Type Here to Get Search Results !

Application for Early Leave with Bangla

Application for early leave, early leave application, application for early leave from school, prayer for early leave application

Application for early leave

Question: 

Write an application to your Headmaster for early leave.

Answer:

March 28, 2024

Kapilmuni High School.

Kapilmuni, Paikgacha, Khulna

 

Subject: Application for early leave.

 

Sir,

With due respect and humble submission I beg to state that I am a student of class IX of your school. I came to school at 10 AM. Now, it is 12 AM. After three classes, I suddenly felt feverish. Now, I have a terrible headache. Generally, our school breaks up at 4 PM but I will not be able to stay at school till 4 PM today. As a result, I am fully unable to continue the rest of the classes. I am so ill that I have to go home now. So, today I need early leave.

I, therefore, pray and hope that you would be kind enough to grant me early leave and oblige thereby.

Yours faithfully,

Asha

Class – IX

Roll no- 05

আপনার জন্য স্পেশাল অফার:

◆◆◆আমার লেখা ইংলিশ গ্রামারের যতসব অজানা ও সহজ নিয়ম পড়তে আমার ব্লগ সাইটের এই লিংকটির উপর ক্লিক করুন।

Early leave application

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

তাড়াতাড়ি ছুটির জন্য তোমার প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ।

উত্তর:

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

কপিলমুনি হাই স্কুল,

কপিলমুনি, পাইকগাছা, খুলনা


বিষয়: তাড়াতাড়ি ছুটির জন্য আবেদন।


জনাব,

যথাযথ সম্মান এবং বিনয়ের সাথে আমি জানাচ্ছি যে আমি আপনার স্কুলের নবম শ্রেণির একজন ছাত্রী। আমি সকাল ১০ টায় স্কুলে এসেছিলাম। এখন দুপুর ১২টা বাজে। তিনটি ক্লাসের পর হঠাৎ করেই আমার জ্বর আসে। এখন আমার ভয়ানক মাথাব্যথা করছে। সাধারনত, আমাদের স্কুল বিকাল ৪ টায় ছুটি হয় কিন্তু আমি আজ বিকাল ৪ টা পর্যন্ত স্কুলে থাকতে পারব না। ফলে আমি বাকি ক্লাসগুলো চালিয়ে যেতে পারব না। আমি এতটাই অসুস্থ যে আমাকে এখন বাড়ি যেতে হবে। তাই, আজ আমার তাড়াতাড়ি ছুটি প্রয়োজন।

অতএব, আমি প্রার্থনা করি এবং আশা করি যে আপনি আমাকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার জন্য যথেষ্ট সদয় হয়ে আমাকে বাধিত করবেন।

আপনার বিশ্বস্ত,

আশা

নবম শ্রেণী

রোল নং- ০৫

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad