Type Here to Get Search Results !

Bad Effect of Copying in the Exam Dialogue with Bangla

Bad effect of copying in the exam dialogue, dialogue bad effect of copying in the exam, dialogue about the bad effect of copying in the exam

Bad effect of copying in the exam dialogue

Question:

Write a dialogue about bad effect of copying in the exam.

Answer:

Nisan: Hi, Ahsan. What do you do?

Ahsan: I'm watching YouTube.

Nisan: You will watch YouTube because you don't need to study. I saw you copying in the exam. 

Ahsan: Everyone is passing the exam by copying. So, what is the benefit of studying in the world of copying?

Nisan: You haven't said this right. Don't you know the bad effects of copying in the exam?

Ahsan: No need to know the bad effects of copying in the exam. Hey brother, if you have certificates and money, you will get a job.  Why will I study?

Nisan: This is your misconception.

Ahsan: What do you want to say?

Nisan: If you don't study and if you pass the exam by copying, you won't get a chance in any university. Besides, you will never get a good job after completing your education.

Ahsan: Really?

Nisan: Yes. Moreover, if you don't study, your knowledge and mentality will not develop. Apart from this, you have to face a lot of troubles in the future if you pass by copying in the exam. Actually, the bad effect of copying in the exam will destroy your beautiful life.

Ahsan: Then I will fall into great danger.

Nisan: Of course.

Ahsan: What can I do now, friend.

Nisan: First give up the bad habit of copying in the exam. Then start studying. 

Ahsan. Ok. I must give up copying and never copy in the exam. Thank you very much for making me understand the bad effects of copying in the exam.

Nisan: Welcome.

Dialogue bad effect of copying in the exam

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

পরীক্ষায় নকলের খারাপ প্রভাব সম্পর্কে একটি সংলাপ লিখ।

উত্তর:

নিশান: হাই, আহসান। তুমি কি কর?

আহসান: আমি ইউটিউব দেখছি। 

নিশান: তুমি তো ইউটিউব দেখবে কারণ তোমারতো পড়াশোনা করা লাগে না। আমি তোমাকে পরীক্ষায় নকল করতে দেখেছি।

আহসান: সবাই নকল করে পরীক্ষায় পাস করছে। তাহলে নকলের দুনিয়ায় পড়াশোনা করে লাভ কি?

নিশান: তুমি ঠিক বললে না। তুমি কি পরীক্ষায় নকল করার খারাপ প্রভাব জানো না?

আহসান: পরীক্ষায় নকলের খারাপ প্রভাব জানার দরকার নেই। আরে ভাই, সার্টিফিকেট আর টাকা থাকলেই চাকরি পাবেন। আমি কেন পড়াশোনা করব?

নিশান: এটা তোমার ভুল ধারণা।

আহসান: তুমি কি বলতে চাও?

নিশান: পড়াশুনা না করলে আর নকল করে পরীক্ষায় পাশ করলে কখনো ভালো চাকরি পাবে না।

আহসান: সত্যি?

নিশান: হ্যাঁ। এছাড়া পড়াশোনা না করলে তোমার জ্ঞান ও মানসিকতার বিকাশ হবে না। তাছাড়া পরীক্ষায় নকল করে পাস করলে ভবিষ্যতে তোমাকে অনেক ঝামেলায় পড়তে হবে। আসলে পরীক্ষায় নকল করার খারাপ প্রভাব তোমার সুন্দর জীবনকে ধ্বংস করে দেবে।

আহসান: তাহলে আমিতো মহা বিপদে পডে যাবো।

নিশান: অবশ্যই।

আহসান: এখন আমি কি করতে পারি বন্ধু?

নিশান: আগে পরীক্ষায় নকল করা বদ অভ্যাস ত্যাগ কর। তারপর পড়াশোনা শুরু কর।

আহসান: ঠিক আছে। আমি অবশ্যই নকল করা ছেড়ে দিব এবং কখনই পরীক্ষায় নকল করব না। পরীক্ষায় নকল করার খারাপ প্রভাব আমাকে বোঝানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

নিশান: স্বাগতম।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad