Type Here to Get Search Results !

My Reading Room Paragraph with Bengali

 

My reading room paragraph,reading room,my dream reading room paragraph,reading room paragraph

My reading room paragraph

My reading room is one of the most beautiful rooms in our house. My mother has decorated it very nicely for me. It is next to my bedroom. My reading room is full of light and air. It has two windows and a door. Fresh air can enter my reading room easily through these windows. Sometimes, I see natural beauty often through the window while reading. It makes me feel good even if I am sad. There are a chair, a table, and a bookshelf in my reading room. I have arranged all my books on the bookshelf. When I need a book, I take it from the bookshelf and read it. I have a unique table light on my table in my reading room. The table light comes on automatically as soon as the electricity goes out. Besides, I have a room heater in my reading room. As a result, I can heat my reading room in winter.  That's why there is no harm in my studies in winter. On the other hand, my studies are not affected by excessive heat in summer because I have a cool fan in my reading room. I always keep my reading room clean and tidy. My mother also cleans my reading room every day. After all, my reading room has all the modern amenities due to which I can study properly without any problem.

Reading room paragraph

বাংলা অনুবাদ:

আমার পড়ার ঘরটি আমাদের বাড়ির সবচেয়ে সুন্দর ঘরগুলোর একটি। আমার মা আমার জন্য এটা খুব সুন্দর করে সাজিয়েছেন। এটা আমার বেডরুমের পাশে। আমার পড়ার ঘর আলো-বাতাসে পূর্ণ। এতে দুটি জানালা ও একটি দরজা আছে। এই জানালা দিয়ে তাজা বাতাস সহজেই আমার পড়ার ঘরে প্রবেশ করতে পারে। আমি পড়ার সময় জানালা দিয়ে মাঝে মাঝে প্রাকৃতিক সৌন্দর্য দেখি। আমার মন খারাপ থাকলেও এটি দেখে আমার মন ভাল হয়ে যায়। আমার পড়ার ঘরে একটা চেয়ার, একটা টেবিল ও একটা বুকশেলফ আছে। আমি আমার সব বই বুকশেলফে সাজিয়ে রেখেছি। আমার যখন কোন বই দরকার হয়, আমি বইয়ের তাক থেকে নিয়ে এটি পড়ি। আমার পড়ার ঘরে টেবিলের উপর আমার একটি অনন্য টেবিল লাইট আছে। বিদ্যুৎ চলে গেলেই টেবিল লাইটটি এমনিতেই জ্বলে ওঠে। তাছাড়া আমার পড়ার ঘরে একটা রুম হিটার আছে। ফলে শীতকালে আমি আমার পড়ার ঘর গরম করতে পারি। তাই শীতে আমার পড়ালেখার কোনো ক্ষতি হয় না। অন্যদিকে, গ্রীষ্মে অত্যধিক গরমে আমার পড়াশুনা ক্ষতি হয় না কারণ আমার পড়ার ঘরে একটি কুল ফ‍্যান আছে। আমি সবসময় আমার পড়ার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমার মাও প্রতিদিন আমার পড়ার ঘর পরিষ্কার করেন।সর্বোপরি, আমার পড়ার ঘরে আধুনিক সব সুযোগ-সুবিধা আছে যার কারণে আমি কোনো সমস্যা ছাড়াই সঠিকভাবে পড়াশোনা করতে পারি।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.