Type Here to Get Search Results !

Importance of Learning Computer Dialogue with Bangla

 

Dialogue importance of learning computer,importance of learning computer dialogue,learning computer dialogue

Importance of learning computer dialogue

Question:

Write a dialogue about the importance of learning computers.

Answer:

Lima: Hi Sima!  How are you?

Sima: I am well.  But you?

Lima: I am also well by the grace of Almighty Allah. What will you do after your final examination?

Sima: I haven't decided yet. But what will you do after your final examination?

Lima: I will learn computer in the time I get after the final examination.

Sima: Why will you learn computer?

Lima: I am astonished to hear you. Don't you know the importance of learning computers?

Sima: No.  Will you tell me the importance of learning computers?

Lima: Why not?  Of course, I will.  Then listen.

Sima: Tell me.  I am ready to listen to you.

Lima: The present age is the age of computers. Now nothing is possible without a computer. There is no sector in the current world where computers are not used.

Sima: Tell me more in detail.

Lima: Yes, I do. Today we live in the digital age. In this age, all our activities are dependent on computers. If you look at schools, colleges, offices, and courts, you will see that computers are everywhere and all the work here is done through computers.

Sima: You are right.

Lima: Listen more. Computers are now used in research, diagnosis, design, and publishing.

Sima: So, there is no alternative to learning computers, right?

Lima: Yes, it is.

Sima: I have understood the importance of learning computers. So, I will also learn computer with you after the final examination. Thank you so much for telling me the importance of learning computers.

Lima: Welcome.

পড়তে পারেনঃ

Dialogue importance of learning computer

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

কম্পিউটার শেখার গুরুত্ব সম্পর্কে একটি সংলাপ লেখ।

উত্তর:

লিমা: হাই সিমা! তুমি কেমন আছো?

সিমা: আমি ভালো আছি। কিন্তু তুমি?

লিমা: আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি। তুমি ফাইনাল পরীক্ষার পরে কি করবে?

সিমা: আমি এখনো ঠিক করিনি। কিন্তু তোমার ফাইনাল পরীক্ষার পর তুমি কি করবে?

লিমা: ফাইনাল পরীক্ষার পর আমি যে সময় পাব ঐ সময় কম্পিউটার শিখব।

সিমা: কম্পিউটার শিখবে কেন?

লিমা: তোমার কথা শুনে অবাক হলাম। তুমি কি কম্পিউটার শেখার গুরুত্ব জানো না?

সিমা: না। তুমি কি আমাকে কম্পিউটার শেখার গুরুত্ব বলবে?

লিমা: কেন নয়?  অবশ্যই আমি বলব।  তাহলে শোন।

সিমা: বল। আমি তোমার কথা শুনতে প্রস্তুত।

লিমা: বর্তমান যুগ কম্পিউটারের যুগ। এখন কম্পিউটার ছাড়া কিছুই সম্ভব নয়। বর্তমান বিশ্বে এমন কোনো সেক্টর নেই যেখানে কম্পিউটার ব্যবহার করা হয় না।

সিমা: বিস্তারিত বল।

লিমা: হ্যাঁ, আমি বলছি। আজ আমরা ডিজিটাল যুগে বাস করছি। এই যুগে আমাদের সকল কাজকর্ম কম্পিউটারের উপর নির্ভরশীল। তুমি যদি স্কুল, কলেজ, অফিস-আদালতের দিকে তাকাও তাহলে দেখতে পাবে যে সর্বত্র কম্পিউটার রয়েছে এবং এখানে সমস্ত কাজ কম্পিউটারের মাধ্যমে হয়।

সিমা: ঠিক বলেছ।

লিমা: আরো শোন। কম্পিউটার এখন গবেষণা, রোগ নির্ণয়, নকশা ও প্রকাশনায়ও ব্যবহৃত হয়।

সিমা: তাহলে কম্পিউটার শেখার কোনো বিকল্প নেই, তাই না?

লিমা: হ্যাঁ, তাই।

সিমা: আমি কম্পিউটার শেখার গুরুত্ব বুঝতে পেরেছি। তাই ফাইনাল পরীক্ষার পর আমিও তোমার সাথে কম্পিউটার শিখব। আমাকে কম্পিউটার শেখার গুরুত্ব বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

লিমা: স্বাগতম।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad