Type Here to Get Search Results !

Bangabandhu Sheikh Mujibur Rahman paragraph with Bengali

Bangabandhu sheikh mujibur rahman paragraph, paragraph on bangabandhu sheikh mujibur rahman, bangabandhu sheikh mujibur rahman paragraph for hsc

 Bangabandhu Sheikh Mujibur Rahman paragraph

Bangabandhu Sheikh Mujibur Rahman was a charismatic and undisputed leader of the Bangladeshi independence movement. He was the father of the Bengali nation. He was born on March 17, 1920, in Tungipara of Gopalganj district. He played an important role in the independence movement of Bangladesh. He was the first President of Bangladesh and served as Prime Minister several times. Actually, Bangabandhu Sheikh Mujibur Rahman started his political career in 1940. At first, he was associated with the All-India Muslim League. Then he became a member of the East Pakistan Awami League. Later he won the election in 1970.  At that time the Pakistani military regime refused to allow him to become the Prime Minister of Pakistan. As a result, the liberation war of Bangladesh began with violent repression. During the war, Bangabandhu Sheikh Mujibur Rahman inspired the people of Bangladesh with his inspirational speeches and leadership. Under his leadership, Bengalees gained independence from Pakistan on 16 December 1971. And then he became the first president of Bangladesh. After becoming president, he resolved to establish a democratic government to rebuild the war-torn country. But his efforts were completely thwarted by rampant corruption and political instability. Then in 1975, he was killed along with most of his family members in a military coup. At present, he is widely regarded as a great hero of the Bangladesh liberation war. He is fondly known as Bangabandhu, Friend of Bengal. Sheikh Hasina, the present Prime Minister of Bangladesh, is her dear daughter who always stands by the people of Bangladesh through happiness and sadness. Finally, a leader like Bangabandhu Sheikh Mujibur Rahman is rare in the history of the world, including Bangladesh, who will be remembered by the people of Bangladesh for ages.

পড়তে পারেনঃ 

Sheikh Mujibur Rahman

বাংলা অনুবাদ:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একজন ক্যারিশম্যাটিক এবং অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি ছিলেন বাঙালি জাতির পিতা। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং একাধিকবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রকৃতপক্ষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবন শুরু করেন ১৯৪০ সালে। প্রথমে তিনি সর্বভারতীয় মুসলিম লীগের সাথে যুক্ত ছিলেন। এরপর তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সদস্য হন। পরে তিনি ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ করেন। সে সময় পাকিস্তানি সামরিক শাসন তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দিতে অস্বীকার করে। ফলে সহিংস দমন-পীড়নের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়।যুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অনুপ্রেরণামূলক বক্তৃতা ও নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জনগণকে অনুপ্রাণিত করেছিলেন। তাঁর নেতৃত্বে বাঙালিরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। আর তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সংকল্প করেন। কিন্তু ব্যাপক দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তার প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়।তারপর ১৯৭৫ সালে তিনি একটি সামরিক অভ্যুত্থানে তার পরিবারের বেশিরভাগ সদস্যসহ নিহত হন। বর্তমানে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মহান নায়ক হিসেবে ব্যাপকভাবে বিবেচিত। তিনি স্নেহে বঙ্গবন্ধু, বাংলার বন্ধু হিসেবে পরিচিত। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রিয় কন্যা যিনি সবসময় বাংলাদেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা বাংলাদেশসহ বিশ্বের ইতিহাসে বিরল, যাকে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad