Type Here to Get Search Results !

Repairing Damaged Road Application with Bangla

Application for repairing damaged road,repairing damaged road application,damaged road application

 Application for repairing damaged road

Question:

Write an application for repairing a damaged road.

Answer:

 April 01, 2024

To

The Chairman,

Kapilmuni Union Parishad,

Kapilmuni, Paikgacha, Khulna.

 

Subject: Application for repairing the damaged road.

 

Dear Sir,

With due respect and humble submission we beg to state that we are the inhabitants of the village Shilemanpur of Kapilmuni Union Parishad under Paikgacha Upazila. Every year our village is damaged by floods. This year our village was fully underwater due to serious floods. As a result, the crops, bridges and roads of our village have been damaged. Especially the road going from our village to Paikgacha town has been completely damaged by the recent flood for which thousands of people are suffering untold miseries every day while traveling by road to the town. So, it is very urgent to repair the damaged road immediately.

We, therefore, pray and hope that you would be kind enough to take urgent steps to repair the damaged road of our village and oblige thereby.

Yours faithfully,

Rakib

(On behalf of the people of Shilemanpur)

পড়তে পারেনঃ

Repairing damaged road application

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য একটি আবেদন লিখুন।

উত্তর:

এপ্রিল ০১, ২০২৪

বরাবর

চেয়ারম্যান,

কপিলমুনি ইউনিয়ন পরিষদ,

কপিলমুনি, পাইকগাছা, খুলনা।


বিষয়: ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য আবেদন।


জনাব,

যথাযথ শ্রদ্ধা ও বিনয়ের সাথে আমরা জানাচ্ছি যে আমরা পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের শিলেমানপুর গ্রামের বাসিন্দা। প্রতি বছর বন্যায় আমাদের গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এ বছর ভয়াবহ বন্যায় আমাদের গ্রাম সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। ফলে আমাদের গ্রামের জমির ফসল, ব্রিজ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমাদের গ্রাম থেকে পাইকগাছা শহরের দিকে যাওয়ার রাস্তাটি সাম্প্রতিক বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে যার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ শহরে সড়ক পথে যাতায়াত করতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। তাই অবিলম্বে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করা জরুরি।

অতএব, আমরা প্রার্থনা করি এবং আশা করি যে আপনি আমাদের গ্রামের ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত করার জন্য জরুরী পদক্ষেপ গ্রহণে যথেষ্ট সদয় হয়ে আমাদের বাধিত করবেন।

আপনার বিশ্বস্ত,

রাকিব

(শিলেমানপুর বাসীর পক্ষ থেকে)

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad