Bad effect of copying in the exam dialogue
Question:
Write a dialogue about bad effect of copying in the exam.
Answer:
Nisan: Hi, Ahsan. What
do you do?
Ahsan: I'm watching YouTube.
Nisan: You will watch YouTube
because you don't need to study. I saw you copying in the exam.
Ahsan: Everyone is
passing the exam by copying. So, what is the benefit of studying in the world
of copying?
Nisan: You haven't said this right. Don't you know the bad effects of copying in the exam?
Ahsan: No need to know the bad effects of copying in the exam. Hey brother, if you have certificates and money, you will get a job. Why will I study?
Nisan: This is your
misconception.
Ahsan: What do you want
to say?
Nisan: If you don't
study and if you pass the exam by copying, you won't get a chance in any
university. Besides, you will never get a good job after completing your education.
Ahsan: Really?
Nisan: Yes. Moreover, if
you don't study, your knowledge and mentality will not develop. Apart from
this, you have to face a lot of troubles in the future if you pass by copying
in the exam. Actually, the bad effect of copying in the exam will destroy your
beautiful life.
Ahsan: Then I will fall
into great danger.
Nisan: Of course.
Ahsan: What can I do
now, friend.
Nisan: First give up the
bad habit of copying in the exam. Then start studying.
Ahsan. Ok. I must give
up copying and never copy in the exam. Thank you very much for making me
understand the bad effects of copying in the exam.
Nisan: Welcome.
Dialogue bad effect of copying in the exam
বাংলা
অনুবাদ:
প্রশ্ন:
পরীক্ষায়
নকলের খারাপ প্রভাব সম্পর্কে একটি সংলাপ লিখ।
উত্তর:
নিশান:
হাই, আহসান। তুমি কি কর?
আহসান: আমি ইউটিউব দেখছি।
নিশান:
তুমি তো ইউটিউব দেখবে কারণ তোমারতো পড়াশোনা করা লাগে না। আমি তোমাকে পরীক্ষায়
নকল করতে দেখেছি।
আহসান:
সবাই নকল করে পরীক্ষায় পাস করছে। তাহলে নকলের দুনিয়ায় পড়াশোনা করে লাভ কি?
নিশান:
তুমি ঠিক বললে না। তুমি
কি পরীক্ষায় নকল করার খারাপ প্রভাব জানো না?
আহসান:
পরীক্ষায় নকলের খারাপ প্রভাব জানার দরকার নেই। আরে ভাই, সার্টিফিকেট আর টাকা থাকলেই চাকরি পাবেন। আমি কেন
পড়াশোনা করব?
নিশান:
এটা তোমার ভুল ধারণা।
আহসান:
তুমি কি বলতে চাও?
নিশান:
পড়াশুনা না করলে আর নকল করে পরীক্ষায় পাশ করলে কখনো ভালো চাকরি পাবে না।
আহসান:
সত্যি?
নিশান:
হ্যাঁ। এছাড়া পড়াশোনা না করলে
তোমার জ্ঞান ও মানসিকতার বিকাশ হবে না। তাছাড়া
পরীক্ষায় নকল করে পাস করলে ভবিষ্যতে তোমাকে অনেক ঝামেলায় পড়তে হবে। আসলে পরীক্ষায় নকল করার খারাপ প্রভাব তোমার সুন্দর জীবনকে ধ্বংস
করে দেবে।
আহসান:
তাহলে আমিতো মহা বিপদে পডে যাবো।
নিশান:
অবশ্যই।
আহসান:
এখন আমি কি করতে পারি বন্ধু?
নিশান:
আগে পরীক্ষায় নকল করা বদ অভ্যাস ত্যাগ কর। তারপর পড়াশোনা শুরু কর।
আহসান: ঠিক আছে। আমি
অবশ্যই নকল করা ছেড়ে দিব এবং কখনই পরীক্ষায় নকল করব না। পরীক্ষায় নকল করার খারাপ প্রভাব আমাকে বোঝানোর জন্য তোমাকে অনেক
ধন্যবাদ।
নিশান: স্বাগতম।
রিলেটেড পোস্টসঃ