Type Here to Get Search Results !

Computer Club Application with Bangla

 

Computer club application,application for setting up a computer club,application computer club,application for computer club,setting up a computer club

Computer club application

Question:

Write an application for setting up a computer club.

Answer:

March 24, 2024

To

The Headmaster/Principal,

Paikgacha Govt School/College,

Paikgacha, Khulna.

 

Subject: Prayer for setting up a computer club.

 

Dear Sir, 

With due respect and humble submission we beg to state that we are the students of your school/college. Our school/college is the best school/college in Khulna district. But it is a matter of sorrow that there is no computer club in our school/college. The present age is the age of computers. Today nothing can be thought of without computers. However, every student should learn computers. But in our school/college students have no opportunity to learn computers. So, it is urgently needed to set up a computer club in our school/college for students to acquire computer knowledge. In this respect, we all draw your kind attention.

We, therefore, pray and hope that you would be kind enough to grant our application for setting up a computer club in our school/college and oblige thereby.

Yours faithfully,

Monir

(On behalf of the students)

Application for setting up a computer club 

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

একটি কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য একটি আবেদন লেখ।

উত্তর:

মার্চ ২৪, ২০২৪

বরাবর

প্রধান শিক্ষক/অধ্যক্ষ,

পাইকগাছা সরকারি স্কুল/কলেজ,

পাইকগাছা, খুলনা।

 

বিষয়: একটি কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য প্রার্থনা।

 

জনাব,

যথাযথ সম্মান এবং বিনীত নিবেদনের সাথে আমরা জানাচ্ছি যে আমরা আপনার স্কুল/কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের স্কুল/কলেজ খুলনা জেলার সেরা স্কুল/কলেজ। কিন্তু দুঃখের বিষয় আমাদের স্কুল/কলেজে কোন কম্পিউটার ক্লাব নেই। বর্তমান যুগ কম্পিউটারের যুগ। এখন কম্পিউটার ছাড়া কিছুই চিন্তা করা যায় না। তাই প্রত্যেক ছাত্রছাত্রীর কম্পিউটার শেখা উচিত। কিন্তু আমাদের স্কুল/কলেজে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখার কোন সুযোগ নেই। তাই ছাত্রছাত্রীদের কম্পিউটার জ্ঞান অর্জনের জন্য আমাদের স্কুল/কলেজে একটি কম্পিউটার ক্লাব স্থাপন করা জরুরি। আমরা সকলেই এই বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

অতএব, আমরা প্রার্থনা করি এবং আশা করি যে আপনি আমাদের স্কুল/কলেজে একটি কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য আমাদের আবেদন মঞ্জুর করতে যথেষ্ট সদয় হবেন ও বাধিত হবেন।

আপনার বিশ্বস্ত,

মনির

(ছাত্রছার্থীদের পক্ষে)

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad