Type Here to Get Search Results !

My Family Paragraph with Bangla Translation

 

My family paragraph, my family paragraph for class, paragraph my family, my family  paragraph for class 5

My family paragraph

Family is a social institution and a shelter for human beings. It is the first school in the life of every person. What people learn in the family is lasting. No man can forget the family education. However, there are two types of families. One is a small family and the other is a big family.  I am a member of a small family. My family is happy. There are six members of my family.  My father is an English professor in a college and my mother is a school teacher. I have an elder brother. He studies honors in English at Dhaka University. My family also includes my grandfather and grandmother. They love me very much. They tell me fairy tales with me on holidays. My parents go out for work at 9 am and return home at 4 pm. My father loves me when he comes home. And my mother prepares breakfast for all of us every afternoon. We all eat breakfast together in the afternoon. My brother comes home from university after a long time. When he comes home, my mother cooks good food for my brother.  After cooking, we all eat together. There is no quarrel in my family, rather everyone is cooperative and friendly. Above all, my family is the best. So, I love my family very much.

আপনার জন্য স্পেশাল অফার:

◆◆◆আমার লেখা ইংলিশ গ্রামারের যতসব অজানা ও সহজ নিয়ম পড়তে আমার ব্লগ সাইটের এই লিংকটির উপর ক্লিক করুন।

My family

বাংলা অনুবাদ:

পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান এবং মানুষের আশ্রয়স্থল। এটি প্রতিটি মানুষের জীবনের প্রথম স্কুল। পরিবারে মানুষ যা শেখে তা দীর্ঘস্থায়ী হয়। পারিবারিক শিক্ষা কোন মানুষ ভুলতে পারে না। তবে পরিবার দুই ধরনের। একটি ছোট পরিবার আর অন্যটি বড় পরিবার। আমি একটি ছোট পরিবারের একজন সদস্য। আমার পরিবার একটি সুখী পরিবার। আমার পরিবারে ছয়জন সদস্য। আমার বাবা একজন ইংরেজি অধ্যাপক এবং আমার মা একজন স্কুল শিক্ষক। আমার একজন বড় ভাই আছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়ে। আমার পরিবারে আমার দাদা এবং দাদীও আছে। তারা আমাকে খুব ভালোবাসেন। ছুটির দিনে তারা আমার সাথে রূপকথার গল্প বলেন। আমার বাবা-মা সকাল ৯ টায় চাকরির জন্য বাইরে যান এবং বিকাল টায় বাড়ি ফেরেন। আমার বাবা বাড়িতে এলে আমাকে আদর করে। আর আমার মা প্রতিদিন বিকেলে আমাদের সবার জন্য নাস্তা তৈরি করেন। বিকেলে আমরা সবাই একসাথে নাস্তা খাই। আমার ভাই অনেকদিন পর বিশ্ববিদ্যালয় থেকে বাসায় আসে। সে বাড়িতে এলে আমার মা আমার ভাইয়ের জন্য ভালো খাবার রান্না করেন। রান্না শেষে আমরা সবাই মিলে খাই।  আমার পরিবারে কোনো ঝগড়া নেই, বরং সবাই সহযোগিতা মূলক ও বন্ধুত্বপূর্ণ। সর্বোপরি, আমার পরিবার একটি সেরা পরিবার। তাই, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad