Type Here to Get Search Results !

Dialogue How to Make a Good Result with Bangla

How to make a good result dialogue,dialogue how to make a good result,how to make a good result

How to make a good result dialogue

Question:

Write a dialogue between two friends about how to make a good result.

Answer:

Shimul: Good night, Parul. How are you?

Parul: Good night. I'm very fine. But you?

Shimul: I'm not fine. 

Parul: Why?

Shimul: I'm trying my best but unable to make a good result. Will you tell me how to make a good result?

Parul: Of course. Why not?  Then listen to the way of making a good result.

Shimul: Tell. I'm listening.

Parul: There are two types of reading. Superficial reading and attentive reading.  While reading something, you will read carefully.  If you read something superficially, you will forget it within a short time.  And if you read something carefully, you will never forget it.  By reading in this way, you will definitely get a good result.

Shimul: No doubt good advice.

Parul: Listen more. Nowadays, most of the students watch Facebook and YouTube instead of studying.  If you watch Facebook and YouTube at the time of studying like them, you will not be able to get a good result in life.

Shimul: You are so experienced.

Parul: Actually, an Android phone is a great weapon to destroy the students. This android phone has almost destroyed the lives of the students.  So, if you want to make a good result, stay away from Android phones.  Staying away from mobile, you will definitely make a good result.  And you will understand what you read.

Shimul: I know from you how to make a good result. Thank you so much for giving me valuable advice to make a good result.

Parul: Welcome. 

Dialogue how to make a good result

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

কিভাবে ভাল ফলাফল করা যায় সে সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখ

উত্তর:

শিমুল: শুভ রাত্রি পারুল। তুমি কেমন আছো?

পারুল: শুভ রাত্রি। আমি খুব ভালো আছি। কিন্তু তুমি?

শিমুল: আমি ভালো নেই।

পারুল: কেন?

শিমুল: আমি সাধ্যমত চেষ্টা করছি কিন্তু ভালো ফল করতে পারছি না। তুমি আমাকে বলবে কিভাবে ভালো রেজাল্ট করা যায়?

পারুল: অবশ্যই। কেন নয়? তাহলে শোন ভালো রেজাল্ট করার উপায়।

শিমুল: বল। আমি শুনছি।

পারুল: পড়া দুই রকম। ভাসা ভাসা পড়া এবং মনোযোগ দিয়ে পড়া। কোনকিছু পড়ার সময় তুমি মনোযোগ সহকারে পড়বে। ভাসাভাসা কিছু পড়লে অল্প সময়ের মধ্যেই তা ভুলে যাবে। আর তুমি যদি কিছু মনোযোগ সহকারে পড় তবে তুমি তা কখনই ভুলে যাবে না। এভাবে পড়লে অবশ্যই তুমি ভালো ফলাফল করতে পারবে।

শিমুল: নিসন্দেহে ভালো পরামর্শ।

পারুলঃ আরো শোন। আজকাল বেশির ভাগ শিক্ষার্থী পড়াশুনার পরিবর্তে ফেসবুক ও ইউটিউব দেখে। তুমি যদি তাদের মতো পড়াশোনার সময় ফেসবুক এবং ইউটিউব দেখ তাহলে তুমী জীবনে ভাল ফলাফল করতে পারবেন না।

শিমুল: তুমি অনেক অভিজ্ঞ।

পারুল: প্রকৃতপক্ষে একটি অ্যান্ড্রয়েড ফোন ছাত্রদের ধ্বংস করার বড় অস্ত্র এই অ্যান্ড্রয়েড ফোন শিক্ষার্থীদের জীবন প্রায় ধ্বংস করে দিয়েছে। তাই ভালো রেজাল্ট করতে চাইলে অ্যান্ড্রয়েড ফোন থেকে দূরে থাকো। মোবাইল থেকে দূরে থেকে তুমি অবশ্যই ভাল ফলাফল করবে। আর যা পড়বে তা বুঝে পড়বে।

শিমুল: তোমার নিকট থেকে জানলাম কিভাবে ভালো ফলাফল করতে হয়। আমাকে ভাল ফলাফল করার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

পারুল: স্বাগতম।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.