Victory day paragraph
Victory Day is a memorable day in the history of Bangladesh. Many Bengalis had to sacrifice their lives for this victory day. In history, the 16th of December is the victory day of Bangladesh. On the 16th of December 1971, Bengalis gained independence from Pakistan at the cost of a 9-month bloody battle and Bangladesh became an independent country on the world map. On this day, the people of East Pakistan surrounded the West Pakistanis from all sides. As a result, the West Pakistanis surrendered to the East Pakistanis on the 16th of December. And through this self-surrender, the victory of Bangladesh was declared. The sun of independence rises in the sky of Bangladesh. Bengalis were freed from subjugation for life. So every year we observe this day with great respect. On that day we remember the brave sons and daughters who sacrificed their lives for the country and pay glowing tributes to the departed souls. The day begins with a gunshot. A festive look prevails in the whole country. The national flag is hoisted over every office, court, and shop. Many meetings, seminars, symposiums, and discussions are held. People from all walks of life visit the National Mausoleum and offer flowers as a symbol of deep respect for the martyred soldiers. This day is a day of great joy, hope, and inspiration. This victory is a victory against injustice, oppression, and lies. So, the victory day will remain intact in our memory forever.
পড়তে পারেনঃ
Victory day of Bangladesh
বাংলা অনুবাদ:
বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই বিজয় দিবসের জন্য বহু বাঙালিকে প্রাণ দিতে হয়েছে। ইতিহাসে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালিরা পাকিস্তানের নিকট থেকে স্বাধীনতা লাভ করে এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়। এই দিনে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানিদের চারদিক থেকে ঘিরে ফেলে। ফলে ১৬ ডিসেম্বর পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে। আর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় ঘোষণা করা হয়। বাংলাদেশের আকাশে উদিত হয় স্বাধীনতার সূর্য। বাঙালিরা আজীবন জন্য পরাধীনতা থেকে মুক্তি পায়। তাই প্রতি বছর আমরা এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করি। সেদিন আমরা সেই সাহসী পুত্র-কন্যাদের স্মরণ করি যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন এবং বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। দিনটি শুরু হয় গুলি দিয়ে। পুরো দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিটি অফিস-আদালত ও দোকানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনেক সভা, সেমিনার, সিম্পোজিয়াম এবং আলোচনা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষ জাতীয় সমাধিসৌধ পরিদর্শন করে এবং শহীদ সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক হিসেবে ফুল দেয়। এই দিনটি একটি মহান আনন্দ, আশা এবং অনুপ্রেরণার দিন। এ বিজয় অন্যায়, অত্যাচার ও মিথ্যার বিরুদ্ধে বিজয়। তাই বিজয় দিবস আমাদের স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে।
রিলেটেড পোস্টসঃ
আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এতো বড় প্যারাগ্রাপ😳
উত্তরমুছুনHistory of 7 march need
উত্তরমুছুনHow many words
উত্তরমুছুন