and college life paragraph, high school life and college life paragraph, school life and college life paragraph hsc

School life and college life paragraph

Student life would be a happy life if there were no studies and exams. But the truth is that there is no alternative to studies and exams in student life. So, in student life, students have to study in two stages for future life. One is school life and the other is college life. These two levels of education are fully different from each other. Basically, students have to follow strict rules in school life. They have to take part in the classes one after another. Teachers teach them discipline and supervise them strictly. Here students are punished if they do not obey any rules or fail to prepare their lessons.  In a word, students can’t go beyond the permission of teachers in school life. On the other hand, college life is much happier and carefree. Here students enjoy a lot of freedom. In college, they are not bound to follow strict rules. Here teachers are much friendlier and less strict. Besides, college life is less stressful than school life. Here students are not bound to prepare their lessons and present them to their teachers. Moreover, students can mix freely here. Parents are not notified as frequently as schools when they fail to follow the rules. In a word, college life is a very happy and comfortable life. Finally, school life and college life are two important stages of education in building the future life of students.

পড়তে পারেনঃ

School life vs college life paragraph

বাংলা অনুবাদ:

ছাত্রজীবন হত সুখের জীবন যদি না থাকত পড়াশোনা ও পরীক্ষা। কিন্তু চরম সত‍্য কথাটি হল ছাত্রজীবনে পড়াশোনা ও পরীক্ষা বিকল্প নেই। তাই ছাত্রজীবনে ভবিষ্যৎ জীবনের জন্য দুটি স্তরে লেখাপড়া করতে হয়। একটি হল স্কুল জীবন এবং অপরটি হল কলেজ জীবন। লেখাপড়ার এই স্তর দুটি সম্পূর্ণ ভিন্ন। মূলত, স্কুল জীবনে ছাত্রছাত্রীদের কঠোর নিয়ম-কানুন মেনে চলতে হয়। তাদের একের পর এক ক্লাস করতে হয়। শিক্ষকরা তাদের উপর কঠোরভাবে শাসন ও তদারকি করেন। এখানে ছাত্রছাত্রীরা কোন নিয়ম না মানলে বা তাদের পাঠ প্রস্তুত করতে ব্যর্থ হলে তাদেরকে শাস্তি দেওয়া হয়। এক কথায়, স্কুল জীবনে ছাত্রছাত্রীরা শিক্ষকদের অনুমতির বাইরে যেতে পারে না। অন্যদিকে, কলেজ জীবন অনেক বেশি সুখী ও চিন্তামুক্ত। এখানে ছাত্রছাত্রীরা অনেক স্বাধীনতা ভোগ করে।  কলেজে তারা কঠোর নিয়ম-নীতির মধ্যে আবদ্ধ নয়। এখানে শিক্ষকরা অনেক বেশি বন্ধুত্বপূর্ণ এবং কঠোর কম। তাছাড়া, কলেজ জীবনে পড়ালেখার চাপ স্কুল জীবনের চেয়ে কম। এখানে ছাত্রছাত্রীরা তাদের পাঠ প্রস্তুত করতে এবং তাদের শিক্ষকদের কাছে তা উপস্থাপন করতে বাধ্য নয়।  তাছাড়া, এখানে ছাত্রছাত্রীরা অবাধে মিশতে পারে। তারা কোন নিয়ম পালন করতে ব্যর্থ হলে অভিভাবকদের স্কুলের মতো ঘন ঘন অবহিত করা হয় না। এক কথায়,, কলেজ জীবন অনেক সুখী এবং আরামদায়ক জীবন। পরিশেষে, স্কুল জীবন ও কলেজ জীবন ছাত্রছাত্রীদের ভবিষ্যত জীবন গঠনের দুটি গুরুত্বপূর্ণ স্তর।

রিলেটেড পোস্টসঃ

আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad