Type Here to Get Search Results !

My Best Friend Paragraph with Bangla Translation

My best friend paragraph,best friend paragraph,your best friend paragraph,my best friend paragraph for class 4

My best friend paragraph

Everyone has a best friend in life. I also have a best friend. My best friend's name is John.  My friend, John, and I are in the same class.  He is the first boy in the class. And I am the second boy. He is very talented and intelligent.  He always helps me. His house is next to our house. When I call him about my problem, he immediately comes running.  Actually, he is very sincere and loves me very much. He comes to our house every afternoon and I play with him till evening. Even though I compete with him in my studies, he is never jealous of me.  He advises me to get good results. When the boys in my village misbehave with me, he immediately rushes to the spot and remonstrates with them.  He doesn't want to leave me and go home if I'm ever sick. He is always with me in school too.  We both sit side by side in the class. During Tiffin, we both share the food with each other. He always tries to feed me more.  He is very generous.  In fact, having a friend like him is a matter of luck in life. Truly, I am very happy to have a friend like him. He is a good advisor in building my life. So he is my best friend.

Best friend paragraph

বাংলা অনুবাদ:

প্রত্যেকের জীবনে একজন সবচেয়ে ভালো বন্ধু থাকে। আমারও একজন সবচেয়ে ভালো বন্ধু আছে। আমার সবচেয়ে ভালো বন্ধুর নাম জন। আমার বন্ধু, জন এবং আমি একই ক্লাসে পড়ি। সে ক্লাসের ফার্স্ট বয়।  আর আমি সেকেন্ড বয়।সে অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান। সে সবসময় আমাকে সাহায্য করে। তার বাড়ি আমাদের বাড়ির পাশে। আমি আমার সমস্যায় তাকে ডাকলে সে সাথে সাথে ছুটে আসে। আসলে, সে খুব আন্তরিক এবং আমাকে খুব ভালবাসে। সে প্রতিদিন বিকেলে আমাদের বাড়িতে আসে এবং আমি সন্ধ্যা পর্যন্ত তার সাথে খেলা করি। পড়ালেখায় আমি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করলেও সে কখনোই আমাকে হিংসা করে না। সে আমাকে ভালো ফলাফল করার পরামর্শ দেয়। আমার গ্রামের ছেলেরা আমার সাথে খারাপ ব্যবহার করলে সে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদেরকে প্রতিবাদ করে। আমি অসুস্থ হলে সে আমাকে ছেড়ে বাড়ি যেতে চায় না। স্কুলেও সে সবসময় আমার সাথে থাকে। আমরা ক্লাসে দুজনে পাশাপাশি বসি। টিফিনের সময় আমরা দুজনেই একে অপরের সাথে খাবার ভাগাভাগি করে খাই। সে সবসময় আমাকে বেশি খাওয়ানোর চেষ্টা করে। সে অত্যন্ত উদার। আসলে তার মতো বন্ধু পাওয়া জীবনে ভাগ্যের ব্যাপার। সত্যিই, তার মতো একজন বন্ধু পেয়ে আমি খুব খুশি। সে আমার জীবন গঠনের জন্য একজন ভালো উপদেষ্টা। তাই সে আমার সবচেয়ে ভালো বন্ধু।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.