Type Here to Get Search Results !

Dialogue about Eradicate Illiteracy with Bengali

Eradicate illiteracy dialogue,how to eradicate illiteracy dialogue,dialogue how to eradicate illiteracy,dialogue about illiteracy problem

Eradicate illiteracy dialogue

Question:

Write a dialogue about illiteracy problem in Bangladesh.

Answer:

Mona: Hello, friend. What're you doing?

Sona: Nothing. But I'm thinking deeply about a thing.  

Mona: What's that?  

Sona: Illiteracy. Most people in the villages of Bangladesh are illiterate. They don't know how to read and write. I wonder how to eradicate illiteracy. Do you have anything to say about this?  

Mona: Of course. Why not?  Then listen.

Sona: Tell. I'm listening.

Mona: To eradicate illiteracy, primary education should be introduced first in exchange for food. The poor children who are hungry for food will come to primary schools and receive primary education.

Sona: No doubt good advice. Then?

Mona: Then taking tuition fees has to be stopped from the students of high school to the college level because many students stop studying due to lack of tuition fees.

Sona: Right.  Any other advice

Mona: Yes, there is.  The government distributes free books to the students up to the high school level.  This should be extended to the college level because many college-level students can't buy books due to lack of money.  As a result, their education stopped.

Sona: Fine. Then?

Mona: Above all, the government should take the necessary steps to eradicate illiteracy.  The government has already implemented many schemes for this purpose.  And if all the schemes mentioned by me are implemented, illiteracy will be eradicated from Bangladesh.  There will be no illiterates in the country and the country will be 100% illiterate-free.

Sona: Thank you very much for the fruitful advice to eradicate illiteracy.

Mona: Welcome.

How to eradicate illiteracy dialogue

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

বাংলাদেশের নিরক্ষরতা সমস্যা সম্পর্কে একটি সংলাপ লেখ।

উত্তর:

মোনা: হ্যালো বন্ধু। তুমি কি করছো?

সোনা: কিছু না। কিন্তু আমি একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করছি।

মোনা: সেটা কি?

সোনা: নিরক্ষরতা। বাংলাদেশের গ্রামের অধিকাংশ মানুষই নিরক্ষর। তারা পড়তে ও লিখতে জানে না। আমি ভাবছি কিভাবে নিরক্ষরতা দূর করা যায়। এই বিষয়ে তোমার কিছু বলার আছে?

মোনা: অবশ্যই। কেন নয়? তাহলে শোন।

সোনা: বল। আমি শুনছি।

মোনা: নিরক্ষরতা দূর করতে হলে খাদ্যের বিনিময়ে প্রাথমিক শিক্ষা চালু করতে হবে। খাদ্যের জন্য ক্ষুধার্ত দরিদ্র শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে এসে প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে।

সোনা: নিসন্দেহে ভালো পরামর্শ। তারপর?

মোনা: তারপর হাইস্কুল থেকে কলেজ পর্যায় পর্যন্ত টিউশন ফি নেওয়া বন্ধ করতে হবে কারণ টিউশন ফি এর অভাবে অনেক শিক্ষার্থী পড়াশুনা বন্ধ করে দেয়।

সোনা: ঠিক। অন্য কোন পরামর্শ?

মোনা: হ্যাঁ, আছে। সরকার হাইস্কুল পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করে। এটি কলেজ পর্যায়ে বাড়াতে হবে কারণ কলেজ পর্যায়ের অনেক শিক্ষার্থী অর্থের অভাবে বই কিনতে পারে না। ফলে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়।

সোনা: ঠিক আছে। তারপর?

মোনা: সর্বোপরি, নিরক্ষরতা দূরীকরণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সরকার ইতিমধ্যে এ উদ্দেশ্যে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।আর আমার উল্লেখিত সব পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর হবে। দেশে নিরক্ষর থাকবে না এবং দেশ হবে ১০০% নিরক্ষরমুক্ত।

সোনা: নিরক্ষরতা দূরীকরণে ফলপ্রসূ পরামর্শের জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

 মোনা: স্বাগতম।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad