Type Here to Get Search Results !

King Midas Completing Story with Bangla

 

King midas completing story,king midas and his golden touch completing story,story of king midas,completing story of king midas,story of king midas in english

King Midas completing story

Once there was a greedy king.  His name was King Midas. He loved gold very much. He had a lot of wealth but wanted more wealth. He thought that he would be the happiest man in the world if he got the golden touch. So, he always prayed to God to give him the golden touch magic power by which everything he touched would turn into gold. After a long prayer, God granted the king's prayer. He was blessed with that magical power and thanked God. One day he woke up early in the morning and went for a walk in his garden. Suddenly, an apple fell in front of him. He picked up the apple. But it is a matter of great joy that as soon as he touched the apple, it turned into gold. He was surprised and overjoyed to see that. From then on everything he touched turned into gold. His joys knew no bounds. Then he returned to the palace happily. After he entered his palace, his little daughter ran to him. The king took his daughter in his lap. But alas! What a disaster. As soon as he touched his daughter, she turned into a golden statue.  Seeing that, the king was shocked and in a moment all his happiness turned into sorrow. The king realized his mistake and requested God to take back his golden touch magic power. God granted his request and took back the golden touch of magic power. Instantly his daughter turned into a human being from a golden statue. King Midas was overjoyed to have his beloved daughter back. After all, from then on King Midas renounced his greed forever and started to live honestly.

পড়তে পারেনঃ

King Midas and his golden touch completing story

বাংলা অনুবাদ:

একদা এক লোভী রাজা ছিল। তার নাম ছিল রাজা মিডাস। তিনি স্বর্ণকে খুব ভালোবাসতেন। তার অনেক ধন-সম্পদ ছিল কিন্তু তিনি আরও সম্পদ চেয়েছিলন। তিনি ভেবেছিলেন সোনার ছোঁয়া পেলে তিনি হবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাই তিনি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যেন তিনি তাকে সোনার স্পর্শের জাদু শক্তি দেন যার দ্বারা তিনি স্পর্শ করলে সবকিছুই সোনায় পরিণত হয়। দীর্ঘ প্রার্থনার পর ঈশ্বর রাজার প্রার্থনা মঞ্জুর করলেন। তিনি সেই জাদুকরী শক্তিতে ধন্য হয়েছিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। একদিন সে খুব ভোরে ঘুম থেকে উঠে তার বাগানে বেড়াতে গেলেন।  হঠাৎ তার সামনে একটা আপেল পড়ল। তিনি আপেলটি তুলে নিলেন। তবে এটা খুবই আনন্দের বিষয় যে আপেলটি স্পর্শ করার সাথে সাথেই তা সোনায় পরিণত হয়। এটা দেখে তিনি বিস্মিত ও আনন্দিত হলেন। তারপর থেকে তার ছোঁয়ায় সবকিছু সোনায় পরিণত হত। তার আনন্দের সীমা ছিল না। তারপর তিনি খুশি মনে প্রাসাদে ফিরে এলেন। তিনি তার প্রাসাদে প্রবেশ করার পর তার ছোট মেয়ে তার কাছে ছুটে গেল। রাজা তার মেয়েকে কোলে তুলে নিলেন। কিন্তু হায়! কি সর্বনাশ। তার মেয়েকে স্পর্শ করার সাথে সাথে সে সোনার মূর্তি হয়ে গেল। এটা দেখে রাজা হতবাক হয়ে গেলেন এবং মুহূর্তের মধ্যে তাঁর সমস্ত সুখ দুঃখে পরিণত হল। রাজা তার ভুল বুঝতে পারলেন এবং ঈশ্বরের কাছে তার সোনার স্পর্শ জাদু শক্তি ফিরিয়ে নিতে অনুরোধ করলেন। ঈশ্বর তার অনুরোধ মঞ্জুর করলেন এবং সোনার স্পর্শ জাদু শক্তি ফিরিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে তার মেয়ে সোনার মূর্তি থেকে মানুষে পরিণত হল। রাজা মিডাস তার প্রিয় কন্যাকে ফিরে পেয়ে আনন্দিত হলেন। সর্বোপরি, তারপর থেকে রাজা মিডাস তার লোভ চিরতরে পরিত্যাগ করে সৎভাবে জীবনযাপন শুরু করেন।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.